নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো কবিতায় হারিয়ে যাই

হৃদপিণ্ড

আশরাফুল ইসলাম শিমুল ।

হৃদপিণ্ড › বিস্তারিত পোস্টঃ

তনু হত্যার বিচার চাই

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৯

এদেশে ধর্ষণ একটা মারাত্মক ব্যাধিতে পরিনত হচ্ছে,
তাতেও সরকারের কোন মাথা ব্যাথা নেই,
প্রশাসনের দায়িত্ব কর্তব্য নেই,
কয়েকদিন ছোটাছুটি করে তারপর সব ভুলে যায়।
পুরুষ দ্বারা শোষিত সমাজে পুরুষ পশু হয়ে যাচ্ছে,
তাতেও সরকার কোন আইনের পরিবর্তন আনছেন না।

আজ তনু কাল ছমিরন, আকলিমা, রহিমা ধর্ষণ হবে,
তাও এদেশে ধর্ষনকারীর বিচার হবেনা। সরকারের সেনানিবাসের পাশে একজন হত্যা হবে তারও কোন হদিস থাকবেনা। এটাও নাকি আমাদের গনতান্ত্রিক দেশ। যেখানে চলাফেরার কোন নিরাপত্তা নেই। বোনদের চলাফেরার রাস্তা নেই। বোনরা ঘরে বসে বসে সারাজীবন আঙ্গুল চোষার জন্যই জন্ম নিয়েছে???

আমাদের দেশের সরকার ও প্রশাসন এই দেখে দেখে
বড় হচ্ছে আর আঙ্গুল দিয়ে বের হওয়া রক্ত চুষে চুষে খাচ্ছে তবুও কিছু করছেন না। কিন্তুু কেন? ??
তার উত্তর তারাও দিতে পারেন না।।

এভাবে দিন দিন যদি ধর্ষণ হতে শুরু করে
তাহলে একদিন প্রশাসনের মাথাওও নিচু হয়ে যাবে,
যেদিন দেখবেন আপনাদের মেয়েকেও কেউ ধর্ষণ করেছে। সেদিন আপনাদের টনক ঠিকই জাগবে বাট সেদিন আর কিছুই করার থাকবেনা আপনাদের।

আজ নতুন আইন নাযিল করুন
"যে বা যাহারা ধর্ষণ করবে তাদের লিঙ্গ কর্তন করা হবে জন সন্মুখে"

দেখবেন ধর্ষন আর থাকবেনা এদেশে।

যেদিন থেকে প্রশাসন ভালো হবে
সেদিন থেকে দেশও ভালো হবে।

তনু হত্যার বিচার চাই
এবং দৃষ্টান্ত মুলক শাস্তি চাই
যেন কোন পুরুষ এই ধর্ষন কার্যে আর ভুলেও শরীক না হয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.