নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nature

হুতুম

হুতুম › বিস্তারিত পোস্টঃ

অবিলম্বে সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান ইউট্যাবের

২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৯

দেশে বিদ্যমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে সরকার ও বিএনপির নেত্রীকে একটি কার্যকর সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছে ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি ড. আ ফ ম ইউসুফ হায়দার।

ইউসুফ হায়দার বলেন, বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনের কারণেই দেশে রাজনৈতিক এ অস্থিরতার শুরু হয়েছে। সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিদিন সাধারণ মানুষ মৃত্যুবরণ করছে, যা জনমনে উৎকণ্ঠা ও আতঙ্ক সৃষ্টি করেছে। এ সংকট উত্তরণের জন্য প্রয়োজন সরকার ও বিরোধী দলসমূহের মধ্যে সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য পথ খুঁজে বের করা।

অস্থিতিশীল পরিস্থিতি রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে মন্তব্য করে তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের সকল মানুষের প্রত্যাশা। তাই আমরা চাই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহার করে সরকার একটি ফলপ্রসূ সংলাপের ব্যবস্থা করুক।

সরকার সংলাপের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন করে দেশ ও জাতিকে মহাবিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের মহাসচিব অধ্যাপক তাহমিনা আখতার, প্রফেসর ফররুখ আহমেদ, প্রফেসর ড. খলিলুর রহমান, মোর্শেদ হাসান খান, ড. সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমি বুঝি আপনি বুঝেন মূর্খরা কি বুঝে??

২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১০

যোগী বলেছেন:
বাল-ছাল ইউট্যাবের বেইল নাই

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

নিসঙ্গ স্বপ্নদেব বলেছেন: বাল লীগের কয়টা ভোট আছে দেশে যে তারা ভোট চাবে । ভোট হলে তো ১০টা আসন জুটবেনা । আর পিঠের চামড়া থাকবে না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.