![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
প্রিয় মাশরাফি বাহিনী,
পুরো দেশবাসী এবং দেশের বাইরে অগণিত বাংলাদেশি আজ বিপুল আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে তোমাদের গর্জনের
নিশ্চয়ই জানো, তোমাদের ১ জোড়া হাত যখন ব্যাট হাতে তখন সেই হাতটাকে অদৃশ্যভাবে ধরে রাখে আরো ১৬ কোটি জোড়া হাত যারা অধীর অপেক্ষায় আছে ক্যাঙ্গারুর দেশে বাঘের গর্জন শোনবার জন্য।
কথা দিচ্ছি, তোমরা ভাল খেললে এখান থেকেই তোমাদের কানে পৌছে দেবো আমাদের গর্জন, আমাদের ভালোবাসা।
জানোতো ১৬ কোটি মানুষের আশা-আকাঙ্খা, আনন্দ-বেদনা সবকিছু তোমাদের ঘিরেই।
প্রতিটি মুহূর্ত আমরা তোমাদের পাশেই আছি।
সবশেষে ছোট্র একটি পরিসংখ্যান -
বাংলাদেশ আজ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এর আগে দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একটি ম্যাচে। সে ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়। ম্যাচে মোট রান হয়েছিল ৪৭৬ আফগানিস্তান করেছিল ২৫৪ রান। এবং বাংলাদেশ করেছিল ২২২ রান।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১০
ভিটামিন সি বলেছেন: খেলা শুরু হয় না কেরে?? সময় যে আর কাটে না।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪৪
ভাঙ্গা হৃদয় বলেছেন: বলদার বাচ্চাগুলার হারার সম্ভাবনা প্রবল। তামিম বোকাচোদা ৩ টা লাইফ পাইয়া ১৯ করছে ৫১ রানে ২ ডা গেছে গা বল খাইয়া। আশা নিয়া বইসেন না । বাংলাদেশের ওয়ানডে স্ট্যাটাস বাদ দিয়া দেওয়া উচিত নইলে এতগুলা মানুষের হতাশা শেষ হইব না।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৬
প্রবাসী পাঠক বলেছেন: বাঘের গর্জন শুনার অপেক্ষায় আছি।
শুভ কামনা বাংলাদেশ দলের জন্য।