![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ কোটি মানুষের মাঝে যে কয়েকজক অতি সাধারণ আমি তাদের-ই একজন।
প্রথমে নিচের দুটি বাক্য খেয়াল করি-
1.He is murdered by me. 2. He is killed by me. কি মনে হচ্ছে? আমি সমার্থক শব্দের ক্লাস নিচ্ছি?না, আমি তার উপযুক্ত নই।বাক্য দুটিতে object(He) এর পরিণতি ‘মৃত্যু’ subject(me) এর দ্বারা হলেও subject এর পরিণাম কিন্তু ভিন্ন।আইনের কেউ থাকলে ধরতে পেরেছেন ইতোমধ্যে।প্রথম বাক্যে Murdered এর সাথে aforethought এবং with intention এসে যায়, যার ফলে আমার capital punishment হলেও দ্বিতীয় বাক্যে হত্যার দ্বায় অস্বীকার করলে,slaughtered somehow(accidental) আমার দ্বারা হওয়াতে আমার punishment লঘু হতে পারে।
এইবার আসি মূল প্রসঙ্গে।Bangladesh Bank reserve নাকি হ্যাক হয়েছে,তাও নাকি দেশের বাইরে থেকে, BB governor এর ভাষ্য মতে।
থামেন গভর্নর সাহেব। শব্দ প্রয়োগের চাতুরতা অন্যখানে করেন।এটা দেশের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়।Hack শব্দ ব্যবহার করে কি বুঝাতে চাইছেন?নাকি ঘটনার গুরুত্ব কমানো আর আপনার দ্বায় এড়াতে চাইছেন?Hack না বলে Robbery বলেন।আর ছিলেন তো রাখাল-আর আমরাও বাঙ্গাল, বাংলা না জানার কারন নাই।ডিরেক্ট Bangladesh Bank ডাকাতি হয়েছে বলুন। আপনি গভর্নর, দেখভাল এর দায়িত্ব আপনার ছিল। Reserve রেকর্ডে বাহ: বাহ নিতে পারলে, ডাকাতির দ্বায়ও নিতে হবে। Superior responsibility ‘র দ্বায় কতটুকু বর্তায় তা আর না'ই বললাম।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬
হোসেন আরিফ বলেছেন: এদের যদি লজ্জা থাকতো আর কি!
২| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২২
আহলান বলেছেন: ডাকাত ডাকাত ডাক পাড়ি
ডাকাত গেলো দাদা বাড়ি
আয়রে ডাকাত ঘরে আয়
জনগনের টাকা কাকে খায় .....
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
বিজন রয় বলেছেন: বিশাল ক্ষতি।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৭
হোসেন আরিফ বলেছেন: ক্ষতির চেয়ে আস্তা সংকট বেশি
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:১৪
নুর আমিন লেবু বলেছেন: ভাই, ঠিক বলেছেন।।। হ্যাক নয়, শালারা ডাকাতি করেছে জনগণের টাকা।