নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

পুলিশে বলল আমাকে দেখতে নাকি বাচ্চা বাচ্চা লাগে !!! :D :D

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪০

শান্তিনগরে বাংলালায়নের কাস্টমার কেয়ারে গেসিলাম। আসার সময় দেখি ৬-৭ জন পুলিশ। আমারে থামাইল। একজন নাম জিগাইল , বললাম ।

কি কর ?

-ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি ।

কোন সাবজেক্ট ?

- পরিসংখ্যান .

(ঈষৎ হাসিয়া) দেখে তো বাচ্চা বাচ্চা লাগে; মনে হয় হাই স্কুলে পড় । দেখি, আইডি কার্ড দেখি।

মাইরালচে ।:| :| যাই হোক, কার্ড দেখাইলাম।

বাড়ি কই?

-হবিগঞ্জ ।

ঠিক আছে , যাও ।



হাটা ধরসি, ১০-১১ বছরের এক পিচ্চি, কাধে ব্যাগ, আমাকে জিগায় " বস , ধরসিল নাকি? " বলেই সেই রকমের একখান হাসি।

-হুম

কি জিজ্ঞেস করলো ? (আবার হাসি )

-তেমন কিছু না ভাইয়া। এই নাম-ধাম ।

ও আচ্ছা। বলে আরেক দফা হাসি দিয়া একটা হোটেলের মধ্যে ঢুকে গেল।



মজাই পাইসি। শেভ করি নাই; তাতেই হাই স্কুল । শেভ করলে কোন ক্লাসে হইত ? :-*:-*

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৩

জনাব মাহাবুব বলেছেন: সেভ না করলে ক্লাশ ফাইভ হইতো। ;) ;) ;) ;) ;)

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

htusar বলেছেন: :P :P :P :P :P :P

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৪৮

ঢাকাবাসী বলেছেন: পৃথিবীর নিকৃষ্টতম পুলিশ হল বাং পু!.

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৪

htusar বলেছেন: কথাটা কেন যেন মানতে পারলাম না। বাংলাদেশের পুলিশদের মধ্যেও অনেক ভাল মানুষ আছে। সমস্যা হইলো ১০% এর জন্য বাকি ৯০ % এরও নাম খারাপ হয়।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫০

িফল্ড মার্শাল বলেছেন: পুলিশ ভাই আপনারে দোয়া দিছে । আপনি ও কাদের এর মত বিসিএস ক্যাডারে চাকুরী পাইবেন ।

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৩

htusar বলেছেন: আল্লাহ সেই পুলিশ ভাইয়ের দোয়া কবুল করুন। আমীন ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৫

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। !:#P !:#P

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯

HHH বলেছেন: পুলিশ বাচচা কইছে বলি খুশির চোটে পূষ্ট দিয়ালচেন, মাইয়ারা যদি পিচ্চি পোলা ভাইবা প্রেম না করে, তখন? :P :P

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:১৫

হিমু্_017 বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: সেভ না করলে ক্লাশ ফাইভ হইতো।
=p~ =p~ =p~ =p~

৭| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: HHH বলেছেন: পুলিশ বাচচা কইছে বলি খুশির চোটে পূষ্ট দিয়ালচেন, মাইয়ারা যদি পিচ্চি পোলা ভাইবা প্রেম না করে, তখন ?


তুষার ভাই কি এখন মাইয়াগো লগে প্রেম করে.................... ;) ;) :P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

htusar বলেছেন: ভাইসাব কিতা মজা নিলায় নি ?

৮| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২২

ড. জেকিল বলেছেন: শেভ করলে আপনারে পুলিশি হেফাজতে বাসায় পৌছায়ে দিতো :P

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৬

htusar বলেছেন: ভাল্লাগসে । :P :P

৯| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩২

নূর আদনান বলেছেন: =p~ =p~ =p~

১০| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :#)

১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৭

অপ্রচলিত বলেছেন: ভাইরে, আপনার দুঃখ খালি আমিই বুঝছি ....

০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

htusar বলেছেন: হ ভাই; খালি আপনেই বুঝছেন । :( :( :( আসেন কোলাকুলি করি।

১২| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

HHH বলেছেন: কেন মোঃ আনারুল ইসলাম? আগে কি তুষার ভাই পোলাগোলগে প্রেম করতো নাকি? :-P :-P

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

htusar বলেছেন: আনারুল ভাই, আপনার আমার ব্যাপারটা কি কইয়া দিমু নাকি ? ;) ;) ;)

১৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫২

দূষ্ট বালক বলেছেন: কপাল ভাল যে ৫৪ ধারাতে আটক করেনি

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০

htusar বলেছেন: হ ভাই; বাইচ্চা গেসি ।

১৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

পাগলা বস বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক …………………… খ্যা ……… :D :v

১৫| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

HHH বলেছেন: হায় রেহ!! সবাই সবার গোপন কথা ফাস করে দিচ্ছে :-P :-P

১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৪

htusar বলেছেন: লইজ্যা পাইতেসি :#> :#> :#> :#> :#> :#> :#>

১৬| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩১

বেকার সব ০০৭ বলেছেন: পুলিশ তো হাচা কতা কইচে , আন্নেরে দেকলে তো ক্লাস ফোর - ফাইভে পড়েন মনে হয়

০৯ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৮

htusar বলেছেন: খুশি হয়া গেলাম ভাই। :#> :#> :#> :#> আপনারে এত্তগুলা ভালবাসা ।

১৭| ০৯ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪৫

bangal manus বলেছেন:

১০ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:০৩

htusar বলেছেন: ধইন্যা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.