নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Quality design in Bangladesh sds

হিল হক

হিল হক › বিস্তারিত পোস্টঃ

IDM সমস্যা সমাধান। আজীবন মেয়াদ

০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:১০

সবাই কেমন আছেন? আশা করি ভা্লই সবাই।
IDM আমার দেখা সবচেয়ে সেরা ডাউনলোড ম্যনেজার । IDM- (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) ব্যবহার করে থাকি কার ও কাছে এর ফুল ভার্সন আছে, আবার কারো কাছে নাও থাকতে পারে ।
ডাউনলোডর জন্য Download করে নেন।


> IDM এর ইতিহাস এবং ভার্সন
> IDM Installation নিয়ম কানুন
> কিভাবে আজীবন ব্যবহার করা যাবে।
> যাদের IDM আছে তাদের জন্য ভার্সন অনুযায়ী ১০০ সিরিয়াল নম্বার
> যারা IDM কিনতে চান তারা কিভাবে কিনবেন বাংলদেশ থেকে?
> IDM দিয়ে কিভাবে টাকা কামানো যায় .. বিস্তারিত জানুন

ডাউনলোডকৃত ফাইলটি আনজিপ করুন এবং .exe file টি ইনস্টল দিন। তারপর crack folder এর ভিতর যে দুটি ফাইল আছে তা কপি করে (C:Program FilesInternet Download Manager) এর ভিতর পেষ্ট করবেন। এখন register.reg ফাইল টা রান করান এবং কম্পিউটার রিস্টার্ট দেন। এখন থেকে আপনার আই.ডি.এম আনলিমিটেড হয়ে গেল।

* সহজে ইন্সটল করার জন্য একটি সহজ ভিডিও টিউটিরিয়াল দেওয়া হলো ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: দরকার নাই। আপনার লাগলে জিপ করে পাঠিয়ে দিব ফালতু কষ্ট করে একটি ফালতু ওয়েব সাইটে যাবার প্রয়োজন আছে কি?

০১ লা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

হিল হক বলেছেন: প্রিয় ভ্রাতা,
আমার কাঁচা জ্ঞানে জানি যে, ব্লগের লেখা গুলো সবার জন্য, শুধু 'বিশেষ ভাবে অজ্ঞ' যারা তারা সাধারণ লেখা গুলো কে ফালতু বলেন তহলে নতুন রা শিখবে কি করে?

লেখা কোন ভুল থাললে অবশ্যই জানানোর অধিকার সবার আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.