![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি প্রায় ৩ বছর ধরে বিভিন্ন ব্লগ পড়ছি। অ্যাকাউন্ট খুলবো খুলবো করে খোলা হয় না। অবশেষে খুলেই ফেললাম।
কেউ গাঁজায়, কেউ সিগারেটে, কেউবা বিড়িতে।
কেউ তৃপ্তির নিঃশ্বাস ফেলে মদের চুমুকে ।
আছে বিয়ার,আছে ভদকা, আছে ওয়াইন।
সঙ্গী প্রতিদিন, কেউ খায় হিরোইন।
নিয়মিত ইয়াবা , আরও আছে সিসা।
ফেন্সিডিল একটু দামি, পকেট-টা আজ ভারি।
আছে ড্যান্ডি ,ভাং আরও আছে তাড়ী।
দেখ বাহাদুরি, যাবে শ্বশুরবাড়ি।
হবে সে রাজা, পকেট করে ফাকা।
খায় সে ধোঁকা, হয়ে যায় বোকা।
নেশা ভূরি ভূরি, স্বর্গ সুখের বাড়ি।
জীবন গেল আজই, সবই ছিল ফাঁকি।
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৪০
কালান্তরের অশ্বারোহী বলেছেন: আমিও মাতাল হয়ে গেছি ।
২| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:১৩
কাশফুল মন (আহমদ) বলেছেন: বাবা হয়ে গেলাম,,,,
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৪০
কালান্তরের অশ্বারোহী বলেছেন: ভালই তো , পড়েই বাবা হয়ে গেলেন ।
৩| ২৪ শে মে, ২০১৬ সকাল ৯:৩৫
বিপরীত বাক বলেছেন: নেশা লাগিল রে
নেশা লাগিল
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৪১
কালান্তরের অশ্বারোহী বলেছেন: হুম , নেশার রাজ্যে পৃথিবী ছন্দময়।
৪| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:০৫
বিজন রয় বলেছেন: সুন্দর।
২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৩৮
কালান্তরের অশ্বারোহী বলেছেন: ধন্যবাদ আপনাকে
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৬ ভোর ৬:৫২
আলোকিত-পৃথিবীর-সন্ধানে বলেছেন: মাতাল হয়ে গেলাম