নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

হাবীব রহমান

হাবীব রহমান › বিস্তারিত পোস্টঃ

সিনহার ছুটিতে যাওয়ার নেপথ্যের ঘটনা

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

৩০ তারিখ সিনহা ছাড়া আপীল বিভাগের অন্য বিচারপতিদের একটি মিটিং হয়। ওই মিটিংয়ে তাঁরা সিনহার মানি লন্ডারিং, আয়ের সঙ্গে ইনকাম ট্যাক্সের অসঙ্গতি, স্যালারি এ্যাকাউন্টে চার কোটি টাকা জমা ও কাশ আউট হওয়াসহ যে সব দুর্নীতির খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এগুলো যাচাই করেন। তাছাড়া তাঁদের নিজস্ব বা অন্য কোন অনুসন্ধানের মাধ্যমে পাওয়া মি. সিনহার আরো কিছু মানি লন্ডারিংসহ বেশ কিছু দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পান। যতদূর জানা যায়, এগারোটি দুর্নীতি আপীল বিভাগের বিচারকদের কাছে দ-নীয় দুর্নীতি হিসেবে প্রমাণিত হয়। তখন ওই বিচারকগণ নিজেদের ভেতর আলোচনা করেন, বিচারক হিসেবে তাঁরা আর এমন একজন দুর্নীতিগ্রস্তের সঙ্গে বিচারকের আসনে বসবেন কিনা? তাঁরা এ সিদ্ধান্তে আসেন, আইনগতভাবে ও নৈতিকভাবে কোনদিক থেকেই তাঁরা আর সিনহার সঙ্গে বিচারকের আসনে বসতে পারেন না। তখন তাঁরা বিষয়টি নিয়ে আবারও বসার সিদ্ধান্ত নেন। - See more at: Click This Link

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

এডওয়ার্ড মায়া বলেছেন: দূর্নীতি দমন কমিশন তাকে নিয়ে তদন্ত করছে না কেন ????

১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

হাবীব রহমান বলেছেন: যৌক্তিক

২| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চমৎকার গল্প।

মেনে নিলাম সবই সত্য।

সেই ক্ষেত্রে সরকারের প্রধান দুই নির্বাহী সই স্বাক্ষর করে উনাকে(একজন কথিত অপরাধী, যার সাথে বিচারক হিসেবে তাঁরা আর এমন একজন দুর্নীতিগ্রস্তের সঙ্গে বিচারকের আসনে বসবেন কিনা! সন্দেহাতীত সংশয় প্রকাশ করে) তাঁকে কি করে ছুটি মঞ্জুরই বা করে আবার বিদেশ যাবার অণুমতিও স্বাক্ষর করেন? পাঠান কারাগারের বদলে!
তবে কি উনারাও বেনিফিসিয়ারী?

৩| ১২ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

মেমননীয় বলেছেন: নারী ঘটিত ব্যপারও আছে নাকি?

৪| ১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: স্বদেশ রায় কিংবা জনকন্ঠের এতই সাহস যে রানিং প্রধান বিচারপতি-কে 'সিনহা' বলে সম্বোধন করছে। আশকারা না পেলে কেউ এমন করে না। কারণ তারা জানে আদালত অবমাননা হবে না...

৫| ১৩ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৯

সচেতনহ্যাপী বলেছেন: সবাই বোধহয় দূর্নীতি করেন, চাকুরীর শেষ প্রান্তে এসে!! একটা ব্যাপার মনে রাখবেন অপরকে সন্মান না দিতে জানলে ভবিষ্যতে নিজের সন্মানটাও হারিয়ে যায়।।
এসব অভিযোগ থাকলে এতদিন কোথায় ছিল আর যেকেউ হঠাৎ করেই এমন হয় না।।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১:২৮

আবু তালেব শেখ বলেছেন: দুর্নীতি ছাড়া কে আছে এখন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.