নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

মায়ের সাথে বসে দেখা ছবি ।

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩৩

দুপুরে টিভি দেখতে বসছি । কি দেখা যায় খুজতেসি।পাশে মা বসে ছিল। প্রথমে দিলাম Fox Movies । দেখি The Haunted Mansion দেখাচ্ছে। কবরস্থানে কতগুলা ভুত দুষ্টামি করতেসে। নাম দেখে বলল : এটা এডি মারফির মুভিটা না ?

আমি তো অবাক; বললাম, তোমার এডি মারফিকেও মনে আছে ?

মা ঃ হ্যা, ২-৩ বার দেখা হইসে এইটা , তাই মনে আছে।

এরপর চেঞ্জ করে দিলাম Star Movies । সেখানে সালমান খানের বিজ্ঞাপন চলতেসে; উপরে Ghost Rider লেখা।

মা ঃ ঘোস্ট রাইডারে সালমান খান কি করে?

আমি ঃ থাম্বস আপের এড ।

চেঞ্জ করে Hbo দিলাম। দেখি Cowboys & Aliens. ড্যানিয়েল ক্রেগকে দেখাচ্ছে।

মা ঃ ক্রেগ সাহেব বসে কি করে?

( কি ব্যাপার, ক্রেগকেও মনে আছে !গত সপ্তাহে Skyfall একসাথে বসে দেখেছিলাম । তাই হয়ত)

ক্যামেরা ফোকাস করলো হ্যারিসন ফোর্ড কে।

মা ঃ এরা এত বয়স হবার পরেও নায়কের অভিনয় করে !

আমি ঃ একে চিনতে পারস ?

মা ঃ কেন চিনবো না ? ঐ যে , ইন্ডিয়ানা জোন্স !

সবাই আসতে আসতে বুড়া হয়ে যাচ্ছে। এ,জ্যাকি চ্যান । খালি টম ক্রুসকেই মনে হয় বয়স কম।

আমি ঃ টম ক্রুসের বয়স ৫০ !

মা ঃ ৫০ হইলেও চেহারায় বয়সের ছাপ পরে নাই।ও, তারপর ব্রাড পিট ; এদের দেখলে বয়স কম মনে হয় ।(আমি তো ভাবতেসি ক্রুস, পিটের কথা মার খেয়াল আছে ক্যাম্নে? তখন মনে হইলো গত মাসে দুইজনে বসে ঘোস্ট প্রটোকল দেখসিলাম। আর ট্রয়,ওশেন'স এগুলা প্রায়ই Wb তে দেখায়। তাই হয়ত।)

আমি আবার ফোর্ডকে দেখাই ঃ ওনার বয়স ৬৫ বছর।

মাঃ সেই তুলনায় এখনো অনেক ফিট । ঐ যে প্রেসিডেন্টের অভিনয় করলো , প্লেন থেকে প্যারাসুট নিয়ে লাফ দিল (বুঝলাম Air Force 1).

এড দেওয়ায় আবার ঘোস্ট রাইডার দিলাম।

মা ঃ ওর না মাথা আগুনের হয়ে যায় ?

আমি ঃ হুম।

মাঃ কই হচ্ছেনা তো ?

আমি ঃ আরেকটু পরে। বেশিখন হয়নাই শুরু হইসে।

মা ঃ এই লোকটাও ভাল অভিনয় করে। একটা ছিল ম্যাপ নিয়ে, গুপ্তধন খোজে (National Treasure). তবে সবচেয়ে ভাল ছিল যেইটায় প্লেন নিয়ে পুলিশদের থেকে পালায়,লম্বা লম্বা চুল থাকে, (Con Air)ওইটা।



কিছুক্ষণ দেখার পর উঠে পরলাম। মা তখনো ঘোস্ট রাইডার দেখতেসে ।



* ছোটবেলায় ,যখন শুধু বিটিভি ছিল; বাসার ৫ জন মিলে একসাথে মুভি অফ দ্য উইক দেখতাম। বেনহুর , গ্লাডিয়েটর, দ্য মেসেঞ্জার । পরে যখন ডিশের লাইন নেওয়া হলো ; তখন তো আরও মজা। একসাথে র‍্যাম্বো ,টার্মিনেটর ,জ্যাকি চ্যান বা জেট লির অ্যাকশন মুভি দেখা হত । এখন আর সে সুযোগ হয় না, তবু সেই আমেজটুকু মা আর আমি,২ জনে ধরে রাখসি। একা দেখার চেয়ে দোকা দেখার মজাই আলাদা।



** মাঝে মাঝে মজার মুডে থাকলে মা আমাকে "মাস্টার শিফু " ডাকে । :P

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০

মদন বলেছেন: +++

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৩

htusar বলেছেন: :) :) :)

২| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৯

কাফের বলেছেন: বাহ!

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৪৮

htusar বলেছেন: :) :) :) :)

৩| ০৫ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: লেখায় +++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস ।

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

htusar বলেছেন: এত্তগুলা ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.