![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
এরশাদ চাচাকে আমার শিরাম লাগে। রাজনীতির ময়দানে সবচেয়ে মজার খেলোয়াড় মনে হয় চাচাকেই । ৮০র উপরে বয়স; তারপর ও কি স্মার্ট !
কয়েক মাস আগেও চাচার নতুন বিয়ে নিয়া একটা মৃদু আলোড়ন তৈরি হইসিলো ।তা আপনি করতেই পারেন, আপনার ত শফি হুজুরের কথামত "ধ..ঙ্গ বিমার" নাই। আর কয়জন পারে এই বয়সেও এরকম দুষ্টুমি করতে ?রওশন, বিদিশা,জিনাত ; লিস্ট তো বহুত লম্বা। চাচার ক্যারিশমা যে এখনো কমে নাই তার প্রমাণ হইলো, যে দুই মহিলা একসাথে ৯০ এ তার বিরুদ্ধে আন্দোলন করলো ; তারাই এখন তাকে দলে পাইতে চায়। একজন ভয় দেখায়, দল ছাড়লেই মামলা দিয়া ভিতরে ঢুকাই দিব; আরেকজন ভয় দেখায় সামনের বার আমরাই আসতেসি ক্ষমতায় ; তখন ধরে দেবানে। চাচায় পরসে বিপদে , কোনদিকে যাইব?
চাচা, সত্যি বলতেসি ; আপনি এবার একা নির্বাচন করেন, আর কেউ দিক বা না দিক, আমার ভোটটা আপনারেই দিব। ময়-মুরুব্বিরা এখনো বলে; এরশাদই ভাল চালাইসিল । বিভাগীয় শহরগুলার যে আজকে এত চাকচিক্য তার অনেকটাই আপনার অবদান। দরকার হইলে জাকের পার্টি, খেলাফত মজলিস , তরিকত ফেডারেশন , মুসলিম লীগ ইত্যাদি নলা দলগুলা নিয়া আরেকটা জোট বানাই ফেলেন ।
যে যত মামলার ভয় দেখাক কিচ্ছু গায়ে মাইখেন না (অবশ্য আপনি এম্নিতেও এগুলা কিছু গায়ে মাখেন না ) । আরেকবার বুড়া হাড়ের ভেল্কি দেখাই দেন। আর যদি যাইতেই হয়, যেকোনো এক জোটে যান। একবার এরে দোয়া দিবেন , আরেকবার তারে সমর্থন দিবেন, এইরকম চুদুরবুদুর চইলত না।দল এম্নিতেও এখন পর্যন্ত ৫ বার ভাংসে, আর ভাংলে উপায় নাই। বরং আনোয়ার হোসেন মঞ্জুর কে দলে নেন, দল শক্ত হবে। গাজীপুর নির্বাচনে আপনার দলের ২ জন কাউন্সিলার, এর থেকেই প্রমাণ হয় এখনো কিছুটা জনপ্রিয়তা আছে।
(যদিও দুষ্টু লোকেরা বলে আপনাকে ভোট দিলে নুর হোসেনের রক্তের সাথে বেইমানি করা হবে; এইসব দুষ্টুদের দুষ্টামিতে কান দিবেন না। ক্ষমতায় যাইতে হলে এরকম কত নুর হোসেনের লাশ পাড়াইতে হয়। এসব কেউ মনে রাখে না। এদেশে কোন কিছুই ৫ বছরের বেশি টিকে না; সেখানে এইটাত প্রায় ২ যুগ আগের কথা ।)
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
htusar বলেছেন: হাহাহাহা । ভাল বলসেন। চাচাই আদর্শ পুরুশ;। এনার্জি ড্রিঙ্ক গুলার বিজ্ঞাপন আর কাউরে দিয়া না করাই, চাচারে দিয়া করাইলে মারমার কাটকাট ব্যবসা হইত ।
২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪
মুগ্ধ মাহি বলেছেন: ভাই , আমি আসলে অনেক দিন ধরে একটা প্রশ্নের উত্তর খুজছি, এরশাদ কে চাচা বলা হয় কেন?
আপনার যদি জানা থাকে তাহলে বলুন।
শুনেছি
এরশাদ বিরোধী আন্দোলনকারীরা তাকে চাচা সম্বোধন করতো, কারন তিনি তখন ছাত্র-ছাত্রীদের চাচার বয়সী ছিলেন।
আমাদের ঐ প্রজন্ম এখন সবাই বাবা-চাচা। তাই তিনি এখন "এরশাদ দাদু
"
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৮
htusar বলেছেন: তাইলে এখন থেকে এরশাদ দাদু ডাকতে হয় ।
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:১৮
অর্থব আমি বলেছেন: ভাইসাব, আপনার প্রোফাইল পিকচার দেইখাই বুঝতে পারছি আপ্নে চাচার বিরাট ভক্ত। চাচাই একমাত্র হইতে পরে বাঙালি পুরুষের আদর্শ।