![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
দেশে গণহত্যা চলছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, আমি সরকারের কাছে এ মূহূর্তে গণহত্যা বন্ধের আহ্বান জানাচ্ছি। এভাবে গণহত্যা চালাতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না।আরও বলেছেন সরকার সারাদেশের শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানদের উপর হামলা চালাচ্ছে!!! জামাত-শিবিরের আন্দোলনকে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বলে একাত্মতা ঘোষণা করেছে বিএনপি। সরকারের পদত্যাগ দাবি।
মাইরালা , আমারে মাইরালা । শিবিরের কুত্তাগুলা পুলিশ খুন করসে,মন্দির ভাংচুর করসে, বোমা মাইরা মিরপুরে ৬০+ বৃদ্ধ কে খুন করসে, অথচ উনারা শান্তিপ্রিয় মুসলিম,এগুলা হচ্ছে শান্তির নমুনা!!! বিএনপির মত এত বড় একটা হাতি, জামাতের মত একটা ইঁদুরের ছায়ায় ঢাকা পরসে। এই কুত্তাগুলার জন্য ম্যাডামের এতো টান কিসের??? মানলাম উনি ৮ পাস, লেখাপড়া জানে না; কিন্তু উনাকে পরামর্শ দেবার মত শিক্ষা কি বিএনপির কারো নাই????
আমার ছাত্রদলের এক-দুইজনের সাথে পরিচয় আছে। আন্দোলনের প্রথম সপ্তাহে তারা শাহবাগে আসতো লুকাই লুকাই, যাতে অন্য কেউ না চিনে। এখন আর আসেই না।অথচ ছাত্রলিগেররা আসতো প্রকাস্যে,এখনো আসে। দলের একজন কে জিজ্ঞেস করলাম, এভাবে কেন আসে? সে বল্লো, তাদের নাকি উপর থেকে বলে দিসে,যেন এখানে না আসে।অথচ মনের টান উপেক্ষা করতেও পারে না। তাই লুকাই লুকাই আসে।এ কথা বলে নিজেই বিএনপির 'হিন্দি চুল' সম্পর্কিত একটা গালি দিল।
আমি কোন পক্ষের হয়ে কথা বলছি না। শুধু এইটুকু বলতে চাচ্ছি দেশের অধিকাংশ মানুষ চায় যুদ্ধপরাধিদের বিচার হোক। এই সময় জামাতের মত চিহ্নিত রাজাকারদের নিয়ে পথচলাটা মোতেই বুদ্ধিমানের মত কাজ নয়। নতুন প্রজন্ম এতটা গাধা নয়। তারা ইতিহাস জানে। আওয়ামী লীগ অতীতে জামাতের সাথে দল বান্ধসিলো , এই কথা বলে এখন পার পাওয়া যাবে না। আওয়ামী লীগ অতিতে যে ভুল করসে, সেই ভুল আপ্নারা এখন কেন করবেন? শহিদ জিয়ার মত মুক্তিযোদ্ধার স্ত্রী হিসেবে এই কাজ আপনার মানায় না। আপনারা দ্বিতীয় বৃহৎ দল,জামাতের মত পুঁচকে একটা দল্কে কেন আপনাদের কাধে চরতে দিবেন? আশা করবো শিগগিরই আপনাদের শুভ বুদ্ধি হবে। জনতার কাতারে আসবেন,আর মঙ্গল্বারের 'হিন্দি চুলের' হরতাল প্রত্যাহার করবেন।
(আমাকে হয়তো আওয়ামী লিগের দালাল, ভাদা ইত্যাদি উপাধি দিতে পারেন। বলতে পারেন, আমি নাস্তিক; হিন্দুর সাথে প্রেম করি,আমি তো আধা হিন্দুই। কিন্তু আমার প্রোফাইল ইনফো যারা পড়েছেন , তারা মনে হয় এটুকু বুঝে গেছেন;কে কি মনে করলো তাতে আমার কিছুই যায় আসে না। আমারে পছন্দ হতে হবে এমন কথা নেই।কে কি ভাব্লো এতে আমার 'হিন্দি চুলের' কিছু যায় আসে না । )
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২১
htusar বলেছেন: তাই নাকি ভাই??? ভালই তো। তবে আপনার কি মনে হয় না, বি.এন.পি রাজাকারদের পক্ষ নিইয়ে নতুন প্রজন্মকে ভুল ধারনা দিল???
২| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৭
অশ্রুহীন মন বলেছেন: শিবিরদের কুত্তাগুলা কে শান্তিপ্রিয় ধর্মপ্রাণ মুসলমান বলেছেন
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:২২
htusar বলেছেন: আমরা নির্বাক।
৩| ০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৫৯
নায়করাজ বলেছেন: এত দিন জানতাম, বিএনপির বগলে জামায়াত ইসলাম ঢুকে আছে। আজ দেখি, জামায়াতের বগলে বিএনপি ঢুকে আছে। তারপরও বিএনপি বলে তারা যুদ্ধাপরাধীদের বিচার চায়। বিচার করলে তাণ্ডব করে, হরতাল দেয়, হরতালে এবং তাণ্ডবে সমর্থন দেয়। যাদের বিচার করা হচ্ছে তাদের বগলে ঢুকে থেকে বিএনপি কিভাবে বিচার চায় ? বিএনপির এই মিথ্যাচার শতাব্দীর সেরা নাটকবাজি। এই নাটকের নায়ক এবং ভিলেন একটাই - সেটা বিএনপি। তারা দু’মুখো সাপ হয়ে তাদের আসল চেহারা আমাদের দেখিয়ে দিয়েছে। এদের আর বিশ্বাস নাই।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:১৯
htusar বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।সহমত।
৪| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:৩৪
আমি-টর্নেডো বলেছেন: গুড পোস্ট +++
০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:২২
htusar বলেছেন: ধন্যবাদ।
৫| ০২ রা মার্চ, ২০১৩ ভোর ৪:৪১
রুদ্র মানব বলেছেন: +
০২ রা মার্চ, ২০১৩ সকাল ১১:০০
htusar বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১০:৪২
সান কিং-১ বলেছেন: আমার ৫০ জন আওমীলীগের সাথে পরিচয় আছে তারা ম্যাডামের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে নিজেরাই আওমীলীগকে 'হিন্দি চুল' সম্পর্কিত একটা গালি দিল।