![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে শুরু হয়েছে নতুন করে
সকল সিম নিবন্ধন করার
কার্যক্রম। 'অবৈধ ও
অনিবন্ধিত সিম দেশ ও
জাতির জন্য বিপদজনক'- এই
শিরোনামে মোবাইল
অপারেটরগুলো সিম
নিবন্ধনের জন্য প্রচারণা শুরু
করেছে। ইতোমধ্যেই ঘরে বসে
সিম রেজিস্ট্রেশনের জন্য
এসএমএস পদ্ধতি চালু করা
হয়েছে। তবে আপনি চাইলে
সিম নিবন্ধনের কাজটি
অ্যান্ড্রয়েড ফোনের ছোট
একটি অ্যাপ সাহায্যে সেরে
ফেলতে পারেন।
প্রথমে প্লে স্টোর থেকে
Sim Registation Bangladesh
নামের অ্যাপটি
ডাউনলোড এবং ইন্সটল
করে নিন
এর পর অ্যাপটি চালু করুন।
চালু হলে Next বাটনে ট্যাপ
করবেন
এখন একটি পেজ আসবে
সেখানে আপনার জাতীয়
পরিচয় পত্র নম্বর, জন্ম
তারিখ ও পুরো নাম লিখে
Send বাটনে ট্যাপ করলেই
আপনার তথ্য এসএমএস
আকারে চলে যাবে ১৬০০
নম্বরে
অভিনঁদন আপনাকে, আপনি
সফল ভাবে আপনার সিমটি
রেজিস্টার করতে
পেরেছেন।
মনে রাখবেন একটি আইডি কার্ড
দিয়ে সর্বোচ্চ পাচঁ টি সিম রেজিঃ করতে পারববেন।
এই অ্যাপটি তৈরি করেছে
প্রেনিওর ল্যাব।
প্রতিষ্ঠানটির প্রধান
নির্বাহী কর্মকর্তা আরিফ
নেজামি জানান, একজন
গ্রাহক যেন খুব সহজেই তার
সিমের নিবন্ধন কার্যক্রম
সম্পন্ন করতে পারেন, সে
উদ্দেশ্যেই অ্যাপটি তৈরি
করা হয়েছে।
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭
বর্নিল বলেছেন: ভাল লাগল।ডিজিটালের প্রতীক