![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুপিয়ে কুপিয়ে মেরে ফেল সব নাস্তিকদেরকে তাহলে ধর্ম উদ্ধার হবে,
নাস্তিকদের জন্যই ধর্ম গুলো দিন দিন হারিয়ে যাচ্ছে শুদ্ধতা ভুলে যাচ্ছে,
মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভাই আগেই কি এই রকম ছিলো যুদ্ধের ক্ষেত্র?
সব নাস্তিকদের কি এইভাবে মেরে ফেলা হতো?
আমাদের ধর্ম কি এতো দুর্বল যে নাস্তিকদের জন্য
আরো বেশি দুর্বল হয়ে যাবে?
ধর্মের বিশ্বাস অতি গুরুত্ব পূর্ণ
কিন্তুু কোন ধর্মকে ঘৃনা বা কটু দৃষ্টিতে দেখা উচিৎ নয়,
যার যার ধর্ম সে সে পালন করুন।
তবে কোন ধর্ম কোন মানুষকে কুপিয়ে মেরে ফেলার নির্দেশ দেয় নি।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৫৫
হৃদপিণ্ড বলেছেন: ভাইয়া আরো একটা কথা ...সব নাস্তিক ব্লগার রা কেন ইসলাম ধর্ম টানে বার বার?
প্রশ্ন আমার একটাই কেন?
তোরা ধর্মকে বিশ্বাস করিস না তবে বাড়াবাড়ি করিস কেন?
©somewhere in net ltd.
১|
৩১ শে মার্চ, ২০১৫ রাত ১১:৫৮
কালনী নদী বলেছেন: ধর্ম একটি সেনসিটিভ জিনিস তা নিয়ে বিকৃত শব্দ ব্যবহার করে উষ্কানিমূলক আচরন করার কেউ বৈধতা কোন সুস্হ মস্তিষকের মধ্যে আসে না । কোন মুসলমান আর হিন্দুদের মধ্যে সমস্যা হয় না কেন বিশেষ করে বাংলাদেশের ক্ষেএেই লক্ষ করলে বুজা যায় নাস্তিকদেরকে হিন্দুসম্প্রদায়ও ঘৃনা করে । তাই বলে ইসলাম হত্যা সমর্তন করে না বরং আমাদের মতন গোটাকয়েক পাপিষ্টের জন্য যে কোন গোটা সম্প্রদায়কে বিবেচনা করা সাম্প্রদায়কিতার পরিচয় নয় । আর ইসলামের মত প্রবিত্র বিষয় নিয়ে আমি আর সমালোচনায় যেতে চাই না ।