নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জামাত শিবির রাজাকার ; এই মুহুর্তে বাংলা ছাড় ।। ।। ।।

নিউট্রন বোমা বোঝো , মানুষ বোঝো না ।

htusar

আমি তুষার। পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে,পরিসংখ্যান বিভাগে।অত্যন্ত অলস একজন,পড়াশোনা ছাড়া সব কিছুতেই আগ্রহ। ধর্মবিশ্বাস নিরপেক্ষ ; জামাতকে এবং এর সাথে সংশ্লিষ্ট সব কিছুকেই ঘৃণা করি। হাটতে খুব পছন্দ করি। স্বপ্ন দেখি, গ্রাজুয়েশনের পর পুরা শহরটাই হেটে হেটে দেখব।তাতে যতদিন লাগে লাগুক। সামুতে প্রায় ৪ বছর। ব্লগ পড়ি, লিখি কম ।। ।। ।।

htusar › বিস্তারিত পোস্টঃ

বন্যেরা বনে সুন্দর, মাঠে না ।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৩৭

একবার সাফ গেমস নাকি এশিয়ান গেমস, কোনটায় যেন বাংলাদেশ কাবাডি দল রুপা পাইসিল । ঐ দলের এক খেলোয়াড়কে এক সাংবাদিক জিগাইসিল , আপনারা সোনা জয়ের জন্য গিয়েছিলেন, রুপা কেন ? বেচারি তখন মাত্র প্লেন থেকে নামসে। গায়ের কোটের দিকে দেখাই বলল , ভাই; আমার এই কোট দেখতেসেন? এটা আমার না, আরেক জনের থেকে ধার করে আনা। সারা বছর আমাদের কোনও খবর থাকে না, শুধু গেমসের সময় পদক জয় করলে একটা ফুলের তোড়া জোটে । :((

উপমহাদেশের প্রথম আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। অথচ তারই অনুসারী রিফাত বিন সাত্তার , জিয়া কোন প্রকার কোচ , প্রশিক্ষণ পায় না। নিজের চেষ্টাতেই যেটুকু সম্ভব দিয়ে যায়। :((

দৌড়ে এবং সাতারে কোনও ইলেক্ট্রনিক সময়- পরিমাপক নাই। এখনো মান্ধাতা আমলের মত হাতঘড়িতেই খেলোয়াড়দের টাইমিং মাপা হয়। ঘড়ি দূরে থাক, অধিকাংশ পুলের যে পানি , আহাহা । :D :D

পুলিশের পিটানি খাওয়া শুটার আসিফই আমাদের সোনার পদক এনে দেয়। :((

আর আমাদের সোনার ছেলে ক্রিকেটাররা ? তেনারা আমাদের ওয়েস্ট ইন্ডিজের কাছে ২য় ওয়ানডেতে ২৪ ওভারেই ৭০ রানে অলআউট হওয়ার মত খুশির বন্যায় ভাসিয়ে তোলেন । B-)) B-)) B-)) B-))

শুধু ক্রিকেট বোর্ড এদের পিছনে যে খরচ করে , তার ১/২০ ভাগও যদি এইসব খেলার "গরিব" বোর্ডগুলা পাইত , তাইলে মনে হয় সাফ গেমসে পদকের জন্য এত হাহাকার করা লাগত না। :(( :(( :(( :((

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১২:৫০

মতিউর রহমান মিঠু বলেছেন: কিছু খেলোয়ারকে কমপক্ষে দুবছর জাতীয় দলের বাইরে রাখা এখন ফরজ হয়ে দাড়াইছে।
কে কার ভায়রা, কে কার ভাতিজা এদের দলে নিতে হবে এমন ঐতিহ্য বন্ধ নাহলে ফলাফল এমনই হবে।

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ১:১৬

htusar বলেছেন: একমত । মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.