নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

CEO- http://www.socialmediabd.com

এইচ আর খান

আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।

এইচ আর খান › বিস্তারিত পোস্টঃ

গণজাগরন মঞ্চে আজ ব্যাপক জনসমাগম

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১

গতকাল রাতে বার্ধক্যজনিত কারনে সাবেক জামায়াতে আমীর গোলাম আযম মারা যান। এবং তিনি যুদ্ধাপরাধের দায়ে আটক থাকা অবস্থাতেই মৃত্যবরণ করেন। সুতরাং, গণজাগরন মঞ্চ স্বাভাবিকভাবেই প্রতিটি যুদ্ধাপরাধের দায়ে আসামীদের রায় ঘোষনার পর তাদের অবস্থান থেকে প্রতিক্রিয়া জানাবে এটাই স্বাভাবিক। তবে বেশকিছুদিন ধরে গণজাগরন মঞ্চ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক শাহবাগেই এ মঞ্চের ভিন্ন ভিন্ন অবস্থান দেখা যায়। তেমনি আজও গোলাম আযমের স্বাভাবিক মৃত্যুর পর জাতীয় যাদুঘরের সামনে থাকা ভিন্ন ভিন্ন ছাউনিতে ব্যপক জনসমাগম ঘটে। যেখানে আমি ও আমার এক বন্ধুও বেশ কিছুক্ষন অবস্থান নিয়েছিলাম। এই প্ল্যাকার্ড সম্বলিত ছাউনিতে লোক সমাগমের একমাত্র কারণ অবশ্য ছিল অাচমকা বৃষ্টি। আচমকা বৃষ্টির কারনে আমাদের মতো অসংখ্য মানুষ ওই ছাউনিগুলোতে আশ্রয় নেয়। তবে দূর থেকে তাকালে মনে হবে ওই ব্যানার ও প্ল্যাকার্ডের নিচে আশ্রয় নেয়া লোকগুলোকে আপনার আন্দোলনকারী হিসেবে ভাবলে খুব বেশী ভুল হবে না। কেননা, গণজাগরন মঞ্চ তার মূল অবস্থান থেকে সরে দাড়ানোর পর কিংবা বলা যায় রাজনীতিকরনের ফলে অনেক আগেই এর গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর নেতৃত্বে থাকা লোকগুলোর অবস্থা হয়েছে আমাদের ক্রিকেটের মোহাম্মদ আশরাফুলের মতো।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৭

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ব্যাপক মজা পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.