![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
একটি বায়িং হাউজের নতুন একটি প্রজেক্টের জন্য একজন ক্রিয়েটিভ ডিজাইনার প্রয়োজন। যেকোন ব্যাকগ্রাউন্ডের যে কেউ চাইলে যোগাযোগ করতে পারেন। শুধুমাত্র নতুন নতুন আইডিয়া এবং ডিজাইনের কিছু মাথায় থাকলেই হলো। চাইলে পার্ট টাইমও করা সম্ভব। যারা ইতিমধ্যে এ পেশায় অন্য কোথাও কাজ করছেন তারাও আমন্ত্রিত। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশেষকরে চারুকলা বা শান্ত-মারিয়মের ফ্যাশন ডিজাইনের ছাত্র-ছাত্রীরাও যোগাযোগ করতে পারেন। প্রয়োজন শুধু ক্রিয়েটিভ আইডিয়া আর অন্য কোন বিষয় এখানে যোগ্যতা বা অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে না।
যোগাযোগের ঠিকানা:
মিনিষ্টি অব ফ্যাশন(an equal opportunity employer)
মহাখালী ডিওএইচএস
মেইল করুন: [email protected]
©somewhere in net ltd.