নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bangladesh

আমি আমার দেশকে ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশী।

Toriqul

Toriqul

Toriqul › বিস্তারিত পোস্টঃ

সিজদা (থাবা বাবা) লেখাটি পড়ুন এবং থাবা বাবাকে চিনুন এবং জানাজায় অংশ নিন

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

মোহাম্মক তাহার ইয়ার দোস্ত লইয়া প্রায়শঃই কাবা প্রাঙ্গনে আরবি খাইয়া (মদ্য বিশেষ) পড়িয়া থাকিত। মোহাম্মদ যখন বেহুঁশ হইয়া পড়িয়া রহিত, তখন তাহার ইয়ার দোস্তরা এই গোল্ডেন অপরচুনিটি মিস করিবে কেন? সবার তো আর উম্ম-হানী নাই।



ইয়ার-দোস্তদিগের গোল্ডেন অপরচুনিটির শিকার হইয়া সুবে-সাদিকের সময় ঘুম ভাঙ্গিলে রেকটাম-প্রদাহের ঠ্যালায় মোহাম্মকের পক্ষে চিত-কাইত হইয়া শয়ন করা বাস্তবিক অসম্ভব হইয়া দাঁড়াইতো। তাই পশ্চাদ্দেশের আরামের নিমিত্তে সে উর্ধপোঁদে রেকটামের স্ফিংকস্টার পেশী চেগাইয়া পড়িয়া থাকিত। এমতাবস্তায় কেউ দেখিয়া ফেলিলে চাপা মারিত যে সালাত আদায় করিতেছে আর এই ভঙ্গীটির নাম সিজদা।



সেই হইতে মুসলমানের জন্য উর্ধপোঁদে সিজদার প্রচলন শুরু হইয়াছে!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

একিউমেন বলেছেন: আপনি এসব না লিখলেই পারতেন। আপনি রাজিবের কাতারে কেন যাচ্ছেন? আপনার বাবাকে কেউ গালি দিলে আপনি কি করবেন? গালি গুলো আবার রিপিট করবেন?

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

সপ্নচোরা বলেছেন: থাবা বাবা তো সামু তে লিখতো.......সামুর লিংকটা জানা থাকলে দেন তো দেখি.......

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

কে এম এইস বলেছেন: http://www.amarblog.com/thaba/posts/150478

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

রবিনের প্রান "বাংলাদেশ" বলেছেন: বীর মুক্তিযোদ্ধা শহিদ রাজিব , লও লও লও সালাম..

শহিদ রাজিব , নাস্তিক না আস্তিক সেটা কোন বিষয় না , সে আমাদেরি ভাই , সে আমাদের সার্থে রাজাকার বিরোধি আন্দোলনে সংগ্রামি ছিল , অথচ আমরা আমাদের ভাই এর ম্রিত্যুতে শোক না করে তাকে নাস্তিক বলে গালি দিচ্ছি ! এই আমাদের ধর্মীয় চেতনা ! ধিক্কার জানাই এমন ধর্মীয় চেতনাকে !!!!!!!!!!!!!!!!!!!!!! যা আমাদের বিচ্ছিন্ন করে ফেলছে ।

ভাই রাজিব , ক্ষয় নাই তোমার ক্ষয় নাই.. আমাদের চেতনায় তুমি আছো ..থাকবে চিরসবুজ চিরসতেজ।

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

বেপারিবাজ বলেছেন: শাহাবাগে অমুসলিমদের উপস্থিতি কম নয়। সেখানে আজ থাবড়া বাবার নাকি জানাজা হবে। ভালই নাস্তিকদের জানাজা অমুসলিম আর নাস্তিকরাই পড়ুক। দয়া করে কোন বিশ্বাসী মুসলমান যাবেননা। যে আল্লাহ ও তার রাসুলকে গালি দেয় তার তো জানাজাই হওয়ার কথা নয়,

এইগুল শুধু মাত্র মুসলমান দের জন্য !
এই মর্যাদা গুলো একজন ইসলাম ব্যাঙ্গ কারিকে দিয়ে আল্লাহ্‌র সাথে নাফরমানি করবেন না !

তার জানাজা আদায় করা মানে আল্লাহ্‌র সাথে নাফরমানি করা। দেখুন পবত্র কুরআনে আল্লাহ্‌ কি বলছেনঃ-

আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ্‌র প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও। বস্তুতঃ তারা নাফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। (সূরা আত তাওবাহ - ৮৪)

মুসলমানের সন্তান আমি আপনি মুসলমান। নাস্তিকের জানাজাকে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করুন। এই শয়তানদের কোনো জানাজা নাই। তবুও শোলাকিয়া ইমামদের মত কেউ হয়ত জানাজা পড়াবে অজ্ঞতা বসত।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

মিঠা বলেছেন: X(

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

Toriqul বলেছেন: আমি তার হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে তার জানাজায় অংশ নেয়ার ঘোর বিরোধী। কারন তার লেখা পড়ার পর তার জানাজায় অংশ নেয়ার প্রশ্নই ওঠে না।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

রিমন০০৭ বলেছেন: আমাদের গ্রামের মাঝখানে দিয়েই যেত বিলোনিয়ার ট্রেন; টিকেট না কেটে টিটি কাসেমের হাত থেকে ধরা খাওয়ার ভয়ে প্রায় যে ট্রেনের ছাদে চড়ে বিলোনিয়া যেতাম। ষ্টেশন মাস্টার স্টেশনের পাশেই সরকারি খাস জমিতে কুমড়ার চাষ করতো কিন্তু সবসময় কুমড়া চুরি হয়ে যেত। স্টেশন মাস্টার সহজ-সরল মানুষ গালাগালিতো দুরে থাক কাউকে কিছু বলার মত লোকও নন তিনি কিন্তু তার আর সহ্য হচ্ছিল না। আমাদের গ্রামে বেণু নামে একটা লোক ছিল যে গালাগালিতে বিরাট ওস্তাদ। স্টেশন মাস্টার তাকে ২ টাকা দিয়ে বললেন যারা আমার ক্ষেত্রের কুমড়া নিয়েছে তাদের একটু ভালমতো গালমন্দ করে দাও। বেণু শুরু করল গালাগালি কিন্তু গালাগালির শুরুটাই ছিল এরকম ''স্টেশন মাস্টার ***বাচ্চার কুমড়া যে নিচস তার.................!'' স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেণুরে ডেকে বললেন বাবা তোরে আরও ২ টাকা দিতেছি দয়া করে গালাগালিটা বন্ধ কর।

থাবা বাবা বিরাট নাস্তিক ছিল; সব ধর্মরে নিয়া কটাক্ষ করত; এ নিয়ে কারো কোন দ্বিমত নেই। অনলাইন আর ব্লগিং জগতে আমি একদম নতুন কেউ না তারপরও বিগত ৬-৭ বছরে কখনো থাবা বাবার পোষ্ট পড়েছি কিনা মনে পড়েনা এবং কি তার নামটা পর্যন্ত শুনিনি কখনো; কাল প্রথম শুনলাম। যেহেতু নাস্তিক থাকা স্বত্বেও থাবা বাবারে কবর দেয়া হবে সেহেতু তার কৃতকর্ম যদি ধর্মের বিপরীতে বা বিরুদ্ধে হয় তাহলে তাকে শাস্তি দেওয়ার জন্য কবরে মুগর হাতে ফেরেশতা রেডি আছে আপনার আমার অযথা লাফালাফির দরকার নাই।

নাস্তিক থাবা বাবা ধর্মের নামে উল্টা পাল্টা লিখে যতটুকু অপরাধ করেনি আপনি আমি আস্তিকেরা তার ব্লগ আর ফেসবুক ওয়াল শেয়ার করে তার চেয়ে বেশি অপরাধ করছি। তার ব্লগটা যদি ৫০০ জন পাঠক পড়ত এখন সেই ব্লগটা আপনার আমার মত গর্দভ আস্তিকের কৃপায় ৫০০০ জন পড়তেছে আর ধর্মীয় দৃষ্টিতে এ গুনাহর রেভেনিউ শেয়ারিং এর একটা অংশ নাকির সাহেব আপনার কাঁধে বসে বসে লিখতেছে।

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫২

চ।ন্দু বলেছেন: জনাব বিজ্ঞ লেখক, আপনার কি জানা আছে রসুলের পিতৃব্য আবু তালিবের জানাজা হয়েছিল কিনা? বা মুনাফেক আব্দুল্লাহ ইবনে উবায়ের জানাজায় রসূল অংশ গ্রহণ করেছিলেন কিনা? বেপারী বাজের উল্লেখিত আয়াত (আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না। তারা তো আল্লাহ্‌র প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও। বস্তুতঃ তারা নাফরমান অবস্থায় মৃত্যু বরণ করেছে। (সূরা আত তাওবাহ - ৮৪)) উপেক্ষা করে রসূল এটা করেছিলেন। আর তাই আলি তাকে এই আয়াত উল্লেখ করে প্রশ্ন করলে তিনি কি উত্তর দিয়েছিলেন জানেন কি?
----- তাই বলছি অহেতুক ধর্ম সম্পর্কে না জেনে ফাউল মন্তব্য বা লেখা লিখে বিভ্রান্তি ছড়াবেন না। "নি:সন্দেহে ইসলাম অনেক উদার এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম।"

১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: @স্বপ্নচোরা.... এইটার মানে কি??????



থাবা বাবা
আর এস এস ফিড
অনুসারিত নয়:[অনুসরন করুন] [?]
ব্লগার পরিসংখ্যান

পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ০টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: সঠিক তথ্য নেই
ব্লগটি মোট ০ বার দেখা হয়েছে

সামুর লিংকে তার সব লেখা গায়েব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আজিব। হচ্ছেটা কি এইসব????????

১১| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:১২

শাহীন ভূইঁয়া বলেছেন: care full this bloger.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.