![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিটকা বাইরাইছি জাবি থিকা সেই 1998 তে। পড়ছিলাম পৃথিবী গোল (ভূগোল) কিন্তএখন দেখি পৃথিবী বান্দরের তৈলাক্ত বাঁশের মত।
দেশী পন্য বলে অনেক খ্যাতি দেখছি, ওয়ালটন ফ্রিজ এর। এটি শুধুমাত্র ফ্রস্ট হয় দেখলাম। ফ্রস্ট ই দরকার আমার। দাম ও মোটামুটি নাগালে। এর ইলেকট্রিক কনজাম্পশন, লাইফ, সার্ভিস ইত্যাদি বিষয়ে ব্যবহার কারীদের মন্তব্য চাইছি।
দয়া করে জানিয়ে কৃতজ্ঞ করবেন।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
আমি হনুমান বলেছেন: থ্যাঙকস
২| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৯
মাসুদুর রহমান মাসুদ বলেছেন: ওয়লাটোনের শুধু ফ্রিজটাই মুটামুটি বাকি সব লো কোয়ালীটির চাইনা মাল
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৫
আমি হনুমান বলেছেন: একমত, এখন ও
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৬
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দেখুন চাইনিজ প্রোডাক্ট খারাপ নয়। ব্যাপার হচ্ছে চাইনিজদের আপনি যে বাজেট দিবেন তার মধ্যেই তারা আপনাকে সেই জিনিস বানাইয়া দিবে। তারা আপনাকে এমনও জিনিসও বানাইয়া দিতে পারে যা হাতে উঠানোর একটু পরেই নষ্ট হয়ে যাবে। আবার এমনও জিনিস আছে যা আপনি ১০ তলা থেকে কয়েকবার ফেললেও নষ্ট হবে না।
সেই হিসাবে ওয়ালটন চাইনিজ ফ্রিজ মোটামুটি মানের। খারাপ না। তবে এটা কোন ভাবেই দেশের পন্য নয়। এটা সম্পূর্ন একটি ভ্রান্ত ধারনা।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২১
আমি হনুমান বলেছেন: ঠিক, এটা আসলে এসেম্বল ইন বিডি।
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১
জামান শেখ বলেছেন: আমি কিনেছিলাম ফ্রস্ট ফ্রিজ ওয়াল্টন, ভিতর থেকে পানি বাইরে চলে আসে, দুই বছরের মাথায় দরজায় মরিচা ধরেছে, সার্ভিস সেন্টারে তিন দিন ধরে ফোন করে লোক আনলাম। সে বলল পানিতো পরবেই, আর পরলে তো মরিচা ধরবেই, আসলে ফ্রিজের কোয়ালিটি ভালো না। তবে আমি ওদের মোবাইল ফোন ইউজ করি তা ভালো পেয়েছি।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:১৯
আমি হনুমান বলেছেন: কতদিন আগে কিনেছেন?? এখন দেখলাম ৩/৪ বছর আগের তুলনায় ফিনিশিং অনেক ডেভেলপ করেছে.।
৬| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৭
কাবিল বলেছেন: ভালো, খারাপ না।
৭| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৩
নীল আকাশ বলেছেন: আমি ওয়াল্টন ফ্রস্ট ফ্রিজ কিনেছিলাম ২০১৩ তে। Performance satisfactory. Regular look after / cleaning করলে ভালো সার্ভিস পাবেন। Compressor good quality। আামি ব্যাপক ব্যবহার করি।
৮| ১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫
নীল আকাশ বলেছেন: ওটা ডীপ ফ্রস্ট ফ্রিজ ছিল।
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:২০
আমি হনুমান বলেছেন: এখন কই??? মাত্র ২ বছর!!
৯| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
কহেন কবি কালিদাস বলেছেন: ভাইয়ের বাজেট কত ? বেশি হলে সিঙ্গার ফ্রিজ কিনতে পারেন । আমরা ১৯৯৭ থেকে ব্যাবহার করছি । কোন সমস্যা হইনি এখন পর্যন্ত । ওয়ালটনকে মানুষ যে কেন দেশি পণ্য বলে বুঝি না । বাংলাদেশ এ শুধু ওরা অ্যাসেম্বেল করে ।
১০| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:২৫
নীল আকাশ বলেছেন: ওটা আামি এখনো ব্যবহার করছি । বেশ ভালো সার্ভিস দিচ্ছে । আমি খুব সন্তুস্ট ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪১
হাসান জাকির ৭১৭১ বলেছেন: মান খারাপ না.......
দেশী পণ্য, ব্যবহার করে হোন ধণ্য।