নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দূর আকাশের নীল তারা

লেখালেখির অভ্যাসটা আগে ছিল, এখন আর লেখা হয় না। এককালে কবিতাও লিখতাম। পড়াশোনা করেছি ঢাবি-র প্রাণরসায়নে। ৪বছরে প্রাণরসায়ন প্রাণটুকু রেখে রসটুকু কেড়ে নিয়েছে। তাই এখন আর কবিতা লিখাও হয় না। আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশকে নিয়ে কেউ বাজে কিছু বললে মাথা ঠিক রাখতে পারি না। আসলে দেশের বাইরে থাকি বলেই বোধ হয় দেশ এত ফীল করি।

দূর আকাশের নীল তারা › বিস্তারিত পোস্টঃ

সত্য কথা বলাতে ব্লক খাইলাম!!!

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

জামাত শিবিরের মুনাফিক গুলার মিথ্যাচার ধরায় দেয়াতে ব্লগার জুলকারনাইনসাবাহ আমাকে ব্লক করেছেন। জামাত শিবিরকে আমি মুনাফিক বলার কারণটা একটু ব্যাখ্যা করি। মুনাফিক তারাই যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে ইসলামের কোন কিছুই লালন করে না। জামাত শিবির মুখে ইসলামের কথা বললেও তাদের কাজে কর্মে তার প্রমান পাওয়া যায় না। সাঈদীকে বাচানোর জন্য তারা হেন অনৈইসলামীক কাজ নেই করে চলছে। কাবা শরীফ নিয়ে মিথ্যা বলতেও এদের বিবেকে বাধে নি। কাবা শরীফের গিলাফ পরিবর্তনের ছবি দিয়ে তারা প্রচার করে দিল, কাবা শরীফের ইমামও সাঈদীর পক্ষে দাড়িয়েছেন।

আসল ছবি: http://www.test.arabnews.com/node/320158

মুনাফেকী জামাতীদের ছবি: Click This Link

আরো একটি ছবি দিয়ে তারা মিথ্যাচার করে চলছে।



ব্লগার “জুলকারনাইনসাবাহ” যে জামাত-শিবিরের একনিষ্ঠ কর্মী, এটা আমার জানা ছিল না। তার এই পোষ্টটি Click This Link পড়া শেষে হয়ত আমি কোন কমেন্টও করতাম না, কিন্তু আমাকে থামতে হল, যখন দেখলাম, ব্লগার “জুলকারনাইনসাবাহ” পোষ্টটির সূত্র হিসাবে ফেইসবুকের “বাঁশেরকেল্লা (Basherkella)” নামক পেইজটিকে ব্যবহার করলেন। “বাশেঁরকেল্লা” হলো জামাত-শিবিরের তৈরী একটি ফেবু পেজ যেখানে তারা এখনও কাবা শরীফের সেই ছবিটি ফেইসবুকে দিয়ে রেখে মিথ্যাচার করে চলছে। অত্যন্ত মাজির্ত ভাষায় আমি উপরের দুটি লিংক দিয়ে ইসলাম নিয়ে মিথ্যাচার না করার অনুরোধ করলাম। ঘন্টা দুয়েক পর উনার প্রতিক্রিয়া দেখার জন্য সামু খুলতেই দেখি “জুলকারনাইনসাবাহ” আমাকে ব্লক করেছেন।



স্ক্রীনশট:





ব্লক হয়েছি, এত বিন্দুমাত্র দু:খ নেই, কিন্তু একজন সাঈদীর জন্য কাবা শরীফ নিয়ে মিথ্যা বলার হেতু কি? এভাবে ব্লক করে তারা কতদিন ইসলামের নামে মিথ্যার চর্চা করবেন? নবীজী (স:) এর সময়ও মুনাফিকরা ছিল, আজও আছে, কালও থাকবে।

সবাই ভাল থাকবেন।



মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঐটা খুব ধারি ছাগু। ওরে মডুরা ব্যান করে না কেনো বুঝিনা।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

দূর আকাশের নীল তারা বলেছেন: মডুরাও মনে হয় ছাগু।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

জানকিরান বলেছেন: ভাই, এই ছাগুটারে আমরা রেগুলার গদাম দেই। ও আমাদের খুব ভয় পাই। তাই ব্লক মারে। যারা যুক্তি তর্ক পারে না, তারাই ব্লক মারে। এতে মন খারাপের কিছু নাই। বরং আপনি খুশি হন, কারন আপনি জিতছেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

দূর আকাশের নীল তারা বলেছেন: ব্লক খাইছি তাতে মন খারাপ হয় নাই, জিতেছি তাতেও খুশী হয় নাই, কিন্তু ইসলামের নামে মিথ্যাচার আর কত?

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

ম.র.নি বলেছেন: মুনাফিক তারাই যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে ইসলামের কোন কিছুই লালন করে না ভাই মুনাফিকের এই সংগা কই পাইছেন? ৭১ এর কর্মকান্ড নিয়ে জামাতকে উষ্টা দেন সবাই সাপোর্ট করবো।কিন্তু ধর্মের ভুল ব্যাখ্যা দেন কেন?

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

দূর আকাশের নীল তারা বলেছেন: ভাই খুব সহজ ভাষায় লিখেছি। ভুল বলে থাকলে ইচ্ছাকৃত নয়। হয়ত আমার জানায় ভুল থাকতে পারে। শুধু ৭১ নয়, জামাতের সব অনৈসলামিক কার্যকলাপ নিয়েই জামাতকে উষ্টা দেই।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

চলতি নিয়ম বলেছেন: ঐটা চাগবান্ধব দের কাছে ছাগু না =p~ =p~

৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

শয়ন কুমার বলেছেন: না আমি মিথ্যাবাদীদের ব্যান করার বিপক্ষে ।কেননা এরা ব্যান খেলে মিথ্যাচারিদের পরিচয় প্রকাশ পাবে ক্যামনে

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

দূর আকাশের নীল তারা বলেছেন: মিথ্যাবাদীরা মিথ্যার জন্য নিজেই নতুন পথ বের করে নেবে। ব্যান প্রয়োজনীয় কিনা জানি না, কিন্তু মিথ্যাবাদীর মিথ্যা চোখে আঙুলে ধরিয়ে দেয়া দরকার।

৬| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

অপর্না হালদার বলেছেন: ধর্ম ব্যবসায়ীদের ব্যবসায় ভাটা পড়তাছে তো আপনার সত্য কথা বলায় তাই তারা এরকম করতেছে ।


ধর্ম ব্যবসায়ী নিপাচ যাক, মূল ধর্ম মুক্তি পাক ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০

দূর আকাশের নীল তারা বলেছেন: যেকোন ধর্মের ধর্ম ব্যবসায়ী নিপাত যাক, মূল ধর্ম মুক্তি পাক।

৭| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

নিয়েল ( হিমু ) বলেছেন: ঐ খানকির পোলা আমারেও ব্লক কর্ছে bt ছাগলটা জানে না আই হেভ এনাদার একাউন্ট ;)

৮| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৪

নিয়েল ( হিমু ) বলেছেন: দানা @ পোষ্ট দেন ব্রো ছাগুটার বেন চাই । X( X( X( X( X( X(

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

দূর আকাশের নীল তারা বলেছেন: ছাগুটা সত্যিকে মেনে নিতে শিখুক।

৯| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

টুটুল২০০৮ বলেছেন: :-B

১০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪২

নিয়েল ( হিমু ) বলেছেন: সত্যি শিখবে ? X( X( X( X( X( X( X( X( X( X( X( X(

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৪

দূর আকাশের নীল তারা বলেছেন: ব্যবসায়ীরা ব্যবসা বুঝে, সত্য-মিথ্যা বুঝে না। এদের মত ধর্ম ব্যবসায়ীরা কোনদিনও শিখবে না।

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: এই পোষ্টের প্রতিবাদেই ব্যান করা উচিত যদি মডুদের সদিচ্ছা থাকে। একে ছাড়া যায় না। অনেকেই বলেছে এর ব্যান চেয়ে।

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫

মুহাই বলেছেন: আমারেও ব্লক করছে ।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৩

দূর আকাশের নীল তারা বলেছেন: রিপোর্ট করেন।

১৩| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: Click This Link এই পোষ্টে ৩০৯ নং কমেন্ট দেখেন। এই ছাগুটারে ছাগু লিস্টে নাম তোলার অনুরোধ করেছেন একজন।

আমার ঘুমাইতে হবে এখন। কাল দেখব।

আপনারা দেখেন সবাই রিপোর্ট করেন। ব্যান হয়ে যাবে আশা করি।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

দূর আকাশের নীল তারা বলেছেন: রিপোর্ট করলাম।

১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৭

দায়িত্ববান নাগরিক বলেছেন: ওর বিরুদ্ধে যে কথা বলছে তাকেই ব্লক করছে। সবাই রিপোর্ট করেন।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

দূর আকাশের নীল তারা বলেছেন: সহমত।

১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

চেয়ারম্যান০০৭ বলেছেন: এইসব আবালের পোস্টে ব্লক খাইলেও সমস্যা নাই মিয়া,এদের সত্য শোনার সাহস নাই।

০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২

দূর আকাশের নীল তারা বলেছেন: সহমত।

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

মনে নাই বলেছেন: জামাতী ছাগু শুয়রের বাচ্চাগুলোকে ওদের বাপ যেগুলাকে ধরা হয়েছে সেগুলোর সাথে সাথে ঝুলিয়ে দেয়া দরকার, আচার-বিচার পরে করলেও চলবে।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

দূর আকাশের নীল তারা বলেছেন: আচার-বিচার পরে করলেও চলবে।
সহমত।

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪১

রাইসুল নয়ন বলেছেন: সকাল বেলা মুখটা খারাপ করমু !!
চূতমারানির পোলারা ওগো চুইদি বাপে মুতলেও খায়।।

১৮| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩১

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: .....................

১৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:২৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: প্রোফাইলে মাইয়ামানুষের ছবি ব্যাবহার কইরা দেশ এরা ইসলামিক করব।
চিন্তা করা যায়, কি পরিমাণ ছাগু। X(

আমি শিউর, এই ছাগুর বাড়ি রাজশাহী। রাজশাহীর ছাগুগুলাই মূর্খয়েস্ট।

২০| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ২:৫৬

বাংলার ফেসবুক বলেছেন: জাতীয় পতাকার অবমাননার জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া উচিৎ।

২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: স্ক্রীণশটগুলো দেখা যাচ্ছে না।

২২| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: আহারে---

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.