![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
পবিত্র হজ্জ পালন করতে গিয়ে এই পর্যন্ত ৬৫০ এর বেশি হাজী মারা গেছে :-(
ফ্রান্সের গোটা পর্যটন এরিয়াকেই সৌদি প্রিন্সের জন্য খালি করতে হয় ।সৌদি বাদশার জন্য একটা গোটা হোটেলই ভাড়া করা লাগে ।সোনায় মোড়ানো টয়লেট গিফট করতে পারে ।অথচ প্রতি বছর হাজীদের থেকে ৪হাজার কোটি টাকা আয় করেও বড় বড় দূর্ঘটনার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পা ।
পুরাই মগের মুল্লুক পাইছে ।এর অবসান চাই ।
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৫
চাঁদগাজী বলেছেন:
সৌদী থাকবে না।
৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩০
ছাসা ডোনার বলেছেন: সৌদী বাদশাহ কোন মুসলমানের পর্যায়ে পরে না তাই তাদের দাড়া কোন মুসলিম ভাইবোনেরা ভাল কিছু আশা করতে পারে না। সৌদী বাদশাহ আর তার পরিবারের সবাই ইউরোপ আমেরিকার কথায় উঠ বস করে। আল্লাহ এদের শাস্তি অবশ্যই দিবেন।
©somewhere in net ltd.
১|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
নাঈম বলেছেন: সহমত।