![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে নিলাম সাংবাদিকতা। মানুষ আর প্রকৃতির মাঝে খুঁজে বেড়িয়েছি নানা উপকরণ। তত্ব আর তথ্যের যেখানে সমন্বয় আমি সেখানেই খুঁজেছি সংবাদ- আমার পরিতৃপ্তি।
জীবনে হারিয়েছে কতো তার হিসেব কষিনি কখনও। আজি এ বসন্তে চাওয়া পাওয়ার হিসেব কষে মর্মাহত আমি। সময়ের প্রবাহে আমি একা যে, আমার খোঁজ করেনি কেউ। তারপরেও বেঁচে আছি ইতিহাসের ধারায়। আমি আছি, থাকবো মরণ নাই নেই যে আমার, আমি সকলের নয় একজনের এ কথাটি বুঝাতে পারিনি তাকে।
©somewhere in net ltd.