![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
কসাইটার (কাদের মোল্লার) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের আইনমন্ত্রী ও প্রতিমন্ত্রী্রাও বলছেন, এ রায়ে সন্তুষ্ট নয় দেশবাসী।
যে কসাইটা ৩৪৭ জন মানুষ কে হত্যার জন্য অভিযুক্ত,(আরও কত আছে অজানা) তাকে শুধু যাবজ্জীবন !!! যারা শহীদ হয়েছেন তাদের আত্মাকে; যে সকল মা-বোন ইজ্জত হারিয়েছেন তাদের সম্ভ্রমকে এভাবে অপমান করার অধিকার বাল-লীগকে কে দিলো? আপনি দেননি, আমি দেইনি, জনগণ দেয়নি । তবে? জামাতিরা কি জনগণের চেয়ে বেশী ক্ষমতাবান ????
এটাই কি রাজনীতি? আমি রাজনীতি বুঝি না। তবে এটা বুঝতে পারছি , অনেক বড় ভুল হয়েছে। এখন এক বছর এই খাটাশটা হাজতে থাকবে; তারপর বিম্পি ক্ষমতায় আসলে আবার বের হয়ে আসবে । এটাই কি আমরা চেয়েছিলাম? কেমন একটা ক্রোধ হচ্ছে নিজের উপর
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
বিদ্রোহী মজলুম বলেছেন: আব্দুল কাদের মোল্লার বড় ভাই ইব্রাহিম মোল্লা বলেন, ‘‘এই গ্রামের মানুষ ভাইকে অনেক বিশ্বাস করতেন। গ্রামের মানুষ তার কাছে টাকা-পয়সা জমা রাখতেন বিশ্বাস করে। আমার এই ভাইয়ের ওপর রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে তার ওপর অবিচার করা হয়েছে।’’
Click This Link
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
htusar বলেছেন: @ আহলান ঃ ভাই কি আর কমু? এইডা কিছু হইলো?
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
htusar বলেছেন: @ বিদ্রোহী মজলুম ঃ বুঝলাম উনি অনেক বালু লোক। জেইল থিকা বাইর হইলেই ওনার দুই গালে চুমা দিয়া আসুম।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
ইখতামিন বলেছেন:
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
htusar বলেছেন:
৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭
ভুং ভাং বলেছেন:
০১ লা মার্চ, ২০১৩ সকাল ১০:৪২
htusar বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯
আহলান বলেছেন: এই বিচার করার জন্যই কি আলীগ এর এত গলা বাজি?? হাহাহাহাহা