![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই আমরা অদ্ভুত দেশে বাস করি,
যেখানে কতিপয় বাদে সবাই লোভী আর বড় ধরনের সার্থপর ,
এক আনা দুইআনার টাকার জন্য বলি করে দেই একটা নিজের দেশের প্রাণ।
যেখানে বিভিন্ন ধরেনর মানুষ বাস করে
একদল টাকা প্রসব করে আরেকদল ভক্ষণ করে , আরেক দল গলা দিয়ে গ্রিল গেলে রেস্টুরেন্টে বসে আরেকদল মারামারি করে নিজের বিপর্যয় ডেকে আনে অবশেষে জেলের ঘানি টানে, আর শান্ত , সাধারন ,অবুঝ মানুষ গুলো প্রতিনিয়ত স্বপ্ন দেখে সেইসব বড় বড় মুখের দিকে চেয়ে যারা দেশকে এক হাত দিয়ে ধরে আছে, আরেক হাত দিয়ে স্লোগান দিচ্ছে।
দেশে মারামারি,কাটাকাটি, হত্যা, গুম, অপহরণ, কোপাকুপি, খুন, রাহাজানি, এইগুলো তুচ্ছ বেপার, উর্ধ্বতন মাথা হোতার কোন মাথা ব্যথা নেই, ,কোন বিলাপ নেই, দেশ রসাতলে যাক আমরা বেচে থাকবো কারণ আমাদের হাতে দেশ কোন সমস্যা নাই।
আর কতদিন চলবে, আর কতদিন দেখতে হবে এই নিষ্ঠুর অত্যাচার,কে জানে।
কবে মূল্যেবোধ ফিরে আসবে কবে দেশের জন্য কিছু করবে নিজের জন্য না করে।
কবে দেশের মানুষ স্বাধীন ভাবে পথ চলবে পারবে, স্বাধীন ভাবে মনোভাব প্রকাশ করতে পারবে।
খুন হত্যা কবে নিপাত হবে এই দেশ থেকে?
কে জানে?
কেউ বলতে পারবেন
আমাদের দেশ আজ কোথায় দাড়িয়ে আছে?
আমার জানা নেই সত্যি আমি দ্বিধাগ্রস্ত।
©somewhere in net ltd.