![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার পরিচয় সম্পর্কে কিছ লিখুন
আচ্ছা ,
IS/Isis কে অর্থ অস্ত্র কারা দিচ্ছে ?
কারা চোরাইবাজার থেকে Isis এর তেল কিনছে ?
Isis এর সদস্যদের রাতের আঁধারে চিকিত্সার জন্য কারা হেলিকপ্টারের মাধ্যমে সিরিয়া থেকে তুলে নিয়ে যাচ্ছে ?
সিরিয়ায় Isis এর উপর বিমান হামলা বন্ধ করতে কারা জাতিসংঘে প্রস্তাব তুলছে ?
একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যূত করতে কারা বিদ্রোহী গঠন ,অর্থায়ণ ও প্রশিক্ষণ প্রদান করছে ?
স্বাধীন দেশের সার্বভৌমত্ত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কারা অন্যায়ভাবে সেনা ও বিমান পাঠাচ্ছে ??
এইসকল প্রশ্নের উত্তরগুলো জানার দরকার আছে ।মানবতার শত্রু ও বন্ধু নির্ণয় করতে জানা খুবই প্রয়োজন ।আফছুছ কতিপয় বিশেষঅজ্ঞ এইসব প্রশ্নের উত্তর দিতে ইচ্ছুক নয় ।কারণ তারা সন্ত্রাসী কর্মকান্ডকেই মানবতা বলে চালিয়ে দেয় ।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০২
হতভাগা রাজু বলেছেন: তওবা তওবা !!!
আমিতো ভাবছি আপনি আমাকেই Isis বলবেন ।
অবশ্য আপনার মতো উর্বরা মষ্তিষ্কের মতো পাবলিকরা এর চেয়ে ভাল কিছু মন্তব্য করতেও পারেনা ।বিধাতা তাদের ঐ শক্তিটা দেয়নি ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
চাঁদগাজী বলেছেন:
"IS/Isis কে অর্থ অস্ত্র কারা দিচ্ছে ?
কারা চোরাইবাজার থেকে Isis এর তেল কিনছে ? "
আপনার মতো মনোভাবের লোকেরা নিশ্চয়।