নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
যেহেতু মৃত্যুর চেয়ে বড় কোন ঘর নেই
সূর্যের চেয়ে বড় কোন আগন্তুক নেই,
যেহেতু শুধু তুমি বাজো এসব ছন্দে-
হাসি-গানবিহীন সময়ে ভাসো সদানেন্দে,
যেহেতু তোমার সব ভালোলাগাগুলো এখানে
সেহেতু এই সাভানায় তুমি আমার শুধু একজন
আপনার চেয়ে আপন, বনের চেয়ে বন।
তুমি আমার শতজন্মের প্রেম-ব্যথা-যন্ত্রণা
মন্ত্রমুগ্ধ প্রাণ তুমি, আদি ধর্মের দেহহীন বঞ্ছনা
কতবার স্পর্শ করেছিলে হায় বর্জিতা, আহা বঞ্চিতা?
ভালবাসি, ভালবাসি, ভালবাসি, ভালবাসি
তোমার মনে ডুবি, তোমার উপর ভাসি।
১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৩৯
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
২| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভালোবাসার কাব্য
১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৩| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:৪৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসম্ভব সুন্দর। ++
১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪০
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ ভাই।
৪| ১৬ ই মে, ২০১৯ দুপুর ২:০০
এ.এস বাশার বলেছেন: পবিত্র হোসাইন এর সাথে একমত.....
১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪১
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:১২
রাজীব নুর বলেছেন: মানুষের সবচেয়ে বড় অস্ত্র'ই হচ্ছে ভালোবাসা।
১৬ ই মে, ২০১৯ রাত ৯:১২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভাল বলেছেন রাজীব ভাই।
৬| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:৩৮
মেঘ প্রিয় বালক বলেছেন: কবিরাও সুন্দর করে মিথ্যা বলতে পারে কবিতায়। ধন্যবাদ কবি।
১৮ ই মে, ২০১৯ ভোর ৬:৩২
অতন্দ্র সাখাওয়াত বলেছেন: 'যা ঘটেছে তা সত্য নয়। যা লেখা হয়েছে তাই সত্য!'
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৯ সকাল ১০:০৭
পবিত্র হোসাইন বলেছেন: বাহ !!!! দারুন , শেষের ৫ লাইন অনেক ভালো