নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশর্ফুল ফ্যান

হোসাঈন সুমন

আশরাফুল ফ্যান

হোসাঈন সুমন › বিস্তারিত পোস্টঃ

বাড়িয়ে নিন কম্পিউটারের গতি

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫০

নতুন কম্পিউটারে কাজের গতি থাকে দারুণ। কিন্তু
ধীরে ধীরে কমতে থাকে এর গতি। এটি ঘটে
থাকে মূলত কিছু অপ্রয়োজনীয় স্পাইওয়্যার, অ্যাড
এবং কম্পিউটার ভাইরাসের কারণে। আপনি চাইলেই কিছু
পদক্ষেপের মাধ্যমে আপনার কম্পিউটারের গতি
বাড়িয়ে নিতে পারবেন।
রেজিস্ট্রি পরিষ্কার রাখুন
কম্পিউটারের গতি কমে যাওয়ার প্রধান একটি সমস্যা
রেজিস্ট্রি। স্পাইওয়্যার বা ভাইরাসের অন্যতম লক্ষ্য
থাকে কম্পিউটারের রেজিস্ট্রিতে হামলা করা। এতে
করে আপনার কম্পিউটার আপনার প্রয়োজন
মোতাবেক কাজ করতে ব্যর্থ হয়। তাই আপনার
প্রথম কাজ নিয়মিত রেজিস্ট্রি পরিষ্কার রাখুন। আপনি
যেকোনো তৃতীয় পক্ষের সফটওয়ারের
সাহায্যে এই কাজটি করতে পারবেন। যেমন
অ্যাডভান্সড সিস্টেম কেয়ার।
মুছে ফেলুন অপ্রয়োজনীয় ফাইল
আমরা যখন ইন্টারনেটের দুনিয়ায় বিচরণ করি, তখন
কিছু অস্থায়ী ফাইল আপনার কম্পিউটারে জমা হয়। যা
শুধু একবারেই আপনার প্রয়োজন হয়। এই
ফাইলগুলো ধীরে ধীরে আপনার সিস্টেমের
গতির ওপর প্রভাব ফেলে। তাই আপনি নিজে এই
ফাইলগুলো মুছে ফেলতে পারেন।
মুছে ফেলুন অপ্রয়োজনীয় সফটওয়্যার
আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক
সফটওয়ার কম্পিউটারে ইনস্টল করি। যেসব
সফটওয়্যার একবার ব্যবহার করে ফেলে রাখি,
সেসব সফটওয়্যার আন-ইনস্টল করে দিন। এতে
করে আপনার কম্পিউটারের র্যা ম ফাঁকা থাকবে এবং
আপনার কম্পিউটারের গতি বাড়িয়ে দেবে।
ফাঁকা রাখুন রিসাইকেল বিন
কম্পিউটার থেকে মুছে ফেলা ফাইল রিসাইকেল
বিনে জমা হয়। রিসাইকেল বিনে জমা হওয়া বেশি
সংখ্যক ফাইলও কম্পিউটারের গতি কমিয়ে ফেলে।
তাই নিয়মিত রিসাইকেল বিন পরিষ্কার রাখা জরুরি।
ডিস্ক ডিফ্রাগমেন্ট করুন
কম্পিউটারের ছড়িয়ে-ছিটিয়ে থাকা ডেটাগুলোকে
এক জায়গায় এনে পিসির পারফরম্যান্স বা অ্যাকসেস
গতি বাড়িয়ে দেয় ডিস্ক ডিফ্রাগমেন্ট সুবিধাটি। প্রতি
সপ্তাহে অন্তত একবার মাই কম্পিউটারের প্রতিটি
ড্রাইভের ডিফ্রাগমেন্ট করা হলে পিসির গতি অনেক
বেড়ে যায়।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫

ইমরান আশফাক বলেছেন: ধারাবাহিকভাবে আলোচনা করুন কোনটা কিভাবে করবো।

২| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৬

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য অনেক ধন্যবাদ

৩| ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩

সুমন কর বলেছেন: লেখাটি লিখেছেন, মো. ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের প্রথম আলোতে।

এসব কপি-পেস্ট ব্লগার দিয়ে সামু ভরে যাচ্ছে। X(( যারা মূল লেখকের নামও দেয় না। প্রথম পাতা থেকে মুছে ফেলা হোক।

মো. ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়

৪| ২৩ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কপি পেস্ট দিয়ে কী আনন্দ পান কে জানে....

৫| ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৭

আরণ্যক রাখাল বলেছেন: সুমন কর ভাই কি ঠিক?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.