নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

আড়ং ও লিওনামা ।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৭

কয়দিন ধরে নেটে ঢুকলেই খালি সানি লিওন আর সানি লিওন । সেই কবে থেকে শুরু হইসে ; এখনো চলতেই আছে , থামার নামই নাই। " ৫২ হাজারে সানি লিওন " , " মার্কেটে মার্কেটে সানি লিওন " !! বুঝলাম না, তারে নিয়া এত মাতামাতি করার কি আছে? সে ভারতীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্ণস্টার ;এই যদি হয় তার যোগ্যতা তাইলে প্রিয়া রাই (Priya Anjali Rai) কি দোষ করলো ?তিনিও ভারতীয়, লিওনের চেয়েও বেশি খ্যাতিসম্পন্ন পর্ণস্টার ।:D:D:D



উইকিপিডিয়া লিঙ্ক

ভারতের কথা বাদ, আমাদের বাংলাদেশেরই জেসমিন চৌধুরী ( Jazmin Choudry ) খারাপ কিসে? বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পর্ণস্টার ।আফসোস , পোলাপাইন খালি বিদেশি খোজে ; স্বদেশী চিনে না /:)/:)/:)(অবশ্য ফুটবলপ্রেমিদের হয়ত মনে থাকবে, বহু বছর আগে ইংল্যান্ড দলের তৎকালীন কোচ সভেন গোরান এরিকসন আর তাকে নিয়ে কিছু স্ক্যান্ডাল ছড়াইসিল ।)

কয়েকটা সিনেমা করসে, মিডিয়া কভারেজ পাইসে দেখে লিওনরে নিয়া মাতামাতি করতে হবে ? যাই হোক , এই চান্সে লাভ হইসে ব্যবসায়িদের; সানি লিওনের নামে ড্রেস ছাইড়া বহুত কামাইতেসে। সানি লিওন নামের পোশাক পড়লেই কি সানি লিওন হওয়া যায়? এক বন্ধুর কাছ থেকে জানলাম এইটা নাকি নরমাল থ্রি পিস । সানি লিওন নামের পোশাক , অথচ এইটা নাকি থ্রি পিস?? ক্যাম্নে কি, এইডা তো টু পিস হওয়ার কথা!!

তাও ভাল, সানি লিওন পোশাকের ডিজাইন আড়ং করে নাই। করলে কি যে হইত খোদা মালুম । প্রত্যেক ঈদে আড়ং একবার করে স্পীকার বানাই দেয়। গতবার প্যান্ট আর শাড়ি মিলাই কি এক " জিনিস " বানাইল, অর্ধেক শাড়ি অর্ধেক প্যান্ট । বাসার কাছেই, মগবাজার মোড়ে এক সপ্তাহের মত সেটার বিলবোর্ড টানানো ছিল;এক মহিলা সেই প্যাড়ি (প্যান্ট + শাড়ি ) পড়ে খাড়াই আছে; পরে সমালোচনা হওয়ায় নামাই ফেলল। আর এইবার দিসে আরেক জটিল এড । তিনটা পোলা মিল্লা একটা মেয়েকে কোলে তুলসে । সবার মুখে একেবারে গুলগুলা হাসি । যাই হোক, বুঝলাম তারা অনেক ভাল বন্ধু; কোলে তুলতেই পারে । কিন্তু সমস্যা হইলো পাশেই আবার ৮-১০ বছরের এক পিচ্চি ; হাত দিয়ে নাগাল পাবার চেষ্টা করতেসে । মানে " বাদ যাবে না একটি শিশু " আর কি ! বড় বন্ধুদের পাশে এই ছোট্টবন্ধু কি করে? রমনা থানার উল্টা পাশেই এই বিলবোর্ড । আবার তার ঠিক পাশেই " নাবিলা "র বিলবোর্ড । এক মহিলা শাড়ি পড়ে আছেন। সমস্যা হইলো মহিলা শুধু শাড়িই পরসেন ! বিশ্ববিদ্যালয়ের বাস এই রুট ধরেই যায়, আর কতজনের যে রোজা হাল্কা হয় !!



বুঝিনা, সর্বগ্রাসি পুজিবাদ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? সংস্কৃতিও এখন একটা পণ্য হয়ে গেছে। বাজার ধরে রাখতে চাই নতুন কিছু, নতুন উদ্ভাবনা ; সেতা যত আজগুবিই হোক । সবকিছুই এখন একটা আর্থিক মুল্য দিয়ে পরিমাপ হয়। রোজার চেয়ে বড় হইলো ঈদ , আর ঈদের চেয়ে বড় হইলো ঈদের পোশাক । যেইটা যত উদ্ভট সেইটা তত দামি । আচ্ছা , ফ্যাশন হাউস গুলা কি সবার জন্য পোশাক বানায় নাকি অল্প কয়েকজনের জন্য ? আমার তো মনে হয় না যে অধিকাংশ মানুষ এগুলা কেনার মত আর্থিক সামর্থ্য এবং মানসিক " স্থিতি " রাখে ! যদি অল্প কয়েকজনের জন্য হয় তাহলে অসুবিধা নাই। তারা গলাকাটা দামে কিনুক, কিনে পোশাক প্রদর্শনী করুক; আর বাকিরা তার সামনে সেটার প্রশংসা করুক এবং পিছনে মুখ টিপে হাসুক । কিন্তু যদি এমন হয় যে ফ্যাশন হাউসগুলার এই পাগলামি সর্বসাধারনের জন্য; এবং মানুষ আসতে আসতে এই পাগলামির দিকেই ঝুঁকে পরছে তাহলে বুঝতে হবে সামনে বহুত দুর্দিন ।:|:|:|



A storm is coming .

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:০৯

দোদূল্যমান বলেছেন: "রোজার চেয়ে বড় হইলো ঈদ , আর ঈদের চেয়ে বড় হইলো ঈদের পোশাক।"

ভাইঃ একদম সত্যি কথাটা কইসেন!

দিনকাল খারাপের দিকেই যাচ্ছে; সেটার আরও আলামত হইল বেনামাজী, বেরোজাদার, বেপর্দা, বেশ্যা মাগীরা এখন সেহরী পার্টি শুরু করসে; আর টিভি চ্যানেলগুলা রাতভর সেইটা প্রচার করে জনসাধারনের মাঝে অপসংস্কৃতি চালু করতাসে।

সাপ্তাহিক-মাসিক পত্রিকাগুলো ঈদ সংখ্যা আর ঈদ ফ্যাশনের নামে সফটপর্ণ ছাপাচ্ছে। তাই আশঙ্কা হয়: কবে জানি ১০ রিখাটার মাত্রার একটা ভূমিকম্পের আদেশ হয়ে যায় এই শহরের ওপর!

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫১

htusar বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:১০

মামুinসামু বলেছেন: জটিল লিখেছেন। তবে ঝড় আসলে তো আরও সুবিধা, বাতাসে শাড়ি উড়বে, তিনজন একজনকে ধরে রাখবে ইত্যাদি ইত্যাদি ।

০৩ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৫২

htusar বলেছেন: খাইসে; শাড়ি উড়লে তো poblem !!

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

নাহিদ তানভীর বলেছেন: তুষার, বাহ !
কই থাকো মিয়া? খোঁজ খবর নাই ...

০৪ ঠা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮

htusar বলেছেন: সালাম ভাই। আপনাকে কয় দিন আগে শাহবাগ দেখসি। ভাল আছেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.