নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মঃ- ৩১ ডিসেম্বরঃ মৃত্যুঃ- ২০....

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

ভাস্কর চৌধুরী

ভাবনার গতি আর জীবনের গতি এক সমতলে থাকে না। বদল হয় জীবনের গতিপথ। নেশা হলো কলম সৈনিক হবো। পেশা বেছে নিলাম সাংবাদিকতা। মানুষ আর প্রকৃতির মাঝে খুঁজে বেড়িয়েছি নানা উপকরণ। তত্ব আর তথ্যের যেখানে সমন্বয় আমি সেখানেই খুঁজেছি সংবাদ- আমার পরিতৃপ্তি। [email protected] ০১৭১২-৫২৯৫৬৭ ০১৯১৪৭১২৪০২

ভাস্কর চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

আমার আগমনী বারান্দায় কিছু স্মৃতি, কিছু প্রিয় মূখ

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

আমি নিজেকে কখনও অগ্রজ ভাবি না, বিশেষ করে লিখনীর ক্ষেত্রে। আর লিখালিখি জিনিসটা স্রষ্টার সৃষ্টি। আমি সেই সৃষ্টির কাছে খুবই নগন্য। তবুও অবিরত চেষ্টা করেছি মানুষ ও মানবতার কল্যানে কিছু কাজ করার। সেই কাজের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজ আমি বড় বেশী ব্যস্ত। আর তার কারণ সময়কে সময় দিতে হয়েছে বলে।
অামার অপ্সরাবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষেরা সতি্য অাজ অামি ধন্য ! এভােব স্বরণ করার জন্য।

তবুও কিছু স্মৃতি, কিছু প্রিয় মূখ আমাকে সারক্ষন ভাবায়। হয়তো তুমি তার মধ্যে অন্যতম। সেটা যে ভাবেই গ্রহন করো না কেন। আমি অতীত ভ’লি না। ভ’মিনা প্রিয় মুখগুলো। আজকাল জীবন আর জীবিকার তাগিতে নিজেকে বড় বেশী ব্যস্ত করে ফেলেছি। সময়ের অবগাহনে আজকাল আমাদের চারপাশে বড় বেশী বেহায়া ভালোবাসা। বড় বেশী অস্তিরতা। এসব আমার একদম ভালোলাগে না। তারুন্য ভাসে ফেইসবুক, ওয়ার্সআপ আর ভাইবারে। আমি ভাসি কলমের নোনা জলে। সেই জলে কখনও কখনও রুপালী তারার ঝিলিক উকি দেয়। হয়তো বা তুমি তাই। তোমাকে কি ভ’লা যায়। যায় না বলেই প্রাসঙ্গিক কিংবা অপ্রাসঙ্গিক কিছু হুদয়গ্রাহী কথা আজ লিখতে মন চাইলো।

হে বণ্দু, প্রিয়তম মূখ। আমি আজও আছি আগের মত। শুধু নিদারুন কিছু বাস্তবতা আমাকে প্রতিনিয়ত অক্টোপাসের মতো আকড়ে ধরে থাকে। আমি কিংবা আমরা কেউই সেই াক্টোপাসের বাহিরে বের হতে পারিনা। সময় যেনো এভাবেই দ্রুত ফুরিয়ে যায়। আজকাল বড় বেশী একাকি মনে হয় নিজেকে। কবিতার খাতায় গুন ধরেছে অনেক দিন। এখন ইন্টারনেটের বহতা সময়ে কজন বল ব্লগিং করে। আামার ভীষন ইচ্ছে করে আগের মতো তোলপাড় করা কিছু লিখা ছাড়ি। কিন্তু সময় বের করতে পানি না।

ঠিক তখন তোমার মমতাময় কথামালা আমাকে বড় বেশী জাগ্রত করে তুলে। সেই ডাক আমি ফিরিয়ে দিতে পারবো না। চেষ্টা থাকবে আবারও নিয়মিত হতো। যোগাযোগের মাধ্যম গুলো আজকাল বড় বেশী সক্রিয়। মানুষ আগের মতো আর ডাকযোগে ভালোবাসার চিঠি লিখে না বলে। ডাকপিয়ন আসে না বাড়ীর আঙ্গিনায়। স্টার্ট ফোনের রঙ্গিন জগতে বিচরণ সবার। চাইলেই মূহুর্তেও মধ্যে একজন আরেকজনকে দেখে নিতে পারে। আমিও সেই সূত্রে গাথা। শুধু হয়না যোগাযোগ। যদি চাও হতে পারে সেই যোগাযোগ। না হয় তাকিয়ে থাকলাম সেলোফোনের স্কিনে। যদি ভেসে উঠে তোমার সেল নম্বর। থাকলাম অপেক্সায়। যেমন করে ধীরে ধীরে শীত বিদায় নিয়ে বসন্তের আগমণী দিনের অপেক্ষায়।

হে প্রিয় বন্ধু, আমার আগমনী বারান্দায় কার ছায়া পড়ে। সে কি তোমার অপেক্ষা। শুধুই কি নিদারুন স্বপ্নীক না বাস্তবতা জানি না। এই লিখা এবং ছবিটি শুধু তোমার জন্য। ভালো থেকো বন্ধু তুমি.........

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: অনেক অনেক থ্যাংকস প্রিয় বন্ধু!!!


যাক তবুও আমার লেখা তোমাকে দিয়ে একখানা লেখা লেখালো !!!!!:) :) :)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

ভাস্কর চৌধুরী বলেছেন: লিখতে চাই অনেক কিছু। সময়ে কিংবা অসময়ে। প্রিয় মানুসদের জন্য আমার কোন ধরাবাধা নিয়ম আগেও ছিল না এখনও নেই। মনে আছে, মনে রেখো, মনে থাকবে।যোগাযোগ রেখো, যেখানেই যাও। যেখানেই থাকো...

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

শায়মা বলেছেন: প্রিয়তে রেখে দিলাম !!!:)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৮

ভাস্কর চৌধুরী বলেছেন:
নিজেকে ধন্য মনে হলো।

দীপ ছিলো...... শিখা ছিলো........তুমি ছিলেনা বলে অালো জ্বলোনা....

৩| ০৪ ঠা মার্চ, ২০১৫ দুপুর ১২:০৭

শায়মা বলেছেন: বন্ধু তুমি কোথায়????

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.