নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

ওতো শত বুঝিনা রাজন হত্যার বিচার চাই

১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৫৬

দিন দিন বাংলাদেশ পানসে হয়ে যাচ্ছে। খুন , হত্যা ,ডাকাতি, ধর্ষণ এ যেন পুতুল খেলনা।
বিচার কই? কই বিচার?
অপরাধীরা দাঁত বের করে হাসছে।

আর সরকার পায়ে পা তুলে সমলোচনা করে যাচ্ছে, বড় বড় কথা বলে যাচ্ছে, আজব কারখানা মাইরী।

আজ রাজনকে পিটিয়ে হত্যা করা হলো প্রকাশ্যে, ভিডিও. করা হলো ,অপরাধীরা চোখের সামনে থেকে পালিয়ে গেল,
আর আমাদের সরকার, পুলিশ, বড় বড় মিডিয়া গুলাতে সমাজকে সচেতন হতে বলে। কি আজব মাইরী!!!

খালেদা, শেখ হাসিনার জন্য নাকি দেশে হত্যা, খুন বেড়ে যাচ্ছে কি আজব কথা মাইরী।

আমরা ওতো শত বুঝিনা এই রাজন হত্যা বিচার চাই, শুধু বিচার না ফাঁসি চাই, অবশ্যই ফাঁসি চাই।

আজ রাজন এভাবে মরে গেল আগামীকাল শত শত পথ শিশুকে সামান্য কয়টা টাকার জন্য পিটিয়ে হত্যা করা হবে হয়তো। এই দায়ভার কে নিবে? ??????

সরকার না সমাজ, না দেশ, খালেদা জিয়া, না শেখ. হাসিনা? ???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.