নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Quality design in Bangladesh sds

হিল হক

হিল হক › বিস্তারিত পোস্টঃ

ওয়েব ডিজাইন কিভাবে শুরু করবেন এবং আউটসোর্সিং এর কিছু তথ্য

৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:২৭

আউটসোর্সিং/ফ্রীল্যান্সিং মানে মুক্ত ভাবে কাজ করে আয় করা। আমাদের বেশিরভাগ মানুষের ইচ্ছা সহজ উপায়ে কিভাবে টাকা ইনকাম করা যায়! "অনেকে বলে অনলাইনে নাকি টাকা উরে! টাকা উড়ে না তা কিন্তু না, টাকা উড়ে কিন্তু সেগুলো ধরার উপায় আপনাকে জানতে হবে"



কিছু নিয়ম মেনে আপনি এই সমস্যার মোকাবেলা করতে পারেন। সত্যি বলতে কি, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এই নিয়ম কাজে লাগানো সম্ভব।

আপনি একসাথে ৫টি গান শোনেন না, একটি শোনার পর আরেকটি শোনেন। তাছাড়া বসাইকে দিয়ে সব কাছ হয়না । আপনার যে কাজটি সহজ এবং ভাললাগে তাই করা উচিৎ .... আপনাকে যে কোন একটি বিষয়ে দক্ষতা অর্জন কাজ শুরু করতে হবে। যেমনঃ PSD ফরমেটে ওয়েব-টেমপ্লেট তৈরি করে আপনি মাসে ১০০-১০০০ ডলার আয় করতে পারেন। যা Adobe Photoshop দিয়ে তৈরি করা যায়। আগে কাজের ধরণ গুলো দেখে নিন: এই সাইট থেকে "Web Templates] "।



►► সাধারন পদ্ধতি ঠিক রাখুন

আপনি কোন প্রোগ্রাম ব্যবহার করবেন সেটা আপনার বিষয়, আপনার কাজ যখন ওয়েব ডিজাইন তখন ওয়েব ডিজাইন এর মুল বৈশিষ্টগুলি ঠিক রাখবেন। ডিজাইন করার সময় যে ষ্টান্ডার্ডগুলি রয়েছে সেগুলি মানবেন। শুরুতে কিছুটা সমস্যা হলেও এক পর্যায়ে আপনি লাভবান হবেন।



►► সুন্দর চেহারার বিষয়টি শেষে রাখুন<<

নতুন ওয়েব ডিজাইন আর এর প্রথম লক্ষ্য থাকে তিনি এমন আকর্ষনীয় কিছু ডিজাইন করে দেখাবেন যেন অন্যরা তাকিয়ে থাকে। এটা ভুল পথ। ওয়েব সাইটের ভালমন্দ এনিমেশন বা বিপুল গ্রাফিক্সের ওপর নির্ভর করে না। বরং টেমপ্লেট সাইটগুলি বেশি বেশি ভিজিটর করুন, তা থেকে আপনার আইডিয়া তৈরি হবে। মুলকথা হচ্ছে যে কাজের সাইট সেই কাজ ঠিকমত হয় না। মুল কাজ শেষ করে তারপর তার সৌন্দর্য্য বাড়ানোর দিকে দৃষ্টি দিতে পারেন। এটা কখনোই মুল কাজ না।



►► পছন্দমত বিষয়গুলি সংগ্রহে রাখুন:

ইন্টারনেট বিশাল জগত। সবসময়ই এমনকিছু পাবেন যা আপনাকে মুগ্ধ করতে পারে। পছন্দমত কিছু দেখলে তাকে নিজের ব্যবহারের জন্য ডাইনলোড করে রেখে দিন
। যত বেশি সম্ভব বই পড়ুন, টিউটোরিয়াল দেখুন, ভিডিও দেখুন, অনলাইন আর্টিকেল পড়ুন। সবসময়ই সেখানে শেখার মত নতুন কিছু পাবেন।



►► কাজ শুরু করুন

আপনার সবকিছুই নির্ভর করছে শুরু করার ওপর। আপনি যাত্রা করে তবেই গন্তব্যে পৌছুতে পারেন, সময় যতই লাগুক। যাত্রা না করে বসে চিন্তা করলে আপনার গন্তব্যে পৌছানোর কোন সম্ভাবনা নেই। আষ্চর্য্যজনকভাবে এই বৈশিষ্ট বহু ব্যক্তির মধ্যে দেয়া যায়। করব-করছি একথা বলেই মাস-বছর পেরিয়ে যায়।

যদি সত্যিই কিছু করতে চান কাজে হাত দিন। সামান্য একটুখানি করে হলেও করতে থাকুন।

----------------------

আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং যারা নতুন বা ওয়েব গ্রাফিক ডিজাইন কাজ করতে আগ্রহী তাদের জন্য - এই সাইটটি শিক্ষানীয় ভূমিকা রাখবে। যেসব ওয়েব-সাইট দেশের বাইরে $15 থেকে $100 ডলারের বিক্রি হয় সেগুলো ফ্রীতে পাবেন -এক ক্লিকে

▬ Adobe Photoshop Web templates (PSD): 25+▬

Click This Link



▬HTML Full Website Template: 50+▬

Click This Link



▬Bootstrap/Responsive/Mobile Website Template: 20+▬

Click This Link



প্রিয় ভাই-বোনেরা আমার জ্ঞান অনকে কম, যদি কোন ভূল করে থাকি ক্ষমা চাচ্ছি। কোন প্রশ্ন থাকলে লিখবেন .. ক্ষদ্র জ্ঞানে উত্তর দেওয়া চেষ্টা করবো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

হিল হক বলেছেন: আমি বুজতে পারছিনা পুরো লেখা টা আসতেছে না কেন?

২| ৩০ শে মার্চ, ২০১৫ রাত ৮:০৯

ঢাকাবাসী বলেছেন: বুঝলামনা কিছুই।

৩০ শে মার্চ, ২০১৫ রাত ১০:৩৭

হিল হক বলেছেন: দু:ক্ষিত পুরো লেখাটা দেখা যাচ্ছে না .......... নতুন করে আবার লিখছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.