![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আগের পোস্টে দে.হো.সাইদির ফাঁসি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলাম। রায় হবার পর দেখলাম সেই সন্দেহ অমুলক। খুবই আনন্দ লাগছে এই কসাইটার ফাঁসি হওয়ায় ।
আমার নানাবাড়ি পিরোজপুরে (মঠবাড়িয়া ) । মা- রা ৬ বোন,কোন ভাই নাই। ৭১ এ সবাই ছিলেন কিশোরী- তরুণী । আমার মার বয়স তখন ১৮। যখন মিলিটারি নামে, তারা চলে যান গোপখালি,তার মামার বাড়িতে । সেখান থেকে সুন্দরবনের একদম কাছে এক গ্রামে আত্মগোপন করেন। মার মুখে শুনেছি দেলু রাজাকারের অত্যাচারের কথা।(দেলুর বাড়ি কিন্তু পিরোজপুরেই)। যারা প্রবীণ আছেন, তারা এখনো তার কথা ভাবলে চমকে উঠেন । হত্যা-ধর্ষন-লুটপাট -জোর করে ধর্মান্তরকরণ, কি করেনি সে।আশা করি তার ফাঁসিতে ৭১ এর শহিদদের আত্মারা শান্তি পাবেন। এখন আশা করব যথাশিঘ্র তার ফাঁসি কার্যকর হবে। যদিও তার আইনজীবী উচ্চ আদালতে যাবার কথা বলেছেন। টিভিতে দেখলাম তিনি এই বিচারের ভার আল্লাহ ও দেশবাসির উপর সোপর্দ করেছেন। যাই হোক, কতজনে তো কত কিছুই বলে।ফাঁসিটা হইলেই বাঁচি । ম্যাশিনম্যানের ম্যাশিন বন্ধ হোক।
স তে সাইদি চোরা
তুই রাজাকার,তুই রাজাকার।
জয় বাংলা ।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০
htusar বলেছেন: অনেক ধইন্যা, অনিক ভাই। ফাসির আদেশ শুইনা মিষ্টিও মনে লয় হের স্বাদ ডাবল কইরা লাইসে।
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
আদম আদোনিস বলেছেন: @অনিকঃ ভাই, এইটা কোন দেশী মিষ্টি ভাই? দেইখাই তো খাইতে ইচ্ছা করতেছে। কই পাওয়া যায় এইটা? তাড়াতাড়ি কন, এক্ষুনি কিন্না আনমু কেজি দশেক। দেইল্লার ফাঁসির রায় দিছে, মিষ্টি না খাইলে হবে না।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১
htusar বলেছেন: কথা সইত্য। দেইল্লার ফাঁসির রায় দিছে, মিষ্টি না খাইলে হবে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪
মঞ্জুর অনিক বলেছেন: লন মিষ্টি মুখ করেন!

