নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পিটিশন - প্রজন্ম চত্ত্বরের আন্দোলন নিয়ে ওবামার বিবৃতি

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৯

সব বাংলাদেশী ভাইবোনদের অনুরোধ জানাচ্ছি এক্ষুনি আপনারা হোয়াইট হাউসের অফিসিয়াল সাইটে ভোট করে শাহবাগ আন্দোলনকে বিশ্ব দরবারে জানিয়ে দেয়ার ব্যবস্থা করুন। এ সাইটে বিশ্বের বিভিন্ন সমস্যা এবং প্রতিকার নিয়ে বিভিন্ন পিটিশন দাখিল করতে পারবেন। এ পিটিশনে যদি ১লক্ষ ভোট পড়ে সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিষয়টি নিয়ে বিবৃতি দেবেন। বাংলাদেশের চলমান এ আন্দোলন নিয়েও একটি পিটিসন দেয়া হয়েছে। এখন চলছে ভোট গ্রহন পর্ব। সুতরাং, দেরি না করে এক্ষুনি ভোট করুন এবং সব বাংলাদেশীকে জানান দিয়ে দেন।

ভোট করতে আপনাকে যেতে হবে হোয়াইট হাউসের নিজস্ব ওয়েবসাইটটিতে।

Click This Link



উপরের লিংকটিতে ক্লিক করলে আপনি নিচের ছবিটির মতো একটি উইন্ডো দেখবেন





এবারে আপনি ফরমটি পূরন করে এক্ষুনি সাইন করে নিন। একটি মেইল এড্রেস দিয়ে কেবলমাত্র একটি একাউন্টই খুলতে পারবেন। নিচের ছবিটির মতো করে একটি উইন্ডো পাবেন যেটি পূরন করতে হবে একাউন্ট খোলার জন্য।



সুতরাং আপনার একের অধিক একাউন্ট থাকলে অবশ্যই আরো একাউন্ট খুলে পিটিশনের পক্ষে ভোট দিতে পারবেন। তবে ওরা আপনার মেইল এডে্সটি একবার ভেরিফাই করবে। একবার হলেই আপনি ভোট দেয়ার জন্য ইলিজিবল



সাইন আপ হয়ে গেলে আপনাকে নিচের ছবির মতো একটি বার্তা দেখাবে।







ভোটটি দেয়ার পর শেয়ার করতে ভুলবেন না প্লিজ। কারন এখনও আমাদের আরো ৯১,০৬২টি ভোট। আর হাতে সময় আছে মাত্র এক মাসেরও কম। আগামী ১৫ মার্চের মধ্যেই এই ভোটগুলি কাষ্ট হতে হবে।



জয় বাংলা, জয় তারুন্যের

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, কমন সেন্স ইজ নট সো কমন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.