![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসবার কালে কি জাত ছিলে এসে তুমি কি জাত নিলে, কি জাত হবা যাবার কালে সে কথা ভেবে বল না। সত্য কাজে কেউ নয় রাজি সবি দেখি তা না-না-না।
প্রযুক্তির হুমকি প্রযুক্তি দিয়েই কনফ্রন্ট করা প্রয়োজন। এভাবে পালিয়ে থেকে নয়। ইন্টারনেট ভিত্তিক ব্যবসা এখন অনেক প্রসারিত এবং বিস্তৃত। সুতরাং, এসব কারনে ব্যাবসায়িকভাবে অনেকেই ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া, মুক্তবিশ্বে আপনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না এটি হতাশাজনক।
যাইহোক, প্রত্যাশা খুব শীগগির সব ফিরবে এবং পরবর্তী সময়ে এ ধরনের বিড়ম্বনা থেকে আমরা মুক্তি পাবো।
লেখাটি এর আগে সোস্যাল মিডিয়া পার্ল্যার(socialmediabd com) এর ব্লগে পোষ্ট করা হয়েছে।
২০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
এইচ আর খান বলেছেন: পোষ্টটা গতকাল রাতের। বিগত দেড়দিন সব .কম.বিডি সাইট ই অফ ছিল বা কয়েকটি স্পেসিফিক সাইট অফ করার কারনে সেগুলো এ্যাকসেস করা যাচ্ছিল না। আপনার মন্তব্য পড়ার পর দেখলাম অধিকাংশ(৯৫ শতাংশ) সাইট ই খুলছে। তার মানে সমস্যার সমাধান করা হয়েছে ইতিমধ্যেই
২| ২১ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২২
শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, আমার নিজের ৫টা .কম.বিডি সাইট। একটাওতো বন্ধ ছিলো বলে দেখি না। এছাড়া কম করে হলে ২৫০জন ক্লায়েন্টের .কম.বিডি সাইট আমার এখানে হোস্ট করা ছিলো; কেউ তো কোন কম্প্লেইন করলো না। এনালিটিক্সেতো সবই ঠিক আছে। তবে হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন এপিআই ব্যবহার করা হয়েছে যেসব সাইটে, সেগুলি লোড হতে বেশ সময় লাগতেছে।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৬
শফিউল আলম চৌধূরী বলেছেন: সব .com.bd বন্ধ কোথায়? চালুই তো... গুজব ছড়ান ক্যারে?