নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

ব্রাজেন্টিনা আর আমার ২ ফুটি বাংলাদেশের পতাকা

০৩ রা জুলাই, ২০১৪ রাত ১১:৪১

খুব ছোটবেলায় ৫-৬ বছর বয়সে একবার ব্রাজিল-আর্জেন্টিনার খেলা চলতেসিল। আমি তখনো কোনটার সমর্থক না। বড় ভাই ব্যাপক আগ্রহ নিয়ে খেলা দেখতেসিল। ওকে জিগাইলাম, দুইটার মধ্যে কোনটা ভাল (তখন সব কিছু ভাল খারাপ দিয়ে বিচার করতাম )। ভাইয়া বলল ঃ আর্জেন্টিনা (ও ঐটার সমর্থক)। আবার আমার বড় বোন ব্রাজিলের সমর্থক (এবং বড় বোনের বিরোধিতা করা সকল ছোট ভাইদের জন্য ফরজ ।)আর তাছাড়া আর্জেন্টিনার জার্সির রঙ সুন্দর , ব্রাজিলের মত হলুদ (গু কালার) না । ;););) ব্যস ,এই দুই কারণে আমি আর্জেন্টিনার সমর্থক হয়ে গেলাম ।

আর খেলা বিচার করলে আমি সেনেগালের সমর্থক , গরিব দেশের ভুখা- নাঙ্গা একদল খেলোয়াড় এসে প্রথম ম্যাচেই যেমনে ফ্রান্সকে হারাইসিল (২০০২ বিশ্বকাপ ) , এখনো মনে পরলে ভাল লাগে। মনে হয় একদিন আমাদের দেশও ......



ফুটবল আমার অত প্রিয় কোন খেলা না। ৯০ মিনিট ধরে ২ দল দৌড়াবে , খেলাশেষে দেখা যাবে একটা-দুইটা গোল (কখনো তাও না) এই বিষয়টাই আমার পছন্দ না।বিশ্বকাপ ফাইনাল ছাড়া তেমন একটা খেলা দেখা হয় না। একটা গোল দেখতে ৯০ মিনিট বসে থাকা ??? ওরেব্বাপ , তারচেয়ে হাইলাইটস দেখলেই হয় । :P:P:P



বিশ্বকাপ চলছে। যথারীতি ব্রাজিল এবং আর্জেন্টিনা নিয়ে ব্যাপক মাতামাতি । ময়মনসিংহে নাকি ২৫০ ফুট আর্জেন্টিনার পতাকা বানাইসে ।সামনে হয়তো ৩০০ ফুট ব্রাজিলের পতাকা আসবে । আফসোস , এর দশ ভাগের এক ভাগ সাইজের বাংলাদেশের পতাকাও যদি হইত !!! :((:((:((



যাক , অপেক্ষায় আছি , একদিন আমাদের দেশও বিশ্বকাপে খেলবে। অন্যদেশের বদলে নিজের দেশের পতাকা টানাব। সেদিন ব্রাজিল - আর্জেন্টিনার ২৫০-৩০০ ফুট পতাকাও আমার ২ ফুট পতাকার সামনে দাঁড়াইতে পারবে না। B-)B-)



একটাই তো দেশ আমাদের , এটাকে নিয়ে স্বপ্ন দেখব নাতো কাকে নিয়ে দেখব????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.