নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

আমরা পতাকা বানাবোই....কারণ দেশকে ভালোবাসি

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৯

কে বলবে এই দেশটা একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে ? মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি(!) উঠে পড়ে লেগেছে এই কথা প্রমাণ করার জন্য যে, ওটা আসলে মুক্তিযুদ্ধ ছিল না । দীর্ঘ নয় মাসের বলাৎকার শেষে এই দেশটি পয়দা হয়েছে । অন্যথায় জাতীয় পতাকা তৈরীতে নিষেধাজ্ঞা আরোপ করা হবে কেন ?! এখন জাতীয় পতাকার অপর নাম ‘বিছুটি পাতা’ । খালেদা জিয়া পতাকা বহন করার কথা বলার সাথে সাথেই এই ‘বিছুটি পাতা’র এ্যাকশন শুরু হয়ে গেছে ।

(সৌজন্যে: Sayd Rahman)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

হাসান কালবৈশাখী বলেছেন:
পাকিস্তান পার্লামেন্টে এদেশী জামাতি নেতাদের অখন্ড পাকিস্তান রক্ষার (মানে বাংলাদেশ ধ্বংশের) নিষ্ঠাবান সৈনিক বলা হয়েছে।

পাকি সার্টিফাইড রাজাকার ও রাজাকারদের আন্ডা বাচ্চাদের আমাদের জাতীয় পতাকায় হাত দেয়ার কোন অধিকার নেই।

লাঠি সহ পতাকাধারি কোন ছাগু পাওয়া গেলে পতাকা বাজেয়াপ্ত করে লাঠি োন্দে ঢুকানো হবে।

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২২

আশমএরশাদ বলেছেন: জাতীয় পতাকা সমস্যা না সমস্যা হলো পতাকার সাথে যে গজরী লাঠি নিয়ে আসতে কইলো সেটাই সমস্যা।
পতাকা নিয়ে আসার অর্থ কিন্তু পতাকাকে সম্মান নয় -পতাকার সাথে লাঠি আনা যাবে সেটাই হলো মুল কথা।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৪

েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার। নয়তো আরো কঠিন পরিণতি আমাদের দিকে ধেয়ে আসছে।
হরতাল-অবরোধের নামে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস ও বিধ্বস্ত করে দেশবাসীকে কী ফায়দা দেয়া হচ্ছে? দেশ-জাতিকে ক্ষতিগ্রস্তকারী রাজনীতিকদের প্রত্যাখান করুন...
http://www.somewhereinb log.net/blog/AYAAJ1977/29909267

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০

বিশ্বাস করি 1971-এ বলেছেন: আশমএরশাদ-এর পেছন দিয়ে পতাকার ডান্ডাটা ঢুকিয়ে দেয়া প্রয়োজন। এই সব কু**বা** মত অন্ধ সমর্থকদের জন্যই দেশে নিরপেক্ষ কোন লোক শান্তিতে বসবাস করতে পারতেছে না। এরাই বঙ্গবন্ধুকে একনায়ক বানাইছিল! X(( X(( X(( X((

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৬

হকিস্‌টিক হাসান বলেছেন: কুত্তার কাজ কুত্তায় করেছে কামড় দিয়েছে পায়
তাই বলে কুত্তারে কামড়ানো কিরে মাইষের শোভা পায়...

৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পৃথিবীর আলো বলেছেন: কুকুরকে কামড়াতে হয়না। তবে কষে লাথি দিতে তো মানুষের কোন প্রবলেম নাই.........কি বলেন হকিস্‌টিক হাসান ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.