নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ জাকির হোসেন ৭৮

I am a man like an open sky.

মোঃ জাকির হোসেন ৭৮ › বিস্তারিত পোস্টঃ

ফুটবল প্রেম ও জাতীয় পতাকা

১৪ ই জুন, ২০১৪ রাত ২:৫৩

সারা বিশ্বের মানুষ এখন ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত। তেমনি আমাদের দেশও সেই একই জ্বরে আক্রান্ত, চারিদিকে বিভিন্ন দেশের পতাকাই বলে দেয় বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কতটা জনপ্রিয়, যে যে দল সমর্থন করে সে সেই দলের পতাকা প্রদর্শন জানান দেয়, যদিও এই পতাকা প্রদর্শন আইন সংগত নয়, তবুও আমাদের ফুটবল প্রীতি বলে কথা! কোথায় যেন প্রচলিত আছে যে অন্য দেশের পতাকার পাশাপশি নিজ দেশের পতাকাও প্রদর্শিত হতে হবে আর এই জন্য এমনভাবে দেশের পতাকা টানানো হয় যে অন্য দেশের পতাকার সাথে ঐ পতাকা অনুবিক্ষন যন্ত্র দিয়ে দেখা লাগে। যাক তবুও কেউ কেউ অপেক্ষাকৃত ছোট হলেও দেশের পতাকার সম্মানার্থে দেশের পতাকা সাথে রাখে। আবার কেউ এক কাপড়ে দুই দেশের পতাকার কাজ শেরে ফেলে। বেশিরভাগই এই নিয়মের ধার ধারেনা। আমি নিজেও একটি দলের সমর্থক। কিন্তু টাকা খরচ করে অন্য দেশের পতাকা প্রদর্শনের কোন যৌক্তিকতা খুজে পাইনি।

সসবচেয়ে বড় কথা হল আমরা যাদের নিয়ে এত উল্লাসিত তারা আমদের কতটা জানে? ম্যারাডোনা নাকি কোন সাংবাদিক কে বলেছিলেন বাংলাদেশ কোথায়? আফসোস সেই বাংলাদেশেই তার লাক্ষো ভক্ত!

অনেকে মজা করে বলে কোন

বিদেশী পরযটকও হটাৎ ভরকে যাবে কোন দেশে আসল?



সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল আজ দেখলাম বিভিন্ন দেশের জাতীয় পতাকার তৈরী জুতা!! পায়ের তলায় থাকবে একটি দেশের জাতীয় পতাকা! যারা এগুলো বানায় এবং যারা পড়ে তাদের পতাকা জ্ঞান কতটা কম বোঝা যাচ্ছে, অন্য দলের সমর্থকদের হেয়প্রতিপন্ন করার জন্য নাকি বিপক্ষ দলের জুতা পরিধান করে!! জাতীয় পতাকা একটি যদি ভালবেসে টানানো তবে আরএকটি কেন পায়ের নিচে থাকবে?

কিন্তু কেউ যদি আমাদের দেশের পত্রিকা দিয়ে জুতা বানিয়ে পড়ত তখন আমাদের দেশপ্রেম ও চেতনাতে কি আঘাত আনতোনা?



তবুও আমাদের ফুটবল প্রেম টিকে থাক, শুধু বিদেশী পতাকা টানানোর ক্ষেত্রে নিয়মনীতি মানা হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.