নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হকিস্‌টিক হাসান

হকিস্‌টিক হাসান › বিস্তারিত পোস্টঃ

১৫ আগষ্ট এলে টিস্যু পেপার দিয়ে এখনো চোখ মোছেন..

০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৯

মুসা খন্দকার ,তাঁর ছেলে মাসুদ খন্দকার ও মকবুল হোসেন এদের অপরাধ এরা নৌকায় ভোট না দিয়ে লাঙ্গল মার্কায় ভোট দিয়েছে। আর এর কারণে এদর সহ্য করতে হয়েছে চাপাতী আর মার দা’র কোপ। অসহ্য যন্ত্রনা ভোগ করে মৃত্যু বরন করতে হয়েছে তাদের। মাননীয় প্রধানমন্ত্রী আপনার তো ঝুনা..ঝুনা কমিউনিস্টদের সাথে শলা-পরামর্শ করতে করতেই দিন চলে যাচ্ছে.. যদি সময়পান তাহলে ভাববেন প্লীজ!! ৭৫ সালে আপনার পরিবারকে হত্যার পর আপনার যতটা কষ্ট হয়েছিলো ..মুসা খন্দকার আর মকবুল হোসেনের পরিবারেরও ঠিক ততটাই কষ্ট হচ্ছে। আপনী যেমন ১৫ আগষ্ট এলে টিস্যু পেপার দিয়ে এখনো চোখ মোছেন.. এদের পরিবার ও যতদিন বেচে থাকে ৬ জানুয়ারী চোখ মুছবে তবে ..তাদের তো দামী টিষ্যু পেপার কেনার টাকা নাই .. হয়তো তারা শাড়ীর আচল আর জামা দিয়েই চোখের জল মোছার কাজটা করবে। আপনার বাবাকে হত্যা করার পর আপনী সাগরে ভেসেছিলেণ ঠিকই তবে টাইটানিক জাহাজে চড়ে..কিন্তু একটিবার ভেবে দেখেছেন!! মুসা খন্দকার আর মকবুল হোসেনের পরিবার সাগরে ভেসেছে ..তাদের ধরে থাকার মত একটা খড়-কুটাও নাই..।

প্রধানমন্ত্রী আপনি দেশের সর্বে সর্বা আপনি চাইলে অনেক কিছুই করতে পারেন ... দোহারের ঘটনার বিচার , স্কুল পোড়ানোর বিচার, সংখ্যালঘুদের উপর হামলা কারীদের বিচার...। জামাত-শিবির না থাকলে এই দেশের যেমন কিছু যায় আসে না তেমনী আব্দুল মান্নান খানের মত দুই একটা বেজন্মা.. মায়ের বেজন্ম ...জারজ সন্তান না থাকলেও দেশ এবং আওয়ামীলীগের কিছু হবে না..। প্লীজ মাননীয় প্রধান মন্ত্রী ভাববেন!!! একজন বেজন্মা আব্দুল মান্নান থেকে মুসা খন্দকার আর মকবুল হোসেনের পরিবার আমি মনে করি আপনার কাছে অনেক বড় হওয়া উচিৎ!!!! বাকিটা আপনার উপর।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫০

সাইবার অভিযত্রী বলেছেন: জামাত-শিবির না থাকলে এই দেশের যেমন কিছু যায় আসে না তেমনী আব্দুল মান্নান খানের মত দুই একটা .... সোনার সন্তান না থাকলেও দেশ এবং আওয়ামীলীগের কিছু হবে না..

২| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

আছিফুর রহমান বলেছেন: ভাই দোহার এর ঘটনা আপনি যে ভাবে দেখসেন আসলে ব্যাপারটা সেরকম না। গোষ্ঠী গত দন্দই এখানে মূল ইস্যু হিসাবে কাজ করেছে। ঐতিহ্য গত এই হামলা, পাল্টা হামলায় মূল ইন্ধন জুগিয়েছে, তারপর এসেছে রাজনীতি। এরা ২ পক্ষই আওয়ামী লীগ করে। তবে মন্ত্রী বিরোধী হওয়ার কারনেই আলাউদ্দিন মোল্লা এর স্বজনদের এই প্রান দিতে হল। ধারনা করা হচ্ছে

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

আছিফুর রহমান বলেছেন: ভাই দোহার এর ঘটনা আপনি যে ভাবে দেখসেন আসলে ব্যাপারটা সেরকম না। গোষ্ঠী গত দন্দই এখানে মূল ইস্যু হিসাবে কাজ করেছে। ঐতিহ্য গত এই হামলা, পাল্টা হামলায় মূল ইন্ধন জুগিয়েছে, তারপর এসেছে রাজনীতি। এরা ২ পক্ষই আওয়ামী লীগ করে। তবে মন্ত্রী বিরোধী হওয়ার কারনেই আলাউদ্দিন মোল্লা এর স্বজনদের এই প্রান দিতে হল। ধারনা করা হচ্ছে

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

আছিফুর রহমান বলেছেন: বিরোধী পক্ষের অন্যতম নেতা হুকুম আলী চোকদার ও আলাউদ্দিন মোল্লার লোকজনের হাতে মারা গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.