![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
বছরখানেক আগে একবার এক মুরুব্বিস্থানীয় বড় ভাই বলেছিলেন তোমরা সিলেটীরা তো পড়ালেখাই করতে চাও না। তোমাদের স্বপ্নই থাকে ক্যামনে লন্ডন যাওয়া যায়। বললাম একথা কেন ভাইয়া ? বললেন , তুমিই দেখো ; তোমাদের ওখানে এস.এস.সি. পাশ করলেই বাবা ছেলেকে একটা হোন্ডা কিনে দেয়; আর এইচ.এস.সি. পাশ করলেই সেই ছেলে চলে যায় লন্ডনে বাসন মাজতে আর রাস্তা ঝাড়ু দিতে । তুমি কয়টা লেখাপড়া জানা মানুষ দেখবা সিলেটে ? কথাবার্তা এরপর প্রবাসিদের রেমিটেন্স এবং সেখান থেকে সাইফুর রহমান ও মাল মুহিতের দিকে টার্ন নেয় ।
তিনি কথা খুব ভুল যে বলসিলেন তা না। তবে যেভাবে বলেছিলেন অতটা না। মাত্র ৪টা জেলা সিলেটে। সুনামগঞ্জ পুরাটাই হাওর এলাকা; অন্য জেলাগুলাও কমবেশি হাওর অধ্যুষিত । ওখানের স্কুলে শিক্ষক পাওয়া যায় না; বাইরের কেউ যেতেও চায় না। ভাল ওসমানী মেডিক্যাল ছাড়া একটাও ভাল হাসপাতাল নাই। প্রত্যন্ত অঞ্চল থেকে আনতে আনতেই অনেক সময় রোগী মারা যায়। এটা ঠিক একসময় অন্য ছেলেরা যেখানে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখত ; তখন সিলেটীরা লন্ডনে যাবার স্বপ্ন দেখত ।(এমন একটা পরিবারও পাওয়া যাবে না যেখানে লন্ডনি কেউ নাই।) কিন্তু এখন সময় পাল্টাইসে। সিলেটীরাও এখন লেখাপড়ায় এগিয়ে আসছে। যদিও দেশের অন্য বিভাগের চেয়ে তুলনামুলকভাবে কম, তারপরও । কোটা নয়, মেধার জোরেই তারা নিজেদের প্রমান করছে।
আজকে একটা উদ্ভট জিনিস দেখলাম। শাবিপ্রবিতে বর্তমান মেয়র আরিফুলের (বিএনপি) নেতৃতে ভিসি বরাবর সাবেক মেয়র কাম্রান (আম্লিগ) সহ সব দলের জেলা সভাপতিরা (বাসদ,জাসদ,ন্যাপ, ওয়ার্কার্স ) ভর্তি বাতিল ও ৫০ % কোটার দাবিতে স্মারকলিপি দিসে, (কর্নেল অলি ও তাল মেলাইসে) যার প্রতিবাদে শ্রদ্ধেয় মুঃ জাফর ইকবাল স্যার ও ইয়াসমিন হক ম্যাডাম পদত্যাগ করেছেন।
এই বাইনচোদ গুলা কি করসে সেইটা কি তারা বুঝতে পারতেসে? পুরা দেশের মানুষের কাছে আমাদের ছোট করে দিল। পোলাপাইন হাসাহাসি করতেসে বাকি সবগুলাতেও তাহলে এমনে কোটা সিস্টেম চালু করে দেওয়া হোক। এক জায়গায় দেখলাম, " সিলেটীরা মুর্খ ; তাই তাদের কোটা দরকার। " কথা তো ভুল বলে নাই, বিষয়টা তো তাই দাঁড়াইল । নষ্ট ভোটের রাজনীতির জন্য পুরা দেশের কাছে আমরা ছোট হয়ে গেলাম।
জাফর স্যারের পদত্যাগ আমাদের জন্য লজ্জা ও অপমানের। গাধা গুলা কি জানে তরুন প্রজন্মের মাঝে জাফর স্যারের যে জনপ্রিয়তা, পুরা সিলেট বিভাগেও এতগুলা ভোটার নাই?
স্যার, আসলেই আমরা মুর্খ। আপনাকে বোঝার ,কদর করার মত যোগ্যতা আমাদের মত মুর্খদের নাই।
(একটা জিনিস অবাক লাগলো ; বিসিএসে কোটা বাতিলের দাবিতে যে বামরা সবচেয়ে সোচ্চার ছিল, তারাই এখন ৫০% কোটার দাবিতে অটল । কি আর কমু; আমরা আমজনতা,সবসময়েই চোদনা ছিলাম, আছি এবং থাকব )
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
htusar বলেছেন: এগুলা হইলো কুত্তার মত ; যতক্ষন হাড্ডি পায়, চুপচাপ কামড়াকামড়ি করে। যখন পায় না তখনি চিল্লাচিল্লি লাগাই দেয়।
২| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৪১
মামুন রশিদ বলেছেন: ইয়েস ।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৮
htusar বলেছেন:
৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫২
মনে নাই বলেছেন: আজকের শাবিপ্রবি যে অবস্থানে উঠে এসেছে, এর পেছনে জাফর স্যারের ব্যাক্তি ইমেজই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।
৫০% সিলটি কোঠা চালু করলে শাবিপ্রবি আবার ডাউনগ্রেডেড হয়ে যাবে, তাতে কোন সন্দেহ নেই।
সিলেটের স্টুডেন্টরা টেলেন্টেড নয়, সেজন্য ডাউন হবেনা, ডাউন হবে অপ-আন্চলিক রাজনীতির জন্য।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৬
htusar বলেছেন: এখন যদি ঢাকা , চট্টগ্রাম , রাজশাহি সহ সকল বড় বড় ভার্সিটি কোটা চায়; তখন কি হবে ?
৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৩
অনিক্স বলেছেন: "বিসিএসে কোটা বাতিলের দাবিতে যে বামরা সবচেয়ে সোচ্চার ছিল, তারাই এখন ৫০% কোটার দাবিতে অটল । কি আর কমু; আমরা আমজনতা,সবসময়েই চোদনা ছিলাম, আছি এবং থাকব"
ইয়েস।
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:০৭
htusar বলেছেন:
৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
নিঃশব্দ শিশির! বলেছেন: এই দাবিটা অনেক দিনের ছিল। এবার প্রকাশ পেয়েছে। পুরো সিলেটবাসীকে অপমান করা হয়েছে। ..যারা করছে তারা উচ্চ পর্যায়ের বলদ...!!
২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:২২
htusar বলেছেন: সহমত ।
৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫০
গোকুল নাগ বলেছেন: কোটার দাবী তুলে সিলেটের মেধাবী শিক্ষার্থীদের চরম ভাবে অপমানই করা হল.।।
এইটা বু্ঝার ক্ষমতা কি যারা দাবী জানিয়েছে তাদের আছে
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩০
htusar বলেছেন: নাই। যারা এই দাবি করসে তারা খারাপ; আর যারা সহমত জানাইসে তারা আরও খারাপ।
৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৩৮
মামুন রশিদ বলেছেন: 'ইয়েস' মানে একজন সিলেটবাসি হিসাবে আপনার পোস্টে পূর্ণ সমর্থন!
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
htusar বলেছেন: বুঝতে পারসি ভাই। এই জন্যই আপনার কাছে দুঃখের কথা কইলাম। বরই দুঃখে আছি। এর মধ্যে আবার কইথেকে কতগুলা আবাল আইসা জুটসে । কই যামু ?
৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:০২
ম.র.নি বলেছেন: যেখানে লীগ বিএনপি কখনই কোন ব্যাপারে একমত হয়না সেখানে কোটা ইস্যুতে তারা কিন্তু একসাথে, বাম ও আছে কিন্তু জামাত নাই।তো আপনার কি মনে হয় না তারা যা করছে তা সিলেটের ভালোর জন্যই করছে?আপনি আপনার গুরুজির চেয়ে বেশী পন্ডিত অয়া গেছেন।হয়ত সিলেটবাসীরা পড়াশুনার চেয়ে ব্যাবসায়ীক চিন্তা ধারায়ই বেশী নিয়োজিত ছিলো।এখন এক্টা জেনারেশান ইদানিং দারুন স্মার্ট, শিক্ষিত ও ধার্মিক।আপনি বল্লেন লান্ডনে এসে তারা ঝাড়ু দেয় বাসন মাজে।এখানে আপনার চিন্তা ভুল আছে, কোন সিলেটি বা বান্গালী বা বাংলাদেশী এখানে ঝাড়ু দেয় না।এটা মিডলইস্ট না।আর বাসন মাজা ব্যাপারটা জদি নিজের রেস্ট্রো্রেন্টের গ্লাস প্লেইট ধোয়া হয় তাইলে ঠিক আছে তবে বাংলাদেশের অন্য অন্চলের 'শিক্তিত'রা ঐ তাদের রেস্ট্রোরেনে্টে কামলা দেয়, সিলেটি মাতে মাতে।চোদনা অহন কে অইলো??আপনারা নয়া জেনেরাশান হুদাই উল্টা বুঝেন,এটাই জাফর ইকবালের দোষ।।আপনি তাদের মূর্খ বলেছেন,যদি ধরে নেই তারা ৫০% চাচ্ছেন কারন তারা জানেন তারা পিছিয়ে আছেন এবং এখন থেকেই যদি হাইয়ার এডুকেশানে তাদের বেশী সুযোগ করে দেয়া না হয় তাহলে আরো পিছিয়ে থাকবেন।আর জাফর ইকবাল বিশাল বি.পি মানুষ পদত্যাগ করেছেন অন্য কোথাও গেলেও খারাপ থাকবেন না আপনার মত সাপোর্টারাতো আছেন ই।এতো হাও কাও এর কি আছে?হাসি পাইলো, আপনার মত অন্যান্য আবাল সিলেটি সুশীল হতে ইচ্ছুক প্রাথ্রীরা সহমত জানাচ্ছে।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
htusar বলেছেন: কিসের মধ্যে কি? আবাল তা যে কে সেইটা বুঝার মত ঘিলু আপনার আছে? সিলেটী হইলেই শাবিপ্রবি তে ৫০ % কোটা পাইতে হবে? তাইলে তো বুঝাই দিল যে সিলেটীরা গাধা টাইপ ; কোটা না দিলে এরা টিকতেই পারবে না। আমরা কি প্রতিবন্ধী নাকি উপজাতি? আর এখন যদি ঢা।বি। ; চ।বি। ; রা।বি সহ সবগুলাতেই যদি কোটা চাওয়া হয় তাইলে ? বাকিরা কই যাবে?
আর আমি কখনই বলি নাই ঝাড়ু দেওয়াটা আমার কথা; এইটা একজন অসিলেটি বড় ভাইয়ের কথা। আপনি আবার পড়েন । পড়ে বলেন। বেকুবের মত শুধু লিখলেই হয় না। আপনাদের মত সচেতন সিলেটীদের জন্যই দেশবাসি আজ আমাদের নিয়া হাস্তেসে ।
৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৬
খেয়া ঘাট বলেছেন: নষ্ট ভোটের রাজনীতির জন্য পুরা দেশের কাছে আমরা ছোট হয়ে গেলাম।
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩১
htusar বলেছেন: আসলেই ছোট হয়ে গেলাম।
১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:০০
কলাবাগান১ বলেছেন: "জাফর স্যারের পদত্যাগ আমাদের জন্য লজ্জা ও অপমানের। ...গুলা কি জানে তরুন প্রজন্মের মাঝে জাফর স্যারের যে জনপ্রিয়তা, পুরা সিলেট বিভাগেও এতগুলা ভোটার নাই?"
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৯
htusar বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৪
তামিম ইবনে আমান বলেছেন: বাম শালারা দেখি সবখানেই আছে। অনেকটা হলুদের মত। সব তরকারিতে চলে