![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
প্রায় বছরখানেকের গুজবকে সত্যি করে দিয়ে এ্যাপল প্রথমবারের মতো এলো ওয়্যরেবল ডিভাইস এর জগতে। ভক্তদের প্রত্যাশা পূরনে তারা এবারে তিন ধরনের এ্যাপলওয়াচের ঘোষনা দিল। এ্যাপল ওয়াচ, এ্যাপল ওয়াচ স্পোর্টস এবং এ্যাপল ওয়াচ এডিষন এই তিন ধরনের ঘড়ি তারা বাজারজাত করবে । যার মধ্যে এ্যাপল ওয়াচ এডিষন ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরী। আইওএস ৮ ওএস দিয়ে চলবে এসব ফোন। সেইসাথে সিরি'কেউ ব্যাবহার করা সম্ভব এই ঘড়িতে। পাশাপাশি এ্যাপল ওয়াচ দিয়ে এ্যাপল টিভি চালানো এবং আইফোনের ক্যামেরা ব্যাবহার করে ভিউ-ফাইন্ডার হিসেবে কাজ করানো সম্ভব হবে। তবে এ্যাপল ওয়াচকে ব্যাবহার করতে আপনার অবশ্যই একটি আইফোনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আইফোন ৫, ৫এস, ৫সি, ৬, ৬প্লাস এর যেকোন একটি দিয়ে চালানো যাবে এই ঘড়িটি।
এ্যাপল ওয়াচের সর্বনিম্ন দাম নির্ধারিত হয়েছে ৩৪৯ ডলারে। যা এ বছরের নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিক্রয় শুরু হবে।
অবশেষে ঘোষিত হলো আইফোন 6 ও 6 প্লাস এবং আইওয়াচ
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস ও আমাদের ক্ষুদ্র প্রয়াস
©somewhere in net ltd.