![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন দেখি নিজ চোখে......... আকাশ দেখি আপন মনে। আমি হে আমি আমার কৃতিকরমের জন্য গর্বিত।
একটী শিশু পৃথিবীতে এসেছে স্বাগতম
পৃথিবীতে আসার পর মুহূর্তে তার চোখে কোন স্বপ্ন নেই শুধুই আর্তনাদ। সকলের কাছে তার একটাই প্রশ্ন কে আমি। ধীরে ধীরে যখন শিশুটি বড় হতে থাকে খুজে পাই তার প্রশ্নের উত্তর। সে আর কেউ নয় পৃথিবীর শ্রেষ্ট জীব মানুষ। আরও জানে মানুষ স্বপ্ন দেখতে জানে। শিশুটাও তখন স্বপ্ন দেখে জীবনের স্বপ্ন। তার স্বপ্নের জগৎ তার মতন করে তৈরি করে নেই, ভাবতে শিখে নতুন কিছুকে নিয়ে। নকশী কাথা ফুল বুনার মতন একটু এনটু করে সে তার মনের মাঝে অনেক ছোট বড় স্বপ্ন গড়ে তোলে।
হঠাৎ করে দেখে তার স্বপ্নের জগৎ টাকে তিলে তিলে ধংস করে দিচ্ছে। তার এত দিনের গড়ে তোলা স্বপ্ন গুলো নিমিশেই ধুলোয় মিশে যাচ্ছে। তখন সে বুঝতে পারে না আসলে সে কি করবে, কি করলে তার স্বপ্ন গুলোকে রক্ষা করতে পারবে। তখন সেই শিশুটির হাতে দু'টি পথ খোলা থাকে এক স্বপ্ন গুলোকে বিসর্জন দিয়ে নতুন করে স্বপ্ন দেখ না হলে স্বপ্ন গুলোকে সাথে নিয়ে চলে যাও স্বপ্ন পূরনের পথে।
সকলের পক্ষে দ্বিতীয় পথটি বেছে নেয়া সহজ হয়ে ওঠেনা !
তখন সেই শিশুট তার চোখের সামনে ধুলোয় মিশে যেতে দেখে তার স্বপ্ন গুলো। তার স্বপ্ন গুলোকে গলা টিপে হত্যা করে। শুধু শিশুটির স্বপ্নের গোলাটিপে হত্যা করা হইনি সাথে হত্যা করা হয়েছে শিশুটির। তখন সেই শিশুটি সকলের মাঝে বেঁচে থেকেও মৃত একজন।
©somewhere in net ltd.