নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

আসিফের উপর আঘাত ও আমার ভাবনা

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:২৯

গতকাল এক বন্ধুর স্ট্যাটাস থেকে জানলাম যে আসিফ মহিউদ্দিনের উপর হামলা করা হয়েছে;এখন হাসপাতালে ভর্তি।



আমি ব্যক্তিগতভাবে আসিফকে চিনি না। তার ফ্রেন্ড লিস্টে আমার নাম নাই; তাকে সাবস্ক্রাইব ও করি নাই। তবে সামু ব্লগের ব্লগার হওার সুবাদে আমি তার বেশ কয়েকটা লেখা পড়েছিলাম ।



আসিফ একজন নাস্তিক।তিনি কি বিশ্বাস করেন- না করেন, এটা তার নিজস্ব ব্যাপার। ধর্ম অর্থ ধারণ করা। তিনি কি মতবাদ ধারণ করবেন,আর কি করবেন না সেটা তার ইচ্ছা। আর মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। নাস্তিক তার মত প্রকাশ করবেন;আস্তিক তারটা । মত-দ্বিমত থাক্তেই পারে।কিন্তু তাই বলে কি কাউকে কোপাইতে হবে?



ব্লগে একটি বিশেষ গোষ্ঠীকে দায়ি করা হচ্ছে । আমি জানি না কারা করলো এই কাজটা । আসিফ যেমন মৌলবাদীদের বিরুদ্ধে লিখেছে;তেমনি আওয়ামি লীগ(বিশেষত ছাত্রলীগ) এর বিরুদ্ধেও লিখেছে।তবে যারা এটাকে সমর্থন করছে; তাদের সবারই ক্ষোভের মুল কারন তার নাস্তিকতা।



আচ্ছা ধর্ম জিনিসটা কি? কিছু মতবাদ(তাওহিদ,ইমান,রিসালাত),নিয়ম-কানুন(সালাত-রোযা),বিধি-নিষেধ (হালাল-হারাম) আর কর্মফল(বেহেস্ত-দোযখ) এর সমষ্টিই তো। এতা তো জোর করে চাপিয়ে দেওয়ার কিছু না। যার ইচ্ছা হবে সে মানবে,যার হবে না সে মানবে না।কোন ধর্মেই তো চাপিয়ে দেওয়ার কথা বলা হয় নাই। মানুষ আগে না ধর্ম আগে? জ্ঞান হবার পর জেনেছি আমি মুসলিম;কিন্তু যদি অন্য ধর্মের কোন ঘরে জন্মাতাম তাহলে তো সেই ধর্মই পালন করতাম। আমার ধর্ম পালটাতো কিন্তু মানুষই থাকতাম।



আসিফের উপর এই হামলা আমাদের 'ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র' হিসেবে পরিচিতির উপর বড় একটি আঘাত। ওদের কথা অনুযায়ী, সে নাস্তিক;শাস্তি তার প্রাপ্য! কিন্তু সেই শাস্তি দিবে কে? আসিফকে যারা আঘাত করেছে,তারা কি ঈশ্বরের বিশেষ নির্দেশ পেয়েছে???



আসিফের জন্য শুভকামনা রইলো। এর বেশি আর কি বা করার আছে? বিশ্বজিত হত্যার যেখানে বিচার হয় না,(এত প্রত্যক্ষদর্শী আর মিডিয়া কভারেজ সত্ত্বেও) সেখানে কোথাকার কোন আসিফ কে কারা রাতের বেলা কোপাই গেসে; সেটার আবার বিচার!!! কয়েকদিন স্ট্যাটাস দেওয়া হবে,ব্লগে আলোচনার ঝড় বইবে; তারপর আবার সব শান্ত; অপেক্ষা করবো নতুন কোন ঘটনার ।। ।। ।।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৬

নিশ্চুপ শরিফ বলেছেন: ওহী নাজিল ১৪০০ বছর আগে অফ হয়ে গেছে। এবং কে শাস্তি পাবে কে পাবেনা সেটা ডিসিশন নিবে আদালত ইসলামিক আইন অনুযায়ী। কোন ব্যক্তি বা গোষ্ঠীর সেই ক্ষমতা নেই। কেও যদি তা করে তবে সে সীমা লঙ্ঘন করতেছে এবং সীমা লঙ্ঘন করেতেছে। এবং সীমা লঙ্ঘন কারীকে আল্লাহ পছন্দ করেননা।

আসিফ তার যুক্তি তুলে ধরবে আমি আমার। আলোচনা হবে, তর্ক হবে শেষ। এর বেশি করা একদমই ঠিক নয়। তবে উনি যে রকম মনে করেন ধার্মিক মানেই ধর্মান্ধ এবং ক্রমাগত চুলকানি দিতে থাকেন এতে ধার্মিকরা একটু বিরক্ত হলেও কিছু করবেনা কিন্তু ধর্মান্ধদের ব্যপার আলাদা। তারা তো নীতিগত ভাবে অন্ধ। লীগের অন্ধ সমর্থক যেমন মনে করে লীগ না যে করে সেই জামায়ত আর তেমনি জামায়ত মনে করে যে জামায়ত করেনা সেই ইসলামের শত্রু। আমরা দেখছি এই দুই দলের অন্ধ সমর্থকরা বিরোধীদের ওপর কিরকম আক্রমনাত্তক হতে পারে। আমি কিন্তু আসিফকে নাস্তিকান্ধ মনে করি। ভালো থাকবেন।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

আমি-টর্নেডো বলেছেন:

বিস্তারিত
৩৭ নং মন্তব্য।

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২

তারান্নুম বলেছেন: ভালো বলেছেন।
সমস্যা হলো,আসিফ সাহেব এবং তার বিরোধীরা,দুই দলই এক্সট্রিমিস্ট।কেউ কারো বিশ্বাস নিয়ে থাকতে চাননা,নিজেকে জয়ী দেখতে চান..বিশ্বাসে,মতে ডাইভার্র্সিফিকেশান না থাকলে দেশ প্রকৃত উন্নত হলো কিভাবে?নিজেরটা বলতে হবে,অন্যেরটাও শুনতে হবে,সবাইকে সবার শ্রদ্ধা করতেই হবে।কোপাকোপি করা আর একে অন্যের অবিরত গুষ্ঠি উদ্ধার করা..হাস্যকর রকম বাচ্চামী।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

তারান্নুম বলেছেন: সমস্যা হলো,আসিফ সাহেব এবং তার বিরোধীরা,দুই দলই এক্সট্রিমিস্ট।কেউ কারো বিশ্বাস নিয়ে থাকতে চাননা,নিজেকে জয়ী দেখতে চান..বিশ্বাসে,মতে ডাইভার্র্সিফিকেশান না থাকলে দেশ প্রকৃত উন্নত হলো কিভাবে?নিজেরটা বলতে হবে,অন্যেরটাও শুনতে হবে,সবাইকে সবার শ্রদ্ধা করতেই হবে।কোপাকোপি করা আর একে অন্যের অবিরত গুষ্ঠি উদ্ধার করা..হাস্যকর রকম বাচ্চামী।

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১

নিয়েল ( হিমু ) বলেছেন: আপনাকে আজকে প্রথম দেখলাম মনে হচ্ছে B:-) অথচ ৩বছর হয়ে গেছে বলতেছেন সামুতে ?

যাই হোক অতি পুরাতন ২টা পোষ্টে কমেন্ট কর্ছেন তাই আপনার পিছু নিলাম ।

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

নিয়েল ( হিমু ) বলেছেন: Hello
আমার কমেন্ট মুছে দিছেন কেন ?

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৬

htusar বলেছেন: হিমু ভাইঃ কমেন্ট মুছি নাই, কি কারনে যেন শো করতেসিল না; ঠিক করসি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.