নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

কাছ থেকে দেখা ককটেল

২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৭

সোয়া দশটার দিকে খিলগাঁও থেকে টেম্পু করে মালিবাগ আসতেসি । যেই রাজারবাগ পুলিশ লাইনের সামনে আসলাম , অম্নি দেখি উলটা পাশ দিয়ে সাই করে ব্যাপক স্পীডে একটা মোটর সাইকেল গেলো। আর সাথে সাথেই ঠাশ ঠাশ ঠাশ করে তিনটা জোরে শব্দ , আলোর ঝলকানি এবং ব্যাপক ধোঁয়ায় ভইরা গেলো। কিছু বুঝে উঠার আগেই পুরা ঘটনা ঘটে গেলো। খালি টের পাইলাম কেমন একটা গরম হলকা এসে গায়ে লাগসে।



আমার সামনের লোকটা ( আমরা দুজনেই একদম ভিতরে ছিলাম ) বলল , কপাল ভাল; পেট্রোল বোমা মারে নাই।



ককটেল ফাটানি তো অহরহই দেখি, মৌচাকের সামনে নিয়মিতই ফাটায় । কিন্তু এত রাতে টেম্পুর ভেতর থেকে ককটেল ফাটানো দেখে কেমন অন্যরকম যেন লাগলো। আর কিছু চাই না, একটু শান্তি চাই। :| :| :| :| :|

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: ভালা বাচন বাইচা গ্যাচেন। মিলাদ দিয়েন।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৪১

হাতীর ডিম বলেছেন: সব কিছু চলে যাচ্ছে নস্টদের দখলে :/

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ইখতামিন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

সাইলেন্স বলেছেন: গতকাল সন্ধ্যায় মহাখালীতে এমন পরিস্থিতিতে পড়েছিলাম লাইফে প্রথম তাই বেশ ভয় পেয়েছি.....সর্বমোট ৫টা ব্লাস্ট হয়েছে আমার থেকে ৩০/৪০ হাত দুরে....অন্ধকারের কারণে বুঝা যায়নি কারা ছুড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.