নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুলামামা২৭৫

হুলামামা২৭৫ › বিস্তারিত পোস্টঃ

কোটাবিরোধী আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, আটক ১০

১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

শাহবাগে কোটাবিরোধী আন্দোলনকারীদের মিছিলে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। আটক করা হয়েছে অন্তত ১০ জনকে।



বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবলিক লাইব্রেরির সামনে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শাহবাগে আসতে চাইলে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।



এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং সেন্ট্রাল লাইব্রেরি পর্যন্ত সরিয়ে দেয় পুলিশ।



বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।



বর্তমানে শিক্ষার্থীরা টিএসসি এবং সেন্ট্রাল লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে।

এখানে দেখুন

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৭

সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৮

হুলামামা২৭৫ বলেছেন: কোটা নিয়ে এখন ব্যাপক চুদুরবুদুর (chudurbudur) চলতাছে.....

২| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯

ইট্টুস কথা বলেছেন: সেলুকাস! সত্যিই বিচিত্র এই দেশ, বিচিত্র এই দেশের মানুষ। এই দেশের নষ্ট রাজনীতির নষ্ট খেলা বন্ধ হবে কবে? কোটা প্রথার ধ্বজাধারী সরকারকে এই মূল্য দিতে হবে।

কোটামুক্ত মেধাযুক্ত বাংলাদেশ চাই...........

৩| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪

আিম এক যাযাবর বলেছেন: কোটামুক্ত মেধাযুক্ত বাংলাদেশ চাই...........

৪| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

মোঃ খালেকুজ্জামান ফয়সাল বলেছেন: কোটা মুক্ত হতেই হবে
আমরা যে যন্ত্রণা ভোগ করতেছি ভবিষ্যত প্রজন্মকে সেই যন্ত্রণা থেকে মুক্ত করতে হবে না হয় আমরা যে অপরাধী হয়ে যাব
কেউ পিছপা হবেন না
মুক্তির পথ বন্ধুরই হয় তবুও পাড়ি আমদের দিতেই হবে...

৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

লালমিয়াভাই বলেছেন: ওহে নাবালক পুলিশ, যখন বেজম্মা চত্ত্বরে হনুমান সরকার রা ২ মাস কালব্যাপী ফালাফালি করেছে আর কোক বিরানী গিলে দেশের আইন শৃঙ্খলার তেরটা বাজিয়েছিল তখন তোমাদের শৃঙ্খলাবোধ কই ছিলো ! স্যালুট তোমাদের আর তোমাদের এই সরকার বাহাদুরকে। তবে তোমরা মনে রেখ - এক মাঘে শীত যায়না।

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

হুলামামা২৭৫ বলেছেন: ভাই সবই চুদুরবুদুর (chudurbudur) .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.