| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ৈহমনতী
আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;-এক নক্ষত্রের নিচে তবু- একই আলো পৃথিবীর পারে আমরা দু'জনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয় .. জীবনানন্দ দাশ
আহ্ বৃষ্টি।অনেক দিন পর,আবার রং ভরা বৃষ্টিটা এলো,আর ভিজিয়ে দিয়ে গেলো এক মুঠো স্বপ্নের মত।কেউ কি আছেন আমার মতন??যিনি আজকের বৃষ্টিতে ভিজেছেন।আমি অবশ্য হুট করেই ভিজে গেছি।
বাস টা,থামি থামি করছে। এমন সময়ই বৃষ্টিটা শুরু হল।স্টপেজে আসতে না আসতেই বৃষ্টিটা হুড়মুড়িয়ে চলে এলো।আর আমি ছাতা টা খুলতে গিয়েও আটকাইয়া গেলো.......ধুরররর বলে একটা আওয়াজ করা উচিৎ কারণ আমি এখন বাইরে কাজে আসছি।বাসায় যাবার সময় ভিজলে না হয় একটা কথা ছিল।কিন্তু কেন জানি এই বৃষ্টি জিনিষটার উপর আমার অগাধ ভালোবাসা।পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে মনে হয় এই বৃষ্টিটা আসে(আমার ধারণা)।![]()
![]()
আধা তো ভিজলাম,ছাতাটাও খুললাম।কিন্তু হাঁটতে পারছিনা যে![]()
।এ কি হলো???ওহ,স্যান্ডেলটা আটকে যাইতেছে![]()
।কুনো সমস্যা নাইক্কা,এইটা একটা ব্যাপার!!!!(আমার কাছে সব সমস্যারই আবার সমাধান থাকে![]()
)স্যান্ডেল জোড়া খুলে হাতে নিলাম![]()
আর হাঁটতে শুরু করলাম।শান্তিনগরের ব্যাস্ততম একটি সড়কের দুই প্রান্তে অসংখ্য দোকানের নিচে বৃষ্টির হাত থেকে বাঁচতে দাড়িয়ে থাকা লোকগুলো প্রত্যক্ষ করল,আমার এই পাগলামী।তারা কি বুঝবে,আমার এই পাগলামীর অর্থ।আজ কতদিন পরে এই বুকভাঙা শহরের উপর বৃষ্টিটা তার রং ছড়িয়ে দিলো।স্রষ্টা তার সবটুকু ভালোবাসায় যে এভাবে সিক্ত করছে না,তাইবা কে বলতে পারে।ভাবুক না যার যা খুশি।তাতে কিইবা আসে যায়??
০১ লা মে, ২০১১ বিকাল ৫:২৭
ৈহমনতী বলেছেন: এই যে আমি ভিজি ![]()
বৃষ্টির ব্যাপারে আমি বরাবরই একটু বেশী পাগলামি করি :!> :#>
হুম ![]()
আমার বাড়িতে বেরাতে আসার জন্য
২|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৪৭
আমিনুল ইসলাম বলেছেন: ভিজিনি। তবে বৃষ্টি অনেক পছন্দ।
০১ লা মে, ২০১১ বিকাল ৫:২৮
ৈহমনতী বলেছেন: ভিজেই দেখো।
আরো ভালো লাগবে।
৩|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:৫৭
অচিন রুপকথা বলেছেন: মাঝে মাঝে এরকম একটু পাগলামি না করলে মানুষ হয়ে জন্মাবার মজাটাই তো পাওয়া যায় না...
ভালো লাগলো...
০১ লা মে, ২০১১ বিকাল ৫:৩১
ৈহমনতী বলেছেন: হুমম,ঠিক বলেছ।(চুপি চুপি বলে রাখি,আমি আবার একটু বেশিই পাগলামী করি।এতো বড় হয়ে গেছি তারপরও আমার ছেলে মানুষী যায় না।আমার সব ফ্রেন্ডরা আমার এই ব্যাপারটায় বেশ মজা পায়
)
৪|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৫
ভুত. বলেছেন: ঠিক কে কি ভাবল তাতে কি আসে যায়। মনের সুখ মিটিয়ে কিছু করার জন্য যেকোনো পাগলামিই মাফ
বৃষ্টি আমারও অনেক পছন্দ
০১ লা মে, ২০১১ বিকাল ৫:৪০
ৈহমনতী বলেছেন: ঠিক বলছিস রে।তাই তো দিন দুপুরে এই কাজ করছি।আর একদিন ক্লাস শেষ করে আসার পথে,সে কি বৃষ্টি!!ভিজার জন্য পুরা রেডী আমি।আমার সাথে আর একটা পাগলি ছিল,ব্যাস।কিন্তু সমস্যা কি হইছে জানিস??আমি সেদিন পুরাই গুলাপী আছিলাম,মানে আমার জামা থেকে শুরু করে ব্যাগ স্যান্ডেল সব গুলাপী রঙের।ভিজে চুপচুপে হয়ে সেই গুলাপী রং আরো প্রকট আকার ধারণ করল
পুরা নিলখেত এর রাস্তার দু পাশের মানুষ হা করে তাকিয়ে ছিল।একটা রিকশাও পাচ্ছিলাম না।কি যে অসস্তি লাগছিল,বলার মতো না।টিএসসির মোড়ে গিয়ে শেষমেস একটা পাইলাম।উফফ,মনে পড়লে আজও হাসি পায়।
৫|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ১১:২৪
নীরব 009 বলেছেন: ভাল লাগা।বৃষ্টিতে ভেজার মজাই আলাদা
০১ লা মে, ২০১১ বিকাল ৫:৫২
ৈহমনতী বলেছেন: ঠিক কইছেন।পড়ার জন্য ধন্যবাদ।
৬|
০১ লা মে, ২০১১ দুপুর ১:৩৯
তেরো বলেছেন: বৃষ্টি ভালোবাসি। বাতাস ভালোবাসি।
![]()
০১ লা মে, ২০১১ বিকাল ৫:৫৯
ৈহমনতী বলেছেন: মুইও
৭|
০১ লা মে, ২০১১ দুপুর ১:৫৪
সাকিন উল আলম ইভান বলেছেন: আমিও বৃষ্টি অনেক ভালোবাসি .......![]()
০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৭
ৈহমনতী বলেছেন: ![]()
৮|
০১ লা মে, ২০১১ বিকাল ৩:৪৫
রিয়েল ডেমোন বলেছেন: আমি দেশে থাকতে কখনও বৃষ্টি মিস করিনি![]()
০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৮
ৈহমনতী বলেছেন: এখন বৃষ্টি ছাড়া কেমন লাগে??
৯|
০১ লা মে, ২০১১ বিকাল ৫:৩২
সরলতা বলেছেন: বাংলাদেশের বৃষ্টি খুব সুন্দর একটা জিনিস!
ভাল লেখা হৈমন্তী।
০১ লা মে, ২০১১ সন্ধ্যা ৬:২৯
ৈহমনতী বলেছেন: ধন্যবাদ দোস্ত।
কিরাম আছ???
১০|
০২ রা মে, ২০১১ সকাল ১০:৫৬
বৃষ্টিধারা বলেছেন: আমাকে বৃষ্টিতে ভিজতে দেয় না .....
০২ রা মে, ২০১১ সকাল ১১:২৭
ৈহমনতী বলেছেন: কেনো আপি???
এখন অবশ্য বৃষ্টিতে ভেজা ঠিক হবে না তোমার।
১১|
০২ রা মে, ২০১১ দুপুর ১:৫২
অনিক বলেছেন: লেখাটা পড়ছিলাম আর ছবিটা দেখছিলাম। যদিও ছবির মেয়েটি বিদেশীনি (পরনের ড্রেস অন্তত তাই বলে) তবুও বৃষ্টিতে ভেজার অনুভূতির মধ্যে হয়তো সামান্যতম ফারাক নেই। মানুষের ভাললাগার বিষয়গুলো সার্বজনীন- পৃথিবীর যে প্রান্তেই থাকুকনা কেন প্রকাশে কোন ভিন্নতা নেই।
ভাল লাগলো সহজ করে লেখা অনুভূতির বর্ণনাটুকু।
০২ রা মে, ২০১১ বিকাল ৫:৫৮
ৈহমনতী বলেছেন: ঠিক বলেছেন।কিছু কিছু জায়গার অনুভূতিগুলো মনে হয় সবারই একরকম।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
১২|
০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:১৩
ফাইরুজ বলেছেন: আপু আমিও গত ৩০এপ্রিল বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজেছিলাম!আমার সর্বক্ষনের সঙ্গী আমার প্রিয় ছাতাটা তার একদিন আগে ভেঙে যায়।ছাতাটার প্রতি আমার এত মায়া জন্মে গেছে যে আমি নতুন ছাতা না কিনে ঐ পুরনো ছাতাটাকেই মেরমত করিয়ে নিয়েছি।
আপনার বৃষ্টিভেজার কাহিনীটাও খুব চমত্কার।
০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:৪৬
ৈহমনতী বলেছেন: আপু তুমি পড়ছ..
তোমারও দেখি আমার মত ছাতা নিয়ে ঘোরার অভ্যাস।
আমার ছাতাটাও ভেঙে গেছে
,তাও ঐটা নিয়াই ঘুরি :!>
যাক,এই সুযোগে ভিজতে পারছ।
১৩|
০৪ ঠা মে, ২০১১ সন্ধ্যা ৬:১৪
শায়েরী বলেছেন: Valo laglore...
০৪ ঠা মে, ২০১১ রাত ৯:১৮
ৈহমনতী বলেছেন: ধর তোর তো অনেক পছন্দ,তোর জন্য
১৪|
০৫ ই মে, ২০১১ দুপুর ১:৩০
মাহী ফ্লোরা বলেছেন: আমার বৃষ্টিতে ভিজলেই হাচি হয়।
আমারেও একটা ফুল দিবা কিন্তু আপু। :#>
০৫ ই মে, ২০১১ দুপুর ১:৪১
ৈহমনতী বলেছেন: আহহারে ![]()
আরে আবার জিগায়,টুমারে দিমু লঙীন ফুল।এই লও।
১৫|
০৫ ই মে, ২০১১ দুপুর ২:৫৫
বৃষ্টি ভেজা শিকারী বলেছেন: আপু মাঝে মাঝে অবশ্য এই ধরনের পাগলামির মধ্যে একটা অন্য রকম মজা কাজ করে।
০৫ ই মে, ২০১১ বিকাল ৫:১৯
ৈহমনতী বলেছেন: ঠিক বলছ ভাইয়া।মাঝে মাঝে পাগলামী না করলে জীবনের মজা হারিয়ে যায়।
১৬|
০৫ ই মে, ২০১১ বিকাল ৫:২৯
মনিরুল ইসলাম বাবু বলেছেন: বৃষ্টি আপনার খুব খুব প্রিয় একটি বিষয়, সন্দেহ নেই । অবসেশনও বোধহয় - ভাল অর্থে বলা
। সকালের অফিস টাইম বাদে বৃষ্টি ভাললাগে ।
০৬ ই মে, ২০১১ রাত ৮:০৪
ৈহমনতী বলেছেন: হাঁ ভাই,ঠিক ধরছেন।আমার খুব খুব খুব ভালোবাসার একটা জিনিষ এটা।হাহাহা
ভালো কইছেন।অবসেশন
।আমার তো সব টাইমেই ভালো লাগে।
১৭|
০৭ ই মে, ২০১১ দুপুর ২:১৫
টিয়া ময়না বলেছেন: sedin e bhijechi, bhalo legche, bhijte
০৭ ই মে, ২০১১ রাত ৮:২৮
ৈহমনতী বলেছেন: গুড।মাঝে মইধ্যে ভিজবি।ভিজলে মন ভালা থাহে।তুইতো সারাদিন যেমনে ম্যাদা মাইরা থাহোছ
।
১৮|
০৭ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৫৫
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: বৃষ্টিতে ভিজতে মন চায়
অনেক ভাল লাগল বৃষ্টিতে ভিজার অনুভুতি।
০৭ ই মে, ২০১১ রাত ৮:৩০
ৈহমনতী বলেছেন: আরে,ভাইয়া,আপনার নামের মইধ্যেই তো বৃষ্টি।তবে আর বৃষ্টি থেকে দুরে থাকা কেনো।
পড়ার জন্য ধন্যবাদ
।
১৯|
০৮ ই মে, ২০১১ রাত ৩:০২
টিনটিন` বলেছেন: আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম। ![]()
১০ ই মে, ২০১১ সকাল ১০:২৯
ৈহমনতী বলেছেন: হে হে হে.........।আহেম আহেম,,কাহাকে পাইলেন টিনটিন সাহেব ![]()
২০|
০৮ ই মে, ২০১১ সকাল ১১:১২
রাজর্ষি....... বলেছেন: আইজকা আমি তার সাথে রিকশার হুড তুলে একসাথে এসেছি।
(বৃষ্টি হচ্ছিল তাই)...........সে আমাকে অপিসে নামিয়ে দিয়ে মাস্টারি করতে গেল। :#> :#> :!> :!>
আমরা দু'জনেই বৃষ্টি ভালু পাই।
১০ ই মে, ২০১১ সকাল ১০:৪১
ৈহমনতী বলেছেন: বাহ্ বেশ তো!!
আজীবন যেন এই আবেশ টুকু আপনাদের ঘিরে রাখে।সেই কামনাই করি।
২১|
০৯ ই মে, ২০১১ সন্ধ্যা ৬:৩৮
আরিফ রুবেল বলেছেন: বৃষ্টিকে অনেক ভালু পাই। আপসুস আমার এই ভালোবাসা সবাই বুঝলেও বৃষ্টিই খালি বুঝলো না
১০ ই মে, ২০১১ সকাল ১০:৪৫
ৈহমনতী বলেছেন: আরে একবার ভালো করে ভিজে বৃষ্টিকে বুঝায়ে দাও।যে তুমি তারে কত্ত ভালোবাসো।আর যদি পাগলামী কেমনে করবা বুঝতে না পারো,তবে আমাকে ব্ইলো,আমি শিখায়া দিবো।এই ব্যাপারে আমি আবার এক্সপার্ট
।
২২|
১০ ই মে, ২০১১ সকাল ১০:৪৫
মে ঘ দূ ত বলেছেন: ভালো লাগলো লেখাটা।
১০ ই মে, ২০১১ সকাল ১০:৫২
ৈহমনতী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।![]()
২৩|
১০ ই মে, ২০১১ রাত ৯:২২
মাহী ফ্লোরা বলেছেন: ফুল গুলো অন্নেক সুন্দর!![]()
১১ ই মে, ২০১১ রাত ৮:১৮
ৈহমনতী বলেছেন: দেখতে হবে না,কে দিয়েছে
.
২৪|
১১ ই মে, ২০১১ রাত ২:১৩
টিনটিন` বলেছেন: কাহাকেও নহে, শুধু একটুখানি হৈমন্তী গল্পের ১টা উক্তি উল্লেখ করিলাম।
ইহা আরেকটি: সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ![]()
১১ ই মে, ২০১১ রাত ৮:২০
ৈহমনতী বলেছেন: হুমমম,বুঝলুম।আপনেও দেহি আমার মতুন গল্পডা মুখস্ত কইরালাইচেন।
২৫|
১৫ ই মে, ২০১১ দুপুর ২:৫৪
রেজোওয়ানা বলেছেন: বাসয় থাকার সময় বা বাসায় ফেরার সময় বৃষ্টি হলেই আমি ভিজি, তা সে রাত হোক আর দিন হোক!
তারপর সর্দি লাগিয়ে কাশি লাগিয়ে বসে থাকি আর ভাবি আর কখনো ভিজবো না! এরপর আবার যখন বৃষ্টি হয় তখন আবার ভিজি.............
১৫ ই মে, ২০১১ রাত ৯:৪২
ৈহমনতী বলেছেন: আপু!!!!!!!আপনি আমার পোষ্টে আসছেন
।
অনেক ধন্যবাদ।পড়ার জন্য।
বৃষ্টি জিনিষটাই এমন।এত্ত ভালো লাগে.।
ভিজার কুনো সময় নাই,
চলেন সবাই ভিজতে যাই :!>
২৬|
১৬ ই মে, ২০১১ দুপুর ১:৪২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমি কি দোষ কর্লাম ??? আমারে ক্যান ফুল দেওয়া হইলোনা??
১৬ ই মে, ২০১১ রাত ১০:২৪
ৈহমনতী বলেছেন: হায় হায়,রাইগা গেচে দেহি।
এই লন।এইবার খুশি??
২৭|
২০ শে মে, ২০১১ বিকাল ৫:০১
কথক পলাশ বলেছেন: কিছু কিছু বৃষ্টি আসে-সব ধুয়ে নেবার জন্য।
এমনকি মনের ক্লান্তিও!
২২ শে মে, ২০১১ বিকাল ৪:৩০
ৈহমনতী বলেছেন: আসলেই তাই।
পড়ার জন্য ধন্যবাদ।
২৮|
৩০ শে মে, ২০১১ দুপুর ১:৫৮
ডেইফ বলেছেন:
বেশ দেরীতে পড়া হলো লেখাটা।
বৃষ্টিতে ভেজার চেয়ে আনন্দের জিনিস খুব কমই আছে।
ভাল লাগলো লেখাটা।
৩০ শে মে, ২০১১ বিকাল ৫:৫৫
ৈহমনতী বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ।
বৃষ্টি জিনিষটাই অন্যরকম।
২৯|
৩০ শে মে, ২০১১ বিকাল ৩:৫৪
ইষ্টিকুটুম বলেছেন: ভালো লিখেছো আপুনি।
সকালের মত ঐ ফুল আমিও চাই।
৩০ শে মে, ২০১১ সন্ধ্যা ৬:০৯
ৈহমনতী বলেছেন: তোমাকেও ধন্যবাদ ইষ্টিকুটুম।নো কান্নাকাটি,এখনই দিচ্ছি এই নাও। 
৩০|
৩১ শে মে, ২০১১ রাত ১:৪৭
টিনটিন` বলেছেন: বৃষ্টি ছোয়ার পর আর কোন খোজ খবর নাই কেন, আপু। ![]()
০৪ ঠা জুন, ২০১১ রাত ৮:২৬
ৈহমনতী বলেছেন: আর বোলোনা ভাই,সামনে পরীক্ষা তার উপর সামু লোড হইতে যেই সময় নেয়।এসে আবার ফিরে যেতে হয়।
৩১|
০৭ ই জুন, ২০১১ সকাল ১১:৩৭
ইহতিশাম আহমদ বলেছেন: কলেজ জীবনে মাঝে মাঝেই শখ হত ভিজবার। সমস্যা হত বই খাতা নিয়ে। এক সময় তারও সমাধান বেরিয়ে গেল। এক বন্ধু গবেষনা করে দেখেছে মেয়েদের কাছে বই খাতা জমা রাখলে সেটা বেশ সহি সালামতে থাকে। তাই ক্লাসের কয়েকটা মেয়েকে আমরা র্নিদিষ্ট করে ফেললাম আমাদের খাতা পত্র জমা রাখার জন্যে। প্রায় দিনই কোন না কোন বান্ধবীর হাতে ক্লাসের খাতাটা ধরিয়ে দিয়ে বৃষ্টিতে ভিজতে বের হতাম। ভেজা শেষে খাতা নিয়ে সোজা বাড়ি।
এখন আর ভিজতে পারি না শরীর খারাপ করে।
০৮ ই জুন, ২০১১ সকাল ৯:২৬
ৈহমনতী বলেছেন: আপনেরা তো ভাইয়া অনেক চালাক ছিলেন
।
ভালো বুদ্ধিই বের করছিলেন।
ভিজতে না পারা নিয়ে মন খারাপ কইরেন না।ভেজার অনুভূতিগুলো না হয় সুখসপ্ন হয়েই বেঁচে থাকুক।
৩২|
০৮ ই জুন, ২০১১ সকাল ৯:০৭
ফাইরুজ বলেছেন: নতুন লেখা পড়তে চাই
০৮ ই জুন, ২০১১ সকাল ৯:২৬
ৈহমনতী বলেছেন: আপুনি,সামনে পরীক্ষা।সামুতেও আসা হয় না।পরীক্ষাটা শেষ হোক।ভালো থেকো
।
৩৩|
১১ ই জুন, ২০১১ রাত ৯:৪৪
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: অনেকদিন পর লেখাটা পড়লাম। যাইহোক, আজকেও সকালে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির আওয়াজ শুনতে শুনতে ঘুমিয়েছি ১০ টা পর্যন্ত।শান্তির ঘুম। ছোটবেলায় বৃষ্টিতে ভিজতে ভিজতে ফুটবল খেলতাম। কি মজাই না লাগতো। আবার এমনি এমনিও ভিজতাম যদি অনেক বৃষ্টি হত। ওই সোজা সরল স্বপ্নের দিনগুলো কই গেলো?
১২ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:০৮
ৈহমনতী বলেছেন: কিছু কিছু জিনিষ ধরে রাখা যায় না।শৈশবটাও তেমন।কিন্তু কিছু জিনিষ চিরদিন সঙ্গী হয়ে থাকে।আর সেটা হচ্ছে স্মৃতি।পুরোনো দিনগুলোকে ফিরে পাওয়া যাবে না,এটা সত্য।স্মৃতিগুলো তো রয়ে যায়।সেটাই বা কম কি......একটু খানি পেছনে ফিরে চাওয়া।অতীত কে হাতড়ে বেড়ানোর সুখও তো কম নয়....
৩৪|
১২ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:১৪
মো: আবু জাফর বলেছেন: কিরে ভাই আমার পোস্টে কেউ মন্তব্য করেনা ক্যান ??
১২ ই জুন, ২০১১ সন্ধ্যা ৬:২২
ৈহমনতী বলেছেন: কই কই??????হায় হায়,রাইগা গেছে.....রাইগেন না ভাইয়া।
৩৫|
১৪ ই জুন, ২০১১ রাত ৯:২২
আধাঁরি অপ্সরা বলেছেন:
ভিজি তো!!
মন ভালো থাকলে ভিজি!
তবে আপনার মত পাগলামি করে বহুদিন হলো ভেজা হয়না!
আসলেই! যান্ত্রিকতা আমাদের এই পাগলামি গুলো কে গলা টিপে মেরে ফেলছে! ![]()
অনেক অনেক শুভকামনা হৈমন্তী আপুর জন্য!![]()
১৮ ই জুন, ২০১১ দুপুর ১২:৫২
ৈহমনতী বলেছেন: মন খারাপ থাকলে ভেজা যায় না তাই বা কে বললো???ভিজেই দেখেন,মন ভালো হয়ে যাবে।![]()
আমি তো হুট হাট পাগলামী করি।খুব ভালো লাগে।মাঝে মাঝে করা দরকার পাগলামী।জীবনের আনন্দ গুলো ফিরে আসে।
ভালো থাকবেন।আর আমার বাড়ী আসার জন্য অনেক ধন্যবাদ।
৩৬|
১৮ ই জুন, ২০১১ সকাল ১০:১৩
সাইমনরকস বলেছেন: আমিও ভিজি তবে এখন আর এরকম ভেজা হয়না। তবে আবার হয়তো এই সুযোগ আসতে যাচ্ছে। বৃষ্টিতে ভেজা ভাল লাগল। এই বর্ষায় তাই আমার একটি কবিতা
১৯ শে জুন, ২০১১ সকাল ১০:০০
ৈহমনতী বলেছেন: আবার ভেজার সুযোগ!!!!!!!ভালো লাগলো শুনে।
কবিতাটা পড়ব পরে,সামু এখন ঝামেলা করছে।শুভ ভেজাভেজি
৩৭|
১৮ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমারটাই সবচে সুন্দর
শুধু নামটাই আছে, বৃষ্টিতে ভিজতে পারিনা অনেক দিন।
১৯ শে জুন, ২০১১ সকাল ১০:০০
ৈহমনতী বলেছেন: আরে মন খারাপ কইরেন না,এখন ভিজতে না পারলেও কিছুদিন পর নিশ্চই ভিঝতে পারবেন।বাংলাদেশে জখন আসবেন...![]()
৩৮|
১৯ শে জুন, ২০১১ রাত ৮:০৭
চতুষ্কোণ বলেছেন: মাঝে মাঝে এইরকম ইচ্ছ করে ভিজতে!
২০ শে জুন, ২০১১ দুপুর ২:২৬
ৈহমনতী বলেছেন: তাহলে আর ভাবাভাবির কিছু নাই।ভিজে ফেলেন.......।
৩৯|
১৯ শে জুন, ২০১১ রাত ১০:২২
সায়েম মুন বলেছেন:
যাক খুব ভাল একটা দিন কাটাইছেন তাইলে
আমার শুধু বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয়। কিন্তু বৃষ্টির সাথে টাইমিং হয় না
২০ শে জুন, ২০১১ দুপুর ২:২৮
ৈহমনতী বলেছেন: আহারে,থাক মন খারাপ করবেন না।হুট করেই দেখবেন একদিন ভেজা হয়ে গেছে।
৪০|
১৯ শে জুন, ২০১১ রাত ১১:২৩
ইষ্টিকুটুম বলেছেন: তোমার বাকি লেখাগুলো আজ পড়তে বসতেছি।
এত্ত ভালো ভালো লেখা কেন এত দেরীতে দেখলাম!!
২২ শে জুন, ২০১১ সকাল ১১:৪১
ৈহমনতী বলেছেন: দূর কি যে বল আপুনি......তোমার লেখা পড়ে অনেক মজা পাইছি।ভালো থাকো......![]()
৪১|
২০ শে জুন, ২০১১ দুপুর ২:৫০
হারিয়ে যাওয়া কোন এক তারা বলেছেন: ভালো লাগলো বৃষ্টিতে ভেজার গল্প।
২০ শে জুন, ২০১১ দুপুর ২:৫৮
ৈহমনতী বলেছেন:
আমার বাড়ীতে বেড়াতে আসার জন্য
৪২|
২৯ শে জুন, ২০১১ দুপুর ১২:৩১
রাজর্ষি....... বলেছেন: নতুন লেখা চাই।
০৯ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৪০
ৈহমনতী বলেছেন: porikkha :'( :'(......durr eng e comment ashche...durr durr
৪৩|
০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:২১
আধাঁরি অপ্সরা বলেছেন: কি হৈমন্তি বুজান?কিরাম আছেন?![]()
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৭
ৈহমনতী বলেছেন: আছি রে দোস্ত,জানিস ই তো পরীক্ষা চলে।তুমি তো মিয়া ফাটায়া দিছো।যা লিখছো।
hats off....
৪৪|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:১০
জিসান শা ইকরাম বলেছেন: ভালো লাগলো বৃষ্টিকথন।
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৫
ৈহমনতী বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।![]()
৪৫|
১০ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:২৬
মে ঘ দূ ত বলেছেন: শিরোনামটা দারুণ..
১১ ই জুলাই, ২০১১ দুপুর ১:০১
ৈহমনতী বলেছেন: ধইন্না পাতা....।
৪৬|
১২ ই জুলাই, ২০১১ দুপুর ১:৪৮
মাহী ফ্লোরা বলেছেন: কেমন আছো আপু? অনেকদিন তোমাকে দেখিনা? পরীক্ষা?
ভাল থেকো।![]()
১২ ই জুলাই, ২০১১ রাত ৯:০৯
ৈহমনতী বলেছেন: হ রে আপুনি,আর কোইও না জ্বালার কথা।
৪৭|
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০৫
শারমিন সোনালী বলেছেন: আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে।
২৩ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৪৭
ৈহমনতী বলেছেন:
আহারে।আমি অবশ্য ঐ দিনও ভিজলাম।চারুকলা থেকে হেঁটে টিএসসি।ইসস্ কি যে মজা হল।সাথে ফ্রেন্ডও ছিলো।ভিজে ভিজে আলুচপ খাওয়া আর ছবি তোলা।
৪৮|
০৩ রা সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৩২
মনিরুল ইসলাম বাবু বলেছেন:
যদিও হয়েছে দেরি, কেটে গেছে গোটা দুয়েক দিন,
তবুও ঈদের অকৃত্রিম শুভেচ্ছা নিন;
২২ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
ৈহমনতী বলেছেন: অনেক অনেক শুভেচ্ছা।ব্লগে ছিলাম না অনেক দিন।আজ আসলাম।
৪৯|
০৪ ঠা আগস্ট, ২০১২ সকাল ১১:২৩
ইষ্টিকুটুম বলেছেন: নতুন কোন ঘটনা কি আর ঘটেনি? নতুন কিছু বলো। তোমার নতুন কিছু জানতে ইচ্ছে করছে। এই বছরের বৃষ্টি কি কোন রেখাপাত করতে পারেনি এখনো?
২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৭
ৈহমনতী বলেছেন: নারে আপুনি এই বছর ভিজতেই পারলাম না.।.।.।.।.।.। ![]()
৫০|
২৭ শে আগস্ট, ২০১২ রাত ৯:৩১
ইষ্টিকুটুম বলেছেন: কোথায় গো তুমি হৈমন্তি? বারে বারে এসে খুঁজে খুঁজে যাই, পাই না যে কোন বেলায়...
২২ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৩
ৈহমনতী বলেছেন: কেউ আমাকে এসে খুজে যাচ্ছে?!!!!
আপুনি তোমাকে বুঝাতে পারব না তোমার মন্তব্য দেখে কেমন লাগছে।সামুর বিশালাকায় কাণ্ড কারখানা দেখার পর অনেকদিন হল সামুতে আসা হয় না।আজ এসে দেখি তুমি খুজে গেছ আমাকে!!!
ইসস কি যে ভালো লাগছে.।.।.।।
৫১|
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৩
শিপন মোল্লা বলেছেন: ভাবুক না যার যা খুশি।তাতে কিইবা আসে যায়?? খুব সাহসী কথা। চমৎকার। এই গানটা আপনার জন্য
৫২|
০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪
ৈহমনতী বলেছেন: ধন্যবাদ
কিন্তু গানের লিনকু পাইলাম না।
০৮ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫
ৈহমনতী বলেছেন: এখন পাইলাম
৫৩|
০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৩৩
তাসজিদ বলেছেন: আপনার লেখা পরে নস্তালজিয়া তে আক্রান্ত হলাম। মনে পরে যায়, ছেলে বেলার সে দিন কার কথা।
বৃষ্টির ভেতর ভেজা
ধান ক্ষেতের উপর দিয়ে ভু দৌড়,
গুল্লাছুট খেলা,
বন্ধুদের সাথে মারামারি কিংবা
ঝড়ের ভেতর কাচা আম কুড়ানো
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ৮:২৫
ৈহমনতী বলেছেন: হায়রে বৃষ্টি রে। বৃষ্টি রে আর ভালু পাই না
৫৪|
০৬ ই নভেম্বর, ২০১২ রাত ১০:৫৭
তাসজিদ বলেছেন: হুম্মম্মম। বৃষ্টি ভাল না লাগার কি কারণ থাকতে পারে???
এই প্রথম শুনলাম কারও বৃষ্টি ভাল না।
০৮ ই নভেম্বর, ২০১২ রাত ৯:১৫
ৈহমনতী বলেছেন: আমার লেখা পড়ে আপনার কি মনে হইল না যে বৃষ্টি আমার অনেক পছন্দের।
হ্যাঁ,কমেন্ট পড়ে বলতেছেন তো...
মন ভালো নাই। তাই বৃষ্টি রে ভালু পাই না।
৫৫|
১১ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০৮
শাহজাহান মুনির বলেছেন:
"চান্সে মাইরা দিলাম-
তোর স্পর্শ পাইনি কখনো,
আজ বৃষ্টির স্পর্শ পেয়ে মনে হলো
বৃষ্টি যেন তোর স্পর্শ দিয়ে গেল।
ভাবনার আকাশ জুড়ে এখন তুই
বৃষ্টি হয়ে স্পর্শ করছিস আমায়।
তোর এমন স্পর্শে আজ অতীতের সকল ক্ষত ও ক্ষতি ভুলে;
তোকে চাই।
আহা বৃষ্টি.....!!!
আমার প্রাণ আকুল করা বৃষ্টি.....!!!
এমন বৃষ্টি হোক বার বার। ।
১৪ ই নভেম্বর, ২০১২ রাত ৮:০২
ৈহমনতী বলেছেন: চমৎকার বলেছেন। ![]()
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৭
খুশবু বলেছেন: এত ভালো লাগা নিয়ে কেউ ভিজে? আজ মনে হয়না আপনি ছাড়া কেউ এই পাগলামি করছে । সব সময় এই ভালো লাগাই থাকুক