![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
ক্রিকেট বিশ্বকাপের আদ্যেপান্ত নিয়ে তৈরী ম্যাগাজিনটি কেবলমাত্র ক্রিকেট ভক্তদের জন্য। বিশ্বকাপ ইতিহাসের অনেক না জানা এবং অনলাইনে পর্যাপ্ত তথ্য না থাকা সব ঘটনা এবং স্ট্যাটিসটিকস সম্বলিত একটি অসাধারন ম্যাগাজিন। ৬৪ পাতার রঙিন এই ম্যাগাজিনটি বাজারে পাওয়া যাচ্ছে। সামহোয়্যারইন ব্লগের ব্লগার ও পাঠকরা চাইলে সংগ্রহ করতে পারেন। তবে এ জন্য কোন দাম দিতে হবে না (ব্লগার ভাই এবং নিয়মিত পাঠকদের ক্ষেত্রে প্রযোজ্য)।
ইনসাইট ক্রিকেটের কাভার পেইজ
আপনারা চাইলে ই-বুক হিসেবেও ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে।
ডাউনলোড লিংক
*সংগ্রহ করতে চাইলে আপনার নাম এবং ঠিকানা মেইল করতে পারেন নিচের এড্রেসটিতে। আপনাকে ফোন করে জানিয়ে দেয়া হবে এবং পাঠানোর ব্যবস্থা করা হবে। ঢাকার বাইরে থেকে নিতে হলে কুরিয়ার করে পাঠানো যেতে পারে(তবে সেক্ষেত্রে কুরিয়ার চার্জ প্রাপককেই বহন করতে হবে।
*ষ্টক থাকা সাপেক্ষে আগামী এক সপ্তাহ পর্যন্ত ইনশাল্লাহ দেয়া সম্ভব। * আগে চাইলে আগে পাবেন ভিত্তিতে
মেইল করুন এই ঠিকানায় - [email protected]
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০৯
এইচ আর খান বলেছেন: গুগল ড্রাইভটা চেষ্টা করে দেখুন- এখানে লগিন করতে হবে না - http://bit.ly/1BnNnTg
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৩
আহসানের ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
ক্রিকেট আমোদীদের জন্য ভালো উৎস।
৫| ০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৯
এইচ আর খান বলেছেন: জী। পুরো ক্রিকেট বিশ্বকাপ এক ম্যাগাজিনে। এবং পুরোটাই রঙিন। তবে, কিছু ছোটখাটো ভুল আছে বৈকি । তাড়াহুড়ার জন্য। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১
সুমন কর বলেছেন: ডাউনলোড দিলে জয়েন করতে বলে ! জয়েন না করে করা যাবে না ? জানাবেন ?
বইটি সংগ্রহ করতে পারলে ভাল হতো।