![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিথিলা (তিন)
…………………আশরাফুলখইসলাম শিমুল
"আমি কেবলি হেঁটেছি আর হেঁটেছি
বহু পাহাড় নদী পেরিয়ে আজ আমি এই সম্রাজ্যে দাড়িয়ে।
নীল কনক্রিটের সুউচ্চে দাড়িয়ে থাকা মিনার
আজ বিধ্বস্ত হয়ে লুটায়ে পড়েছে,
বিশ্ব ভুখণ্ডে পাথরের মতো চুম্বন দিয়ে লেগে থাকা
অপেক্ষার প্রহর।
আমি নীল পদ্মফুল খুঁজেছিলাম
ঘুরেছিলাম এতোটা পথ, এতোটা বছর, এতোটা কাল,
খুঁজে এনেছিলাম বাইশটা নীল পদ্ম।
তবুও মিথিলা ফিরে আসেনি,
এই মিথিলার জন্যই আমার ছুটে চলা
এই মানবীর প্রেমে আজও আমি স্বপ্ন খুঁজি
এই মিথিলার জন্যই আমি প্রাণ সঁপেছি
এই মিথিলা আমার সর্বস্ব সুখ
আমার সর্বনাশী জীবন বিনাশ।
আমি এখনো চলি ওই পাহাড়ের কোল ঘেসে
বয়ে চলে নীলনদে,
আর খুঁজি শ্বেতশঙ্খ মালা।
এতোটা অমাবশ্যার পেরিয়ে গেল
চন্দ্রভোগ দিগন্তে গোধূলির রক্তিম আভা
মিশে গেলে,
তবুও মিথিলা এলে না।
যে মানবীর প্রেমে আজও আমার রক্ত দোলে
এই সে হলো মিথিলা। "
©somewhere in net ltd.