![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকারের উচিত প্রয়োজন হলে নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামিয়ে অতি দ্রুত যুদ্ধাপরাধীদের ফাঁসি দেয়া। না হয় আওয়ামী লীগ পালানোর রাস্তা পাবেনা।
আর এমন আইন করা উচিত যারা রাজাকারদের পক্ষে রাস্তায় নামবে তাদেরও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
কী অসভ্য দেশে বাস করি আমরা এখানে ধর্ষক, খুনী-লম্পটদের পক্ষেও মানুষ রাস্তায় বিক্ষোভ করতে নামে। হরতাল দেয়।
আওয়ামী লীগ তাদের দমন করতে পারছেনা আবার নির্লজ্জের মতো ক্ষমতার মধু চোষছে বসে বসে। শেইম।
এবার জেগেছে জনতা। শাহবাগে অবরোধ। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার-হাজার শিক্ষার্থীর মশাল মিছিল। ঠিকভাবে যুদ্ধাপরাধের বিচার করতে না পারলে আওয়ামী লীগ পালানোর রাস্তা পাবেনা। আর দায়সারা বিচার করলেও হবেনা।
যখন মুক্তিযোদ্ধাকে ফাঁসির দাবি নিয়ে হাউ-মাউ করতে কাঁদতে দেখি, যখন কোন বোন তার সম্ভ্রমহানির বর্ণনা দেন অকপটে- যখন হাজারো জনতা বিচার চায়, মশাল হাতে রাজপথে পদযাত্রা করে তখন সরকারের ভয় কোথায়।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
হাবীব রহমান বলেছেন: এত খুশি কেন.....? পিকচার আবি বাকি হে....
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
মুহাই বলেছেন: সহমত ।উপরের ছাগুটারে লাথথি মারেন ।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
হাবীব রহমান বলেছেন: অলরেডি ডান....
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
খুব সাধারন একজন বলেছেন: আহলানের মত পাকিজাত সন্তানদের ব্লক করুন।
পাকিজাত সন্তানদের পিতৃভূমি পাকিস্তান।
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
হাবীব রহমান বলেছেন: অলরেডি ডান.....
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মনসুর-উল-হাকিম বলেছেন: এই বাংলার জনগণ একত্রিত হয়ে যুদ্ধ করেই এই দেশ স্বাধীন করেছিলো। ঐ সময়ের বাংলাদেশ বিরোধী তথা যুদ্ধাপরাধী ও মানবতা-বিরোধী দের ন্যায় বিচার হোক এই দেশের জনগণ তাই চেয়েছিলো, এখনও চায়। . . . . . কিন্তু ঐ যুদ্ধাপরাধী ও যারা তাদের ন্যায়-বিচার চায় না - এরা এই দেশটাকে আসলেই তাদের জমিদারী মনে করে, ফলে তারা নিজেদের অসৎ স্বার্থ উদ্ধারের জন্য সাধারন জনগণের দাবিকে উপেক্ষা করেছে, এখনও করছে। কারণ দেশে অরাজকতা বজায় থাকলেই সন্ত্রাসপ্রিয় নষ্ট রাজনীতিবিদের লাভ বেশী।
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯
হাবীব রহমান বলেছেন: সহমত....
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১৬
htusar বলেছেন: মোল্লার ফাসি চাই।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
আহলান বলেছেন: কিছুদিন আগে হাসুবুই বলেছেন, ওঝারা সাপের কামড়েই মরে ... কথাটা যে ওনাদের বেলাতেও প্রযোজ্য সেটা অবশ্য বোঝেনি ..... হিহিহিি