![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
এত এত কবিদের দেইখা আমারও কবিতা লেখতে মুঞ্চাইসে ঃ
হাট্টিমা টিম টিম
তারা মাঠে পারে ডিম
১টা ডিম , ২ টা ডিম ,
৩টা ডিম , ৪টা ডিম ,
৫টা ডিম , ৬টা ডিম ,
৭টা ডিম , ৮টা ডিম ,
৯টা ডিম , ১০টা ডিম ,
১১টা ডিম , ১২টা ডিম ,
১৩টা ডিম , ১৪টা ডিম ,
১৫টা ডিম , ১৬টা ডিম ,
১৭টা ডিম , ১৮টা ডিম ,
১৯টা ডিম , ২০টা ডিম ,
.
.
.
.
.
৫৩টা ডিম , ৫৪টা ডিম ,
৫৫টা ডিম , ৫৬টা ডিম ,
.
.
.
.
৭১টা ডিম , ৭২টা ডিম ,
৭৩টা ডিম , ৭৪টা ডিম ,
.
.
.
৯৫টা ডিম , ৯৬টা ডিম ,
৯৭টা ডিম , ৯৮টা ডিম ,
৯৯টা ডিম , ১০০টা ডিম ,
তাদের খাড়া দুটো শিং
তারা হাট্টিমা টিম টিম ।
(ডিম পারা আপাতত শেষ )
এত্তগুলা ডিম
২| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৩
বাঁশ আর বাঁশ বলেছেন: :-D :-D
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪২
চানাচুর বলেছেন:
তুষার মিয়ার বারোটা,
ডিম পেরেছে তেরোটা,
একটা ডিম নষ্ট,
উফ! তুষার মিয়ার বড্ড কষ্ট!
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০৯
htusar বলেছেন: মজা পাইসি ভাই
৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১১
শুঁটকি মাছ বলেছেন: পরীক্ষায় ডিম পাওয়ার পর এই পোস্ট নাকি?
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
htusar বলেছেন: নাহ ভাই; হুদাই দিলাম।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: এর পরের ঘটনা..................
তুষার মিয়ার হাট্টিমা টিম টিমের ১০০টা ডিম থেকে ১০০টা বাচ্চা দিবে , ১০০টা বাচ্চা বড় হয়ে হাজার হাজার ডিম দিবে ....................তার পর চলতেই থাকবে ডিম পাড়া ।
০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
htusar বলেছেন: ব্যাপারটা খারাপ হয় না
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২
মোমেরমানুষ৭১ বলেছেন:
©somewhere in net ltd.
১|
০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৯
আমাবর্ষার চাঁদ বলেছেন: