![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আফ্রিদির ক্যাচ মিস হওয়ার পর যখন ঐ চারজন তরুণী লাফিয়ে কেঁদে ফেললো সেটা দেশপ্রেম।
আফ্রিদির স্ট্যাম্পে বল লেগেও বেল না পড়ায় সাকিব যখন মাটিতে মাথা ঠুকছিল, সেটা দেশপ্রেম।
ক্যাচ মিসের পর মুশফিকের চোখের পানিটাই দেশপ্রেম।
৪৯ তম ওভারে এসে বাউণ্ডারি খেয়ে সাকিব যখন মুখে কৃত্রিম হাসি এনে চোখের পানি লুকাচ্ছিল, সেটা দেশপ্রেম।
এসব টিভিতে দেখে আমরা যখন কেঁদে ফেলি, সেটা দেশপ্রেম।
২| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭
স্বপ্নসমুদ্র বলেছেন: হুম আর যখন হারার পর ও আশায় বুক বাঁধি পরের ম্যাচের জন্য সেটা দেশপ্রেম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৫
"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: এই পোষ্টা পড়ে আবেগে আমি যে কমেন্ট করলাম এটা কি?