![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।
আগামী মঙ্গলবার থেকে ১৮ দলের কর্মসূচি । ১৮ দলীয় জোটের আত্মগোপনে থাকা দলীয় নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে অংশ গ্রহণের মাধ্যমে আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা অবরোধ, দলীয় নেতাকর্মীদের স্বেচ্ছায় কারাভোগ, গণকারফিউ এবং অবস্থান কর্মসূচি পালনের ব্যাপারে তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
ঘটনা এইটা না। ঘটনা হইলো আগামীকাল দেশব্যাপী জামাতের ডাকা হরতাল । ভাল ভাল, খুব ভাল। স্বাধীন দেশে সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। কিন্তু এইটা মাথায় ঢুকতেসে না ; বিজয় দিবসের একদিন আগে , সারা দেশ (থুক্কু আওয়ামী লীগ ) যেখানে এক রাজাকারের ফাঁসিতে উদ্বেলিত সেখানে তারা হরতাল ডাকার সাহস পায় কই থেইকা ? ৭১ এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি (থুক্কু গণ্ডগোলের বছরের অসহযোগ আন্দোলনরত তৌহীদি জনতা ) যারা এদেশের স্বাধীনতাকেই স্বীকার করে না , আমাদের মহান বিজয় দিবসের একদিন আগে এভাবে হরতাল ডেকে ওইদ্ধত্য প্রকাশের সাহস তারা পায় কই থেকে ?
কিসের হরতাল ? এইসব #$%@*&^! (টুট টুট )হরতাল মানি না । কালকে আমি তো বাইর হইতেসিই, অনুরধ করবো অন্যরাও বের হন। এইসব *** দের দেখাই দেওয়া দরকার, আমরা এদের মানি না।
একটা জোকস ঃ আগামীকাল রাজশাহিতে জাতীয় পার্টি হরতাল ডাকসে । কই যে যাই !!!
২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
মদন বলেছেন:
৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩০
মোহাম্মদ সোহেল হাসান বলেছেন:
৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৬
উপপাদ্য বলেছেন: ধর্ম বিশ্বাস : নিরপেক্ষ।
আবাল আর কারে কয়। নিজেরে সরাসরি নাস্তিক পরিচয় দিতে কি আত্মসম্মানে লাগে। বেটা তুই তো দেখি বিপ্লবী চে'র ইজ্জত ডুবাবি।
বাই দ্যা ওয়ে। আমারও প্রশ্ন জামায়াত কিভাবে সাহস করে হরতাল ডাকার? একটু খতিয়ে দেখলে দেখবেন জামায়াতের বিগত ৫০ বছরের রাজনীতির ইতিহাসে ৫ টি হরতালও করতে পারেনি আর এই ইন্ডিলীগ আমলে ঢাকা শহরের অলিতে গলিতে মিছিল পর্যন্ত বের করে। যা ঢাকা শহরে আমরা কোন দিন কল্পনাও করতে পারিনি। ইন্ডিলীগ যেভাবে জামায়াতকে সুযোগ দিচ্ছে অচিরেই হয়তো দেখবো প্রিয় টিএসসিতে চিটাগাং ইউনি'র মতো শিবির একদিন "নারায়ে তকবির আল্লাহু আকবার" বলে মিছিল বের করে ফেলেছে।
এখনই দমাতে হবে জামায়াত শিবির রাজাকারদেরকে। তা না হলে এরা পুরো দেশকে তাদের কব্জায় নিয়ে যেতে পারে। তাই লেডি হিটলারের উচিত ইহুদী কায়দায় জামায়াত নিধন করা।
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৪
htusar বলেছেন: কে কারে কি কয়? আপনার ফেবু আইডি দেইখা শিরাম মজা পাইসি। আহা হা, বাপ তুই বাইচ্চা থাক। তোরা না থাকলে জাতি বেপুক বিনুদন থেইকা বঞ্চিত হইব। দোয়া কইরা দিলাম; চূড়ান্ত বিজয় অর্জিত হইবনে ।
৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
HHH বলেছেন: কোন ধর্ম গে সেক্সএর অনুমতি দেয়না বলেই কি আপনি নাস্তিক?
আপনার জন্মগত ধর্ম কি সনাতন?
১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬
htusar বলেছেন: বাপ তুই অফ যা। ছোট খোকা, বড় হও ; তারপর আইসো ।
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২
বাঁশ আর বাঁশ বলেছেন: ওরে বাপ!!! এত বড় বীর পুরুষ আপনি? দেখি, ওদের কি করতে পারেন। আপডেট জানায়েন।।।